বিনোদন

সোহমের নতুন চ্যালেঞ্জ

চরিত্রের অন্ধকারে হারিয়ে যাওয়া এক অভিনেতার গল্প নিয়ে আসছে পরিচালক আকাশ মালাকারের ছবি ‘বহুরূপ’। অভিনেত্রী ইধিকা পালকে সঙ্গে নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি অভিনেতা সোহম চক্রবর্তী। ছবির নামের প্রসঙ্গ টেনেই সোহম খোলসা করলেন, সাতটি রূপে দেখা যাবে তাঁকে। ‘চিত্রনাট্য পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। এরকমও কেউ ভাবতে পারেন? আকাশ যেভাবে এই চরিত্র নিয়ে ভেবেছেন, খেলেছেন, সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতা থেকেই যায়, আমাকে পারতেই হবে। তারপর রাজি হই’, বললেন তিনি। উল্লেখ করেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কথাও। সাতটা চরিত্রকে আলাদা করতে সোমনাথের অবদান অনস্বীকার্য। 
এক চরিত্রে যাপন করা থেকে অন্য ছয় চরিত্র হয়ে উঠতে খুব একটা অসুবিধের মধ্যে পড়তে হয়নি সোহমকে। বললেন, ‘আলাদা আলাদা মানুষ হিসেবে অভিনয় করা ভীষণ সমস্যার। চরিত্রগুলো যাতে দর্শক বিশ্বাস করতে পারেন, সে কারণে পরিচালককে বলেছিলাম, এক একটা লুকের জন্য যেন আলাদা করে শিডিউল তৈরি করা হয়। এতে প্রস্থেটিক মেকআপের সময়ও বাঁচবে, আমিও সাবধানী হতে পারব।’ 
মাস্টার বিট্টু ছোট থেকেই স্বপ্ন দেখেছে স্টার হওয়ার। চেয়েছে জিৎ-দেবের মতো পোস্টার পড়ুক শহর থেকে গ্রামে। দর্শক গ্রহণ করেছেন সোহমকে। অভিজ্ঞতা তাঁকে সাবধানী হতে শিখিয়েছে। তারপরও রেস্তরাঁর মালিককে প্রহার? ভাবমূর্তিতে আঁচড় লাগল না? অনুতপ্ত সোহম সরাসরি বললেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। একাধিক জায়গায় ক্ষমাও চেয়েছি। মাথা গরম হওয়ায় ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি একজন জনপ্রতিনিধি, অভিনেতাও। মানুষ আমাকে ভালোবাসতে পারেন আবার নিন্দাও করতে পারেন। কিন্তু আমাকে কেউ ভুল বুঝুক, সেটা চাই না।’ 
সম্প্রতি আর জি কর-এর ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। যার আঁচ পড়েছে কলকাতা ছাড়া দেশের অন্যান্য শহরেও। ‘জনপ্রতিনিধি’ সোহম কি মাথা ঠান্ডা রাখতে পারছেন? স্পষ্ট বললেন, ‘শুধু আর জি কর নয়, একাধিক জায়গায় এমন কুৎসিত ঘটনা ঘটছে। এই অসভ্যদের চিহ্নিত করে সমাজ থেকে বহিষ্কার করতে পারলে তবেই সমাজ শুধরে যাবে।’ তাহলে উপায়? সোহমের মত, ‘আইনে বদল আনতে হবে। এমন কঠোর আইন তৈরি করতে হবে যাতে কেউ এসব কিছু করার আগে দশবার ভাবে।’
শুভম সেনগুপ্ত
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা