বিদেশ

ক্রিকেটার সাকিব ও অভিনেতা ফিরদৌসের বিরুদ্ধে খুনের মামলা

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিনেতা ফিরদৌস আহমেদের বিরুদ্ধে বিরুদ্ধে খুনের মামলা দায়ের হল। গত ৫ আগস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন রুবেল নামে এক যুবক। ওই যুবক পোশাক কারখানায় কাজ করতেন। ৭ আগস্ট রুবেল মারা যান। তাঁর বাবা রফিকুল ইসলাম ঢাকার আদাবর থানায় অভিযোগ দায়ের করেছেন। সাকিব, ফিরদৌসের পাশাপাশি হাসিনা, প্রাক্তন মন্ত্রী ওবায়েদুল কাদের সহ ১৫০ জনের বেশি ব্যক্তির নামে মামলা দায়ের করেছেন তিনি। রফিকুলের দাবি, অভিযুক্তদের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশেই গুলি চালানো হয়েছিল। সাকিব ও ফিরদৌস দুজনেই আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ। বর্তমানে সাকিব বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্য হিসেবে পাকিস্তান সফরে গিয়েছেন। তবে এই মামলা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, বাংলাদেশজুড়ে যখন আন্দোলন চলছিল, তখন সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কানাডায় গিয়েছিলেন। আওয়ামি লিগের সাংসদ হওয়ার কারণেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে খুনের মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর ভক্তদের। 
দেশজুড়ে আন্দোলনের মুখে পড়ে ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই ঢাকার রিং রোঢে একটি মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চলে। রুবেলের বুকে ও তলপেটে গুলি লাগে। তাঁকে হাসপাতালে  ভর্তি করা হয়, তবে দু’দিন পর মারা যান তিনি। রুবেলের বাবা যে মামলা দায়ের করেছেন, তাতে ২৮ নম্বরে নাম রয়েছে, মাগুরা-১ আসনের প্রাক্তন সাংসদ সাকিবের। অন্যদিকে, ৫৫ নম্বরে নাম রয়েছে ঢাকা-১০ আসনের প্রাক্তন সাংসদ ফিরদৌস আহমেদের। তবে এখনও পর্যন্ত সাকিব বা ফিরদৌস এই মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি। 
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা