কলকাতা

বেআইনি ভাবে লক্ষাধিক টাকার গাছ কাটার অনুমতি পঞ্চায়েতের

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাট-২ ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বেআইনিভাবে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ ঘিরে শোরগোল। বাম আমলে পঞ্চায়েতের তরফে শালজার এলাকার মোড়লপুকুর পাড়ে গাছ লাগানো হয়েছিল। জমির মালিকরা তৃণমূল পরিচালিত গত বোর্ডের কাছে গাছ কাটার আবেদন জানান। পঞ্চায়েত বোর্ড গাছ কাটার অর্থ দুইপক্ষের মধ্যে পঞ্চাশ শতাংশ হারে ভাগ করার রেজোলিউশন পাশ করে। কিন্তু জমির অংশীদাররা সেই দাবি খারিজ করে দেন। বর্তমান বোর্ড আগের রেজোলিউশন হারিয়ে যাওয়ার কথা বলে নতুন রেজোলিউশন পাশ করে। তাতে ন্যূনতম অর্থে গাছ কাটার প্রস্তাব পাশ হয়। বেআইনি এই কাজ নিয়ে বিডিও দপ্তরে অভিযোগ করা হয়েছে।
আরামবাগ গাছ মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। নদী বাঁধের পাড়, বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অবাধে গাছ কাটা চলছে। ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের একাংশ বেআইনি গাছ কাটার কারবারে যুক্ত বলে অভিযোগ উঠছে। প্রশাসনের চোখে ধুলো দিতে নিয়ম বাঁচিয়ে  লাখ লাখ টাকার গাছ লুট করে নেওয়া হচ্ছে। বেঙ্গাই পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান বাসুদেব মণ্ডল বলেন, গত বোর্ডের গাছ কাটার রেজোলিউশন পাশের কাগজপত্র পাওয়া যায়নি। অংশীদারদের দাবি মেনে ন্যূনতম অর্থ নিয়ে নতুন বোর্ড গাছ কাটার প্রস্তাব পাশ করেছে। মহকুমার বনদপ্তরের অনুমোদন নিয়ে গাছ কাটা হয়েছে। যদিও গত বোর্ডের পঞ্চায়েত উপপ্রধান জয়দেব কোঙার বলেন, বাম আমলে পঞ্চায়েত ৭৫ শতাংশ ও অংশীদাররা ২৫ শতাংশ পাবে বলে প্রথম রেজোলিউশন পাশ হয়। গত বোর্ডের সময়ে নিয়ম মেনে পঞ্চাশ শতাংশ হারে গাছ কাটার রেজোলিউশন পাশ হয়। জমির অংশীদাররা পঞ্চায়েতেকে পঁচিশ শতাংশ অর্থ দেওয়ার ও নিজেদের জন্য বাকি ৭৫ শতাংশ অর্থের দাবি করেন। সেই দাবি পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়। বর্তমান বোর্ডের দাবি, আগের রেজোলিউশনের কপি অফিসে পাওয়া যায়নি। ব্লক প্রশাসনের আধিকারিকরদের বক্তব্য, বিগত বছরগুলোর রেজোলিউশনের কপি হারানোর কথা নয়। গত পঞ্চায়েত বোর্ডের উপপ্রধান গোঘাট-২ ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ করেছেন।  নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা