খেলা

ছন্নছাড়া ফুটবল, ড্র করল ইস্ট বেঙ্গল

কাস্টমস-০        :         ইস্ট বেঙ্গল-০

সৌগত গঙ্গোপাধ্যায়, নৈহাটি: ময়দানে চালু প্রবাদ— ডার্বি জেতার পর হোঁচট খায় বড় দল। নৈহাটি স্টেডিয়ামেও তার অন্যথা হল না। ছন্নছাড়া ফুটবলে কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেন বিষ্ণু, জেসিনরা। টানা তিন ম্যাচ জিতে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয় কাস্টমস। বিশ্বজিৎ ভট্টাচার্য পোড়খাওয়া কোচ। তাঁর পাতা ফাঁদেই আটকালেন আমন, সায়নরা। ইস্ট বেঙ্গল কি অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল দিল? ম্যাচের পর ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জের সাফাই, ‘দু’দিন অন্তর ম্যাচ খেলা কঠিন। ক্লান্তিই ফ্যাক্টর হয়ে দাঁড়াল।’ 
ঘরোয়া লিগে দল সেট করতে পারেননি কেরালাইট কোচ। আগের তিন ম্যাচে নিয়ম করে বদলেছে প্রথম একাদশ। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। ৪-২-৩-১ ফর্মেশনে জেসিনকে সিঙ্গল স্ট্রাইকারে রেখে দল সাজিয়েছিলেন বিনো। আমন, তন্ময়দের খেলায় কোনও ঝাঁঝ ছিল না। মাত্রাতিরিক্ত মিস পাস ছন্দ নষ্ট করে দেয় দলের। এই ধরনের ম্যাচে দ্রুত গোল তুলতে না পারলে সমস্যা বাড়ে। বেগতিক বুঝে দ্বিতীয়ার্ধে শ্যামল ও মুশারফকে তুলে সায়ন ও বিষ্ণুকে মাঠে নামান কেরালাইট কোচ। এই পর্বে কিছুটা গা-ঝাড়া দেয় মশালবাহিনী। ৫৩ মিনিটে বাঁ দিক থেকে কাট করে ঢুকে বক্সে নাসিবকে চমৎকার বল সাজিয়ে দিয়েছিলেন সায়ন। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সময় গড়ানোর সঙ্গেই ম্যাচ থেকে হারিয়ে যায় ইস্ট বেঙ্গল। দুটো উইং ব্লক করে ইস্ট বেঙ্গলকে নির্বিষ করলেন বিশ্বজিৎ ভট্টাচার্য। ডার্বির নায়ক বিষ্ণুও দলকে উতরে দিতে ব্যর্থ। এরই মধ্যে চোট পেয়ে নাসিব বসে যেতেই আরও সমস্যায় পড়ে লাল-হলুদ ব্রিগেড। শেষদিকে চাপ বাড়ালেও বিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ সায়নরা। বরং প্রতি-আক্রমণে বারবার ঝাপটা দিল কাস্টমস। ম্যাচ শেষে উত্তেজনা তৈরি হয় গ্যালারিতে। শেষ পর্যন্ত পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কাস্টমস কোচ বিশ্বজিত্ ভট্টাচার্যের হুঙ্কার, ‘সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটা আমরা জিততেই পারতাম। সত্যি বলতে কী, ওদের বেশিরভাগ ফুটবলার ইস্ট বেঙ্গলের জার্সির আবেগ বোঝে না।’
ইস্ট বেঙ্গল: আদিত্য, সঞ্জীব, আদিল, মনোতোষ, হীরা, তন্ময়, শ্যামল (বিষ্ণু), নাসিব (ভান্সপাল), মুশারফ (সায়ন), আমন (বিজয়), জেসিন (সুব্রত)।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা