খেলা

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে চমক বাংলাদেশের

রাওয়ালপিন্ডি: পাকিস্তানের মাটিতে ইতিহাস বাংলাদেশের! বাবর আজমদের বিরুদ্ধে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল টাইগার ব্রিগেড। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে আয়োজক দলকে ১০ উইকেটে দুরমুশ করেছেন নাজমুল হোসেন শান্তরা। রবিবার পঞ্চম তথা শেষদিনে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট ছিল ৩০ রানের। কোনও উইকেট না খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
গণআন্দোলনের জেরে সম্প্রতি সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে। রাজনৈতিক অস্থিরতা এখনও কাটেনি। তারই মধ্যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত একাধিক জেলা। দেশের এমন কঠিন পরিস্থিতিতে ক্রিকেট দলের ঐতিহাসিক জয় কিছুটা হলেও স্বস্তি দেবে জনগণকে। ম্যাচের সেরা হওয়ার সুবাদে প্রাপ্ত আর্থিক পুরস্কার বন্যা দুর্গতদের দান করলেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটারের দুরন্ত ১৯১ রানের ইনিংসই বাংলাদেশের জয়ের পথ প্রশস্ত করে। উল্লেখ্য, ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের সেই সিদ্ধান্তই কাল হয়েছে। সৌজন্যে পাক বোলারদের বিবর্ণ পারফরম্যান্স। তা কাজে লাগিয়েছেন মুশফিকুর, লিটন, মেহদিরা। তাঁদের চওড়া ব্যাটে ভর করে প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ ৫৬৫ রান তোলে বাংলাদেশ। লিড পায় ১১৭ রানের, যা চালকের আসনে বসিয়ে দেয় টাইগার বাহিনীকে। পাশাপাশি প্রশংসা করতে হবে বাংলাদেশের বোলারদেরও। দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছেন দুই স্পিনার মেহদি হাসান মিরাজ ও  সাকিব আল হাসান। তাঁদের দাপটে শুরু থেকেই ধুঁকছিল পাকিস্তান। দলের হয়ে সবচেয়ে বেশি রান মহম্মদ রিজওয়ানের (৫১)। এছাড়া বলার মতো রান আবদু্ল্লাহ শাফিকের ৩৭। প্রথম ইনিংসে খাতা খুলতে না পারা বাবর আজম দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। তাঁর ব্যাট থেকে ২২ রানের বেশি আসেনি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ইনিংস থামে ১৪৬ রানেই। রাজনৈতিক কারণে ঘরে বাইরে প্রবল চাপে থাকা সাকিব আল হাসান তিন উইকেট নিয়েছেন। আর মিরাজের সংগ্রহ চার উইকেট। বাকি তিনটি উইকেট তিন পেসারের। জবাবে মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে জয় এনে দেন জাকির হাসান (অপরাজিত ১৫) ও শাদমান ইসলাম (অপরাজিত ৯)।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা