খেলা

মেসিহীন বিজয়োৎসব কোপা জয়ীদের

বুয়েনস আইরেস: মেঘাছন্ন আকাশ। তাপমাত্রা যন্ত্র জানাচ্ছে ৯ ডিগ্রি সেলসিয়াস। ৩২ কিলোমিটার বেগে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এমন আবহে সোমবার সন্ধ্যায় ডি মারিয়া, লাওতারো মার্তিনেজরা কোপার ট্রফি নিয়ে শহরে পৌঁছতেই আবেগের উত্তাপ ছড়িয়ে পড়ল বুয়েনস আইরেসের রাজপথে। শীতের কাঁপুনি উপেক্ষা করে বিজয়ীদের সংবর্ধনায় হাজির আর্জেন্তিনার ফুটবলপ্রেমীরা। ‘প্লাজা ডি মায়ো’ স্কোয়ার তখন একটুকরো আনন্দ উদ্বেল পৃথিবী। মনে হচ্ছিল, যেন মহাসমুদ্রে ভাসমান একটা ডিঙি। তবে টিম  বাসে নেই লায়োনেল মেসি! চোটের কারণে তিনি মায়ামিতেই থেকে গিয়েছেন। অবশ্য তারই মধ্যে ভক্তদের উদ্দেশে বার্তা দিতে ভোলেননি মহাতারকা। ইনস্টাগ্রাম পোস্টে দ্রুত মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিও। জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন।
রবিবার হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা ফাইনালে ফের চোটের কবলে এলএমটেন। ৩৬ মিনিটে গোড়ালিতে চোট লাগার পরেও অনেকক্ষণ মাঠে ছিলেন মেসি। কিন্তু যন্ত্রণার সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত এঁটে উঠতে পারেননি। ৬৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন আটবারের ব্যলন ডি অর জয়ী। ফোলা পা নিয়ে সজল চোখে মাঠ ছাড়ার সেই ছবি নিমিষে ভাইরাল ফুটবল গ্রহে। কমেন্টে ভেসে ওঠে, ‘দায়বদ্ধতা ও দেশপ্রেমের সেরা বিজ্ঞাপন!’ ম্যাচ শেষে ট্রফি নেওয়ার সময়েও তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। আশঙ্কা দানা বাঁধে মেসির ফুটবল ভবিষ্যৎ নিয়েও। তবে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অনুরাগীদের আশ্বস্ত করেন বাঁ পায়ের জাদুকর। মেসি লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আমি ভালো আছি। আশা করছি, তাড়াতাড়ি মাঠে ফিরব। আবার সেই কাজ করতে পারব, যা আমি সবচেয়ে পছন্দ করি।’
ঠিক কতদিন সময় লাগবে মেসির সুস্থ হয়ে মাঠে ফিরতে? মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, জুলাইয়ের শেষ সপ্তাহের আগে ইন্টার মায়ামির জার্সিতে তাঁর মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। কারণ এই ধরণের চোটে কমপক্ষে ২০ দিন বিশ্রামে থাকতে হয়। গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে সময় আরও বেশি লাগবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা