বিদেশ

রিপাবলিকানদের তরফে আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্ক, ১৬ জুলাই: মঞ্চ ছিল প্রস্তুত! বাকি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে গতকাল, সোমবার তাও হয়ে গেল। চলতি বছরে আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই নির্বাচনে ফের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিল রিপাবলিকানরা। গতকাল, সোমবার থেকে আমেরিকার উইসকনসিনে শুরু হয়েছে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। সেই সম্মেলনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দলের তরফে কাকে প্রার্থী করা হবে সেই বিষয়ে ভোট হয়। সেইমতই রিপাবলিকানদের প্রার্থী করা হল ট্রাম্পকে।
উল্লেখ্য, গত, রবিবার (ভারতীয় সময়) পেনসিলভেনিয়ার একটি জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চলে। সেই সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি। হঠাৎই তাঁর দিকে ধেয়ে আসে বুলেট। তবে সামান্য জখম হলেও অল্পের জন্য রক্ষা পান তিনি। কান ঘেঁসে বেরিয়ে যায় বুলেট। এই ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে আসেন ট্রাম্প। কানে ব্যান্ডেজ থাকলেও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র চির ধরেনি। লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। দলের জাতীয় সম্মেলনেই ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীর নাম ঘোষণা করেন ট্রাম্প। আর তাতেই চমক দিয়েছেন তিনি। ওহাইও-র সেনেটার জেডি ভ্যান্সকে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। একদা ট্রাম্প বিরোধী বলে মার্কিন মুলুকে পরিচিত ছিলেন জেডি ভ্যান্স! কিন্তু তাঁকেই নিজের রানিং মেট হিসেবে বেছে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নিজের নামেই সিলমোহর দিয়েছেন জো বাইডেন। যদিও তাঁর দলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা