সিনেমা

‘দর্শকের ধৈর্যের অভাব ধারাবাহিকের আয়ু কমাচ্ছে’

বাবা অশোক বিশ্বনাথনের পরিচালনায় ‘হেমন্তের অপরাহ্ন’ ছবিতে কাজ করেছেন অনুষা বিশ্বনাথন। ছবির মুখ্য বিষয় জীবনের অনিশ্চয়তা, যুদ্ধের উদ্বেগ। স্বাভাবিক ভাবেই হতাশার কথা আসে। আলাপচারিতায় অনুষা জানালেন, ‘সময়’ এই ছবির গুরুত্বপূর্ণ বিষয়। এক অন্যতম চরিত্রও বটে। পরিচালক কি মেয়ের কথা ভেবেই চরিত্র তৈরি করেছেন? অশোককন্যার সাফ জবাব, ‘আমার তা মনে হয় না।’ এই ছবির চরিত্রের সঙ্গে বাস্তব জীবনে তাঁর বিশেষ মিল নেই। শুধু অভিনয়ের প্রতি ভালোবাসায়, ছক ভাঙা কাজের চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহে রিল এবং রিয়েল মিলে যায়। ‘আমার চরিত্রটা ভীষণ স্মার্ট। তার জীবনে লক্ষ্য আছে’, বললেন তিনি।
অভিনয়ের পরিবেশে বেড়ে ওঠাই কি অনুষার অভিনেত্রী হওয়ার কারণ? তাঁর উত্তর, ‘বাবা-মা (মধুমন্তী মৈত্র) শিল্প জগতে আছেন মানেই যে আমি তাঁদের পাশে পেয়েছি এমনটা নয়। ওদের প্রত্যক্ষ ভাবে না থাকার কারণ আমি বুঝি। আর সেই কারণেই আমার সন্তান হলে সে অভিনয় জগতে আসুক, তা চাইব না। মা হিসেবে আমার সন্তান প্রত্যাখ্যান, অপমানের মুখোমুখি হোক সেটা ভালো লাগবে না। তার মধ্যে অভিনয়ের প্রতি ভালবাসা আর জেদ যদি না থাকে, তাহলে পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারবে না। এই নিরীক্ষণ আমার মা-বাবা করেছিলেন বলেই আমি টিকে আছি।’ 
নতুনের অন্বেষণে নিজেকে ব্যস্ত রাখেন অনুষা। সে কারণেই টেলিভিশনে অভিনয়ে আগ্রহী ছিলেন। কিন্তু শুরুর কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় তাঁর প্রথম ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’। নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল? অভিনেত্রী বলেন, ‘নিরাপত্তাহীনতা বা হতাশার চেয়েও বেশি কষ্ট হয়েছিল। উপার্জনের কথা ধরলে এই প্রোজেক্ট যথেষ্ট লাভের মুখ দেখেছিল। ওই কাজটা থেকে একটা জিনিস উপলব্ধি করেছি, কোনও ভালো কাজ অযথা টেনে বড় করা হচ্ছে মনে হওয়ার আগেই শেষ করা উচিত। এই ধারাবাহিকে আমার মনে হয় এই বিষয়টা কিছুটা হলেও রক্ষা পেয়েছে।’ স্বল্প সময়ের মধ্যে ধারাবাহিকের সমাপ্তি এখন ট্রেন্ড। এর কারণ ব্যাখ্যা করে অনুষার দাবি, ‘আমার মতে ইদানীং ধারাবাহিক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া কম টিআরপির থেকেও দর্শকের কমে আসা ‘অ্যাটেনশন স্প্যান’-এর উপর বেশি নির্ভর করে।’ 
শুভম সেনগুপ্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা