কলকাতা

সরকারি জায়গায় দোকান তৈরি করছিলেন পঞ্চায়েত সদস্য, কঠোর ব্যবস্থা পুলিসের

সংবাদদাতা, তারকেশ্বর: রাজ্যজুড়ে প্রশাসন সরকারি জায়গা থেকে জবরদখলকারীদের সরিয়ে দিচ্ছে। ঠিক সেই সময়ে তারকেশ্বর বালিগড়ি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সরকারি জায়গায় তৈরি করছিলেন দোকান। ওই পঞ্চায়েত সদস্য অনিল বাগ তারকেশ্বর জোৎশম্ভু এলাকায় সেচ ও পূর্তদপ্তরের জায়গা দখল করে দোকান তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু এই নির্মাণ নিয়ে কঠোর ভূমিকায় দেখা গেল পুলিসকে। অবৈধ নির্মাণের খবর পেয়েই ঘটনাস্থলে যান তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ। তৎক্ষণাৎ বাঁশের তৈরি নির্মাণ খুলে না নিলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন। ফলে তড়িঘড়ি সরকারি জায়গায় তৈরি করা দোকান খুলে নিতে বাধ্য হন পঞ্চায়েত সদস্য। একইভাবে বালিগড়ি পঞ্চায়েতের বাওনারপাড় এলাকাতেও পূর্তদপ্তরের জায়গা দখল করে একটি চায়ের দোকানের অস্থায়ী নির্মাণ বন্ধের নির্দেশ দেয় পুলিস। ওই পঞ্চায়েত সদস্য অনিল বাগ জানান, ফাঁকা জায়গা রয়েছে দেখে দোকান করছিলাম। তবে পুলিস নিষেধ করেছে, আর করব না। এ প্রসঙ্গে  বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, সরকারি নির্দেশ অমান্য করছেন পঞ্চায়েত সদস্য। অন্যান্য সকলকে যিনি বিষয়টি বোঝাবেন, তিনি নিজেই অবৈধ কাজ করছেন। এটাই তৃণমূলের চরিত্র। এদিকে পঞ্চায়েত সদস্যের এমন কার্যকলাপের নিন্দা করে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহরায় বলেন, সরকারি নির্দেশিকার ঊর্ধ্বে কেউ নন। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। বিষয়টি আলাদাভাবে ওই সদস্যকে জানানো হবে। -নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা