বিদেশ

ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী মোদি, আজই জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

কিয়েভ, ২৩ আগস্ট: দু’দিনের পোল্যান্ডসফর সেরে আজ, শুক্রবার ইউক্রনের রাজধানী কিয়েভে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন আলাদ হওয়ার পর এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে গেলেন। আজই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মোদির। তাতে শান্তিপূর্ণভাবে ইউক্রেন সমস্যা মেটানোর চেষ্টা করা হবে এমন বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন সকালে কিয়েভ-এ পৌঁছানোর পরই তা সোশ্যাল মিডিয়ায় সেটি জানান প্রধানমন্ত্রী মোদি। লেখেন, সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে তাঁর দেখা হয়েছে। পাশাপাশি জেলেনস্কির সঙ্গে তাঁর ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, আজ ভোরেই কিয়েভে পৌঁছেছি। এখানে বসবাসকারী ভারতীয়রা আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন। সূত্রের খবর, এদিনই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রী মোদির ইউক্রেন সফর হয়ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিতে পারে। এর আগে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সময়ে এই কথা জানিয়েছেন। সম্প্রতি মস্কো সফরেও মোদির মুখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা শোনা গিয়েছিল। পাশাপাশি মোদির সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেনও। সে দেশের প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টা মিখাইলো পোদোলিক বলেন, মোদির সফর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
21d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা