বিদেশ

ইজরায়েল ও হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত মধ্যপ্রাচ্য!

তেল আবিব, ২৫ আগস্ট: তাহলে যুদ্ধ কী শুরু হয়েই গেল? মধ্যপ্রাচ্য অশান্ত হল? আজ, রবিবারের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে এখন এই বিষয় নিয়েই আলোচনা চলছে। কারণ হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলা, পাল্টা হামলার জেরে আতঙ্ক ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। শুরুটা করে ইজরায়েল। এদিন সকালেই  ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার ৪০টি ঘাঁটি লক্ষ্য করে লেবাননে হামলা চালায় ইজরায়েলি সেনা। সূত্রের খবর, হিজবুল্লার ঘাঁটি গুঁড়িয়ে দিতে প্রায় ১০০টি যুদ্ধবিমানকে পাঠিয়েছিল ইজরায়েল। আত্মরক্ষার জন্যই এই হামলা। এমনটাই যুক্তি দিয়েছে ইজরায়েল। তার কয়েকঘণ্টার মধ্যেই পাল্টা হিসেবে বড়সড় হামলা চালায় হিজবুল্লা। সূত্রের খবর, ইজরায়েলের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৩২০টি কাতইউসা রকেট ছুড়েছে এই জঙ্গি গোষ্ঠী। তবে এই ধরনের হামলা হতে পারে সেই খবর আগেই পেয়েছিল ইজরায়েল। তাই তাঁরা আয়রন ডোম খুলে হামলা রোধের চেষ্টা করে। হিজবুল্লার তরফে জানানো হয়েছে, তাঁদের কমান্ডার ফুয়াদ শুকুরকে জুলাই মাসে হত্যা করেছিল ইজরায়েলি সেনা। তার বদলা নিতেই এই হামলা। পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ৪৮ ঘণ্টা দেশে জরুরি অবস্থা জারি করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক এয়ারপোর্টে বিমান পরিষেবায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘুরপথে চালানো হচ্ছে যাত্রীবাহী বিমানগুলি। উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশকে বাঁচানোর জন্য যে কোনও পদক্ষেপ গ্রহণ করবেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকাও। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এই হামলাগুলির ফলে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু মধ্যপ্রাচ্যে অশান্তির ফলে চিন্তায় পড়েছে গোটা বিশ্ব।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা