খেলা

মানসিক দৃঢ়তার ট্রেনিংয়ে অস্ট্রিয়া গেলেন লক্ষ্য সেন

নয়াদিল্লি: বিডব্লুএফ টুর্নামেন্টে খেলতে নামার আগে শারীরিক দক্ষতা বাড়ানোর উপর নজর দিতে চান লক্ষ্য সেন। সেই লক্ষ্যে রবিবার অস্ট্রিয়া উড়ে গেলেন ২২ বছরের ভারতীয় শাটলার। প্যারিস ওলিম্পিকসে পদকের কাছে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। অনবদ্য পারফরম্যান্স মেলে ধরলেও লক্ষ্যর বেশকিছু শারীরিক ও মানসিক দুর্বলতা চোখে পড়ে ভারতীয় কোচদের। বিশেষ করে চালকের আসনে থেকেও আচমকা ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার প্রবণতা সত্যিই বিস্ময়কর। ওলিম্পিকসের পর এ নিয়ে কড়া বক্তব্যও রেখেছিলেন কোচ প্রকাশ পাড়ুকোন। মানসিকতার উন্নতির পরামর্শ দিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও। সেই মতোই নিজেকে আরও শক্তিশালী করতে তড়িঘড়ি অস্ট্রিয়া উড়ে গেলেন প্রতিভাবান শাটলার।
এই মুহূর্তে বিশ্বের সেরা ফিটনেস ট্রেনিং পরিকাঠামো রয়েছে অস্ট্রিয়ার সালজবার্গে। সেখানকার রেড বুল অ্যাথলিট পারফরম্যান্স সেন্টার রীতিমতো জগদ্বিখ্যাত। বিশ্বের প্রথম সারির বহু ক্রীড়াবিদই সেখানে ট্রেনিং করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হল লক্ষ্য সেনের নাম। এক সপ্তাহ তালিম নেবেন ভারতীয় তারকা শাটলার। মূলত মানসিক দৃঢ়তা বাড়ানোর ট্রেনিং করবেন তিনি। তাঁর সঙ্গে গিয়েছেন কোচ গৌরব ও অনূর্ধ্ব-১৫ দলের এক খেলোয়াড়। অস্ট্রিয়া যাওয়ার আগে লক্ষ্য কথা বলেন প্রখ্যাত চিকিৎসক দীনেশ পারদিওয়ালার সঙ্গে। মূলত তাঁর পরামর্শেই তরুণ শাটলারের এই বিদেশ সফর। উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ দিকে হংকং সুপার ও চীন ওপেনে খেলতে পারেন লক্ষ্য।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা