বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

স্কুল পরিষ্কারের উদ্যোগ ৬০ থেকে আশির প্রাক্তনীদের

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘আমার বিদ্যালয় আমার মা, ময়লা হতে দেব না।’ কেউ ৫০ বছর আগে স্কুল ছেড়েছেন, কেউ বা তারও বেশি। বারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এই স্লোগান তুলে তাঁদের প্রিয় স্কুলের সাফাই অভিযানে নেমেছেন। কেউ ১৯৬৮ কেউ ১৯৭২ সালে স্কুল ছেড়েছেন। কেউ তারও আগে বা পরে। এখন সকলে মিলে তৈরি করেছেন প্রাক্তন ছাত্র সমিতি। শুধু সাফাই অভিযান নয়, স্কুলের সব ধরনের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন ওই প্রাক্তনরা। ঝাড়ু হাতে স্কুল চত্বরে নেমে নজির তৈরি করলেন তাঁরা। ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত বারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র জীবনে প্রতিষ্ঠা পেয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিদ্যালয় চত্বরে তৈরি হয়েছিল জঙ্গল। এর ফলে বর্তমান ছাত্ররা অসুবিধায় পড়ছিল। যেহেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সে জন্য সরকারি অনুমোদন ছাড়া কোনও কিছুই করা যায় না। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনরা এগিয়ে এলেন তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানকে সাজিয়ে তোলার লক্ষ্যে। তাঁদের কারও বয়স ৭০, কারও ৮০, কেউ আবার ষাটের গণ্ডি পেরিয়েছেন। তাঁরা নিজেদের বিদ্যালয়কে অবহেলায় ফেলে না রেখে ছাত্রসমিতি গঠন করে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন। বর্তমান ছাত্রদের জন্য কিছু উন্নত মানের জিনিসের জোগানও দিয়েছেন। কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স ল্যাবের বেসিন, ওয়াটার ফিল্টার, গিজার ইত্যাদি জিনিস নষ্ট হয়ে গিয়েছিল। নিজেদের প্রচেষ্টায় সেসব দ্রব্য এনে বর্তমান ছাত্রদের উপহার দিয়েছেন প্রাক্তনরা। এসব পেয়ে বর্তমান ছাত্ররা খুশি। পাশাপাশি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরা। মানুষ গড়ার কারিগর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম শিক্ষা প্রতিষ্ঠানকে ভুলে না গিয়ে পাশে দাঁড়াতে হয়-এমনই জানালেন প্রাক্তন ছাত্ররা। তাঁরা বলেন, আমরা যদি আমাদের স্কুলের পরিচর্যা না করি তাহলে কারা করবে। আমাদের সাধ্যমত স্কুলের ল্যাবরেটরিতে যা দরকার, বা স্কুল পরিষ্কার করতে যা দরকার তা করছি। 
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা