কলকাতা

বই-খাতা হাতে নিয়ে মনের আনন্দে পড়াশোনা পথশিশুদের, মহিলা থানার উদ্যোগকে কুর্নিশ

সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: বাচ্চাগুলো ভালো করে খেতেই পায় না। স্কুল যাওয়া তো দূর অস্ত। তারা দিনভর রাস্তায় ঘোরে। ভিক্ষে করে হাওড়া স্টেশন কিংবা বাস স্ট্যান্ডে। কেউ আবার বাবা-মায়ের সঙ্গে নেমেছে শহরের ডাস্টবিন ঘেঁটে আবর্জনা কুড়নোর কাজে। বাচ্চাগুলির বয়স সাত থেকে ১৩ বছর। তারা বর্ষায় বৃষ্টিতে ভেজে। গরমে রোদ পোড়ে। কিন্তু কিছুতেই কোনও রোদ তাদের জীবনে আলো ছড়াতে পারে না। তবে অন্ধকার যতই গাঢ় হোক, তা চিরস্থায়ী হতে পারে না। রাত কাটেই কাটে। সূর্যও ওঠে। সেরকমই রোদ্দুর একদিন ঠিকরে পড়ল বাচ্চাগুলোর উপর। তাদের হাতে উঠল বই। খাতা-পেন নিয়ে লিখতে শুরু করল। অক্ষরজ্ঞান শেষ, এখন তরতরিয়ে এগিয়ে চলেছে তারা।
হাওড়া মহিলা থানায় শহরের পথ শিশুদের নিয়ে শুরু হয়েছে একটি বিশেষ পাঠশালা। সেটির নাম ‘বারান্দায় রোদ্দুর’। সেখানে পুঁথিগত শিক্ষা পাচ্ছে বাচ্চাগুলি। পাশাপাশি আচার-আচরণের নীতিশিক্ষাও পাচ্ছে। এখন রোজ বিকেল চারটে বাজলে মহিলা থানার একফালি বারান্দা ভিড়ে গমগম করে। শনি-রবি বাদে সপ্তাহের পাঁচ দিন আড়াই ঘণ্টা ধরে চলে ক্লাস। রীতিমতো ইউনিফর্ম পরে, স্কুল ব্যাগ, বই, খাতা, পেন্সিল নিয়ে গটগট করে আসে পথশিশুদের দল। তারা আশপাশের বিভিন্ন এলাকাতেই থাকে। বাচ্চাগুলোকে শিক্ষার মূল স্রোতে ফেরানোর লক্ষ্যে মার্চ মাসে মহিলা থানায় এই পাঠশালার উদ্বোধন করেছিলেন পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠী। জনা কুড়ি শিশুকে নিয়ে শুরু হয়েছিল ‘বারান্দায় রোদ্দুর’। বর্তমানে পড়ুয়ার সংখ্যা বেড়ে ৫২। বাচ্চাগুলি প্রত্যেকেই ভবঘুরে পরিবারের সন্তান। এবং প্রথম প্রজন্মের শিক্ষার্থী। তাদের বাবা-মাকে বুঝিয়ে ভিক্ষাবৃত্তির পথ থেকে সরিয়ে পাঠশালামুখী করেছে পুলিস। তবে কাজটা সহজ হয়নি। অভাবের সংসার থেকে টেনে এনে পাঠশালায় নিয়ে আসতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে পুলিসকে। তবে সব শেষে বারান্দায় রোদ্দুর পাঠশালা গত ছ’মাসে আক্ষরিক অর্থেই শিশু মনে কৌতূহলের জন্ম দিতে পেরেছে। কচিকাঁচাদের পড়াশোনা, আঁকা থেকে টেবিল ম্যানার্স সব কিছুই শেখাচ্ছেন প্রীতিশা, সোমা, অতি সুন্দর অনুরাধা ও নিশা দিদিমণিরা। তাঁরা মহিলা থানায় কর্মরত। বিষয়টি দেখভালের দায়িত্বে মহিলা থানার আই সি নন্দিতা ঘোষ কুণ্ডু। নাচ, গান, আঁকা প্রতিযোগিতা, শিক্ষামূলক ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। আলাদা আলাদা করে বাচ্চাগুলির কাউন্সেলিংও করেন মনোবিদ। এই কাজে এগিয়ে এসেছেন হাওড়া হাসপাতালের চিকিৎসক ও জেলা আদালতের আইনজীবীদের একাংশ। কেউ বই-খাতা দেন। কেউ হেলথ চেক আপ করান।   নিজস্ব চিত্র
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা