কলকাতা

জোরকদমে পুজোর প্রস্তুতি কুমোরটুলিতে। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

শহরে ২০ হাজার ঠেলাগাড়ি, ভ্যানের লাইসেন্স পুনর্নবীকরণ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই, তিন ও চারচাকার পণ্যবাহী ঠেলাগাড়ি-ভ্যান, বেকারি ভ্যান ইত্যাদির লাইসেন্স পুনর্নবীকরণ করছে কলকাতা পুরসভা। প্রায় ২০ হাজার গাড়ির জন্য হাই সিকিউরিটি নম্বর প্লেট কিনছে তারা। পুরসভার লাইসেন্স বিভাগের দাবি, এটি ‘রুটিন রিনিউয়াল প্রসেস’। তবে জানা গিয়েছে, এখনও শহরে প্রায় দু’লক্ষ ঠেলাগাড়ি, তিন চাকার বেকারি ভ্যানকে লাইসেন্স দিয়ে আইনি স্বীকৃতি দেওয়ার সুযোগ রয়েছে। সেগুলিকে বৈধতা দেওয়া গেলে লাইসেন্স ফি বাবদ টাকা আসবে পুর-কোষাগারে। 
পোস্তা, বড়বাজার কিংবা পোদ্দার কোর্ট এলাকায় বহু পণ্যবাহী ঠেলাগাড়ির দেখা মেলে। তাছাড়া যাদবপুর, বেহালা, ঠাকুরপুকুর, জোকাতেও এই ধরনের ভ্যান ঘুরে বেড়ায়। পাশাপাশি বিভিন্ন তিন চাকার ভ্যান বা বেকারির গাড়িও এই তালিকাভুক্ত। পুরসভা লাইসেন্স বিভাগের কর্তারা জানাচ্ছেন, শহরে এমন প্রায় দু’লক্ষ গাড়ি রয়েছে। যার মধ্যে মাত্র ২০ হাজারের আইনি বৈধতা রয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, এই বিশেষ নম্বর প্লেট বাবদ যে খরচ হয়, সেই টাকা এবং লাইসেন্স ফি ওঁদের থেকে নেওয়া হয়। দু’লক্ষের কাছাকাছি এমন যানবাহন শহরে রয়েছে। তার মধ্যে নামমাত্রের আইনি বৈধতা রয়েছে। আমরা বাকিদেরও বৈধতা দিতে চাই। কিন্তু লাইসেন্স দিতে গেলে লালবাজারের অনুমতির প্রয়োজন। এক কর্তা বলেন, গত কয়েক বছর ধরেই তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু লালবাজারের অনুমতি না মেলায় বাকিদের লাইসেন্স দেওয়া যাচ্ছে না। কি কারণে পুলিস অনুমতি দিচ্ছে না তা বলতে পারব না। লাইসেন্স দেওয়া গেলে ওঁরা বৈধভাবে চালাতে পারবেন। পাশাপাশি পুরসভারও রাজস্ব বৃদ্ধি হবে। - নিজস্ব   চিত্র
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা