সিনেমা

সব পেশাতেই নিজের সেরাটা দিতে হয়

সুধার গল্প
‘শুভ বিবাহ’-র ‘সুধা’ অর্থাৎ সোনামনির চরিত্র ঠিক কেমন? ‘সুধা এক সাধারণ মেয়ে। তার বিয়েটা সফল হয়নি। সেখান থেকে বেরিয়ে এসে সে নতুন একটা জীবন শুরু করার চেষ্টা করছে’, বললেন অভিনেত্রী। সুধাকে নিয়েই গল্প এগবে ধারাবাহিকে। সমাজ তাকে প্রচণ্ড বাধা দিচ্ছে। কিন্তু সে দ্বিতীয়বার বাঁচার চেষ্টা করছে। সহজ সরল সত্যবাদী একটা মেয়ে সুধা। কিন্তু বিয়ের পর সেই দমবদ্ধ পরিবেশে সে একটা ট্রমার মধ্যে ছিল। সেখান থেকে বেরিয়ে এসেই ওর জীবন সংগ্রামের লড়াই। বর্তমান সমাজেও ডিভোর্সি মেয়েদের অন্য চোখে দেখা হয়। সেই বাস্তব ও প্রাসঙ্গিক বিষয়ই এই ধারাবাহিকে দর্শক দেখছেন বলে জানালেন সোনামনি। 
গল্পে ভিন্নতা
টেলিভিশনে এখন নানা ধরনের গল্প নিয়ে কাজ করার চেষ্টা চলছে। এই গল্প কোথায় গিয়ে আর পাঁচটা ধারাবাহিকের থেকে আলাদা? সোনামনির উত্তর, ‘অন্যান্য ধারাবাহিকে সাধারণত দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র হয়তো পড়াশোনা করছে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে হল। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে নতুন কিছু মুহূর্ত জীবনে খুঁজে বার করতে হয়। কিন্তু এখানে মেয়েটির জীবনে আগে থেকেই সমস্যা রয়েছে। তার জীবনে দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। খুব ম্যাচিওর একটা গল্প।’ 
নতুন চ্যালেঞ্জ
বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি। আবার ধারাবাহিকের স্থায়িত্বও এখন খুবই কম। তাই অভিনেত্রী হিসেবে সোনামনি কি বাড়তি কোনও চাপ অনুভব করেন? ‘একটা চাপ তো থাকেই। কারণ আমার থেকেও অনেক ভালো অভিনেত্রী রয়েছেন। আমার মনে হয় এই সুধা চরিত্রটা অনেকেই করতে পারতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আমার ১০০ শতাংশ দিতেই হবে। শুধু অভিনয় নয়, আমার মনে হয় সব পেশাতেই নিজের সেরাটা দিতে হয়’, বললেন তিনি।
রেজাল্ট আউট
সপ্তাহে একদিন ধারাবাহিকের টিআরপি প্রকাশ করা হয়। সেই রেজাল্টের দিকে তাকিয়ে থাকেন নির্মাতারা। রেজাল্ট খারাপ হলে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতি কীভাবে সামলান? অভিনেত্রী বললেন, ‘আমার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে যে, দর্শক ভালবাসবেন। অনেক সময় আমরা দেখি, কোনও ধারাবাহিকেক টিআরপি বেশি থাকলেও সেই গল্প বা চরিত্রগুলোকে নিয়ে আলাদা করে আলোচনা হয় না। তাই টিআরপির বিষয়টা মনে রেখেই বলছি, অভিনয় দিয়ে মানুষের মনে প্রভাব ফেলতে চাই।’  
সমাজমাধ্যমের গুরুত্ব
সমাজমাধ্যমের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল সোনামনি। এ প্রসঙ্গে তাঁর মত, ‘এটা আমার চতুর্থ ধারাবাহিক। ঈশ্বর ও দর্শকের আশীর্বাদে প্রতিটা কাজই দর্শকের ভালো লেগেছে। সেই জায়গা থেকে আমার ফলোয়ার্স যতটা হওয়ার কথা, তা নেই। তুলনায় নতুনদের ফলোয়ার্স আমার থেকে অনেক বেশি। তাই আমার কখনওই মনে হয় না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াই কেরিয়ার তৈরি করতে পারে। এর বাইরেও কিছু আছে।’
অপেক্ষা
ধারাবাহিক ছাড়াও অন্য মাধ্যমে অভিনয় করার ইচ্ছে রয়েছে সোনামনির। স্পষ্ট বললেন, ‘আমি ‘দ্য বেঙ্গল স্ক্যাম’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয়ও করলাম। ধারাবাহিকে চিত্রনাট্য পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফ্লোরে যেতে হয়। কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে দেড়মাস আগে চিত্রনাট্য আমি হাতে পেয়ে গিয়েছিলাম। সিনেমার ক্ষেত্রেও নাকি এমনটাই হয়। তাই সিনেমা, ওয়েব সিরিজ সবই করতে চাই।’ 
পিয়ালী দাস
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা