বিদেশ

সংরক্ষণ ইস্যুতে ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, নিহত ৬

ঢাকা: সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতিতে সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ একাধিক বড় শহরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মঙ্গলবার আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিসের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। এরমধ্যে ঢাকায় দুই, চট্টগ্রামে তিন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা চারশোরও বেশি। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংরক্ষণের পদ্ধতিতে সংস্কারের দাবিতে আন্দোলন চালাচ্ছে ছাত্রদের একাংশ। সোমবার রাতে দেশজুড়ে গণ আন্দোলনের ডাক দেন সংরক্ষণ বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ৩০ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবিতে সরব হন তাঁরা। 
আন্দোলন চলাকালে এদিন দুপুরে প্রথম হিংসার খবর আসে চট্টগ্রামের মুরাদপুর থেকে।  আন্দোলনকারীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। দেশের শাসক দলের সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় তিনজনের। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে।  বিকেলে  ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সংঘর্ষের মধ্যে দু’জনের মৃত্যু হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও এক আন্দোলকারীর। পুলিস বিক্ষোভ দমনে টিয়ার গ্যাসের পাশাপাশি গুলি চালায় বলে অভিযোগ। এদিন নিরাপত্তার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে সবকিছু ছেড়ে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন মুক্তিযোদ্ধারা। তাঁদের সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা