খেলা

শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজে বিশ্রাম নিতে পারেন হার্দিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রীলঙ্কায় তিনটি টি-২০ এবং সমসংখ্যক ওয়ান ডে ম্যাচ খেলতে যাবে ভারত। খুব শীঘ্রই দল ঘোষণা হবে। খুব সম্ভবত টি-২০ সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। কারণ, তিনিই ছিলেন বিশের বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি। সূর্যকুমার যাদবের নামও ভাসছে অধিনায়ক হিসেবে। হার্দিক অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন না বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। ব্যক্তিগত কারণে তিনি ছুটি চেয়েছেন। তা সম্ভবত মঞ্জুর হবে। 
জিম্বাবোয়ে সফরের পারফরম্যান্সও গুরুত্ব পাবে শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনে। গম্ভীরের সঙ্গে ইতিমধ্যেই এক দফা বৈঠক সেরে নিয়েছেন নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর। সেই আলোচনাতেই ভারতের টি-২০ এবং ওয়ান ডে টিমের খসড়া তৈরি হয়ে গিয়েছে বলে খবর। খুব সম্ভবত যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন অভিষেক শর্মা। আলোচনায় উঠতে পারে আরও বেশি কিছু নাম। প্রশ্ন উঠছে, শ্রেয়স আয়ার, ঈশান কিষানদের ভবিষ্যৎ নিয়েও। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ক্রিকেটার বাদ পড়েছিলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। তারপর অবশ্য শ্রেয়সের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেই দলের মেন্টর ছিলেন গম্ভীর। তাই ক্রিকেট মহলের একাংশের ধারণা, ঈশানের ফেরার পথ কঠিন হলেও শ্রেয়সের ক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো কিছুটা নমনীয় হতে পারে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিলেন তিনি। এদিকে, দুর্ঘটনার পর রিহ্যাব সেরে সুস্থ হয়ে টি-২০ বিশ্বকাপে নেমেছিলেন ঋষভ পন্থ। মেলে ধরেছিলেন দুর্দান্ত পারফরম্যান্স। তাই একদিনের ক্রিকেটেও তাঁর ফেরার সম্ভাবনা প্রবল। তবে ৫০ ওভারের সিরিজে ভারতীয় দলের নেতা কে হবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। লোকেশ রাহুল কিছুটা হলেও দৌড়ে এগিয়ে। উল্লেখ্য, ২৭ জুলাই পাল্লেকেলেতে প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
এদিকে, টেস্ট দলের সদস্যদের দলীপ ট্রফিতে খেলা বাধ্যতামূলক করছে বিসিসিআই। এক্ষেত্রে অবশ্য রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহকে ছাড় দেওয়া হবে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা