শরীর ও স্বাস্থ্য

‘সতর্ক না হলে জল ভয়ঙ্কর!’
বুলা চৌধুরী (প্রখ্যাত সাঁতারু)

গত কয়েকমাসে সাঁতার কাটতে নেমে পর পর কয়েকজনের অস্বাভাবিক মৃত্যুর খবরে আমি বেশ বিচলিত। তাঁদের মধ্যে অধিকাংশই অল্পবয়সী। আমিও মা। এসব শুনে আমারও বুকটা ছ্যাঁত করে ওঠে। কেন অকালে প্রাণগুলো ঝরে গেল, তা তো হলফ করে বলতে পারি না, ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন। নিজে সাঁতারু হিসেবে আমিও যে এই ধরনের দুর্ঘটনার সাক্ষী থাকিনি, তা নয়। 
স্পষ্ট মনে আছে, তখন ইংলিশ চ্যানেল পার করার প্রস্তুতি নিচ্ছি। ১৯৮৮ সাল হবে। পুরীর সমুদ্রে গিয়ে অনুশীলন করতাম। একদিন এরকম সাঁতার কাটছি। হঠাৎ দূর থেকে কেমন একটা আওয়াজ কানে আসে। জায়গাটা বেশ নিরিবিলি। প্রথমে ঠিক বুঝতে পারিনি। পরে লক্ষ্য করি, সমুদ্রে একটু দূরে একটা টিউব ভেসে যাচ্ছে। আর তাতে একজন যুবক। দেরি না করে সঙ্গে সঙ্গে তাঁর দিকে সাঁতরে যাই। সমুদ্রের পারে নুলিয়ারাও বিষয়টি লক্ষ্য করেছিলেন। তাঁদের সাহায্যে কোনওরকমে ওই যুবককে পাড়ে নিয়ে আসতে সক্ষম হই। ততক্ষণে যুবকের শরীর নীলচে হয়ে উঠেছে। কতক্ষণ ধরে তিনি টিউবের সাহায্যে সমুদ্রে ভেসে ছিলেন, জানি না। তবে আরও কিছুক্ষণ থাকলে যে বড় অঘটন ঘটত, তা বলার অপেক্ষা রাখে না। আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে ’৮৯ সালে। প্রথমবার ইংলিশ চ্যানেল পার করব। তার আগে লন্ডনে গিয়েছি। আমি ছাড়াও সেবার এক মেক্সিকান যুবতীও এসেছিল। বয়স পঁচিশের বেশি নয়। আমার আগেই তাঁর চ্যানেল পার হওয়ার কথা। সে যেদিন জলে নামবে, তার আগের রাতেও একসঙ্গে ডিনার করেছিলাম। সে জলে নামার কিছুক্ষণ পরেই খবর এল, সাঁতার কাটতে কাটতে ওই মেক্সিকান যুবতী নাকি অসুস্থ হয়ে পরে। বাঁচানো যায়নি। ওই ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছিল আমায়। কথায় বলে, জলই জীবন। আমি বলি, সতর্ক না হলে জলই ভয়ঙ্কর। তাই, জলে নামার আগে শারীরিক পরীক্ষা ‘মাস্ট’! দরকার নিজের সম্পর্কে স্পষ্ট 
ধ্যান ধারনাও।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা