খেলা

টাই-ব্রেকারে হেরে বিদায় ছন্নছাড়া ব্রাজিলের, কোপা আমেরিকার শেষ চারে উরুগুয়ে

লাস ভেগাস: কোপা শুরুর আগেই রোনাল্ডিনহো বলেছিলেন, ‘এই ব্রাজিলের খেলা দেখে হতাশ হওয়ার কোনও ইচ্ছা নেই।’ তিনি যে ভুল বলেননি, তা হাতেনাতেই প্রমাণ হয়ে গেল। দশ জনের উরুগুয়েকেও হারাতে ব্যর্থ সেলেকাওরা। ভারতীয় সময়ে রবিবার সকালে টাই-ব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ছন্নছাড়া রডরিগো, রাফিনহাদের দেখে বারবার প্রশ্ন জাগছিল, এরা সত্যিই পেলে-জিকোদের উত্তরসূরি তো?
প্যারাডাইসে এদিন নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। কোপাতে ফাইনাল ছাড়া অন্য কোনও ম্যাচে অতিরিক্ত সময় বরাদ্দ নেই। ফলে খেলা গড়ায় টাই-ব্রেকারে। এই পর্বে শুরুতেই এডার মিলিতাওয়ের শট রুখে দেন উরুগুয়ান গোলরক্ষক সের্গিও রোচেত। পরে ডগলাস লুইজ তৃতীয় শট পোস্টে মারেন। অন্যদিকে, হোসে গিমেনেজের শট ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার রুখলেও শেষরক্ষা হয়নি ব্রাজিলের। টাই-ব্রেকার ৪-২ ব্যবধানে জিতে ২০১১ সালের পর প্রথমবার সেমি-ফাইনালের টিকিট পেল উরুগুয়ে।
ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে উরুগুয়েও কোপা আমেরিকার অন্যতম সফল দল। ১৫বার খেতাব জিতেছে তারা। তাই এদিন ছাপোষা সাম্বা ব্রিগেডকে বাড়তি সমীহ করেননি ডারউইন নুনেজরা। প্রথম মিনিট থেকেই লড়াকু ফুটবল মেলে ধরে মার্সেলো বিয়েলসার দল। টাফ ফুটবলে সেলেকাওদের মাথাই তুলতে দেননি আরাহুরা। তাই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও রডরিগোদের যাবতীয় আক্রমণ প্রতিপক্ষ বক্সের আগেই খেই হারিয়েছে। তার উপর কার্ড সমস্যায় এদিন ভিনিসিয়াস জুনিয়রও দলে ছিলেন না। ফলে সমস্যা আরও বেড়েছে। অতীতে এমন পরিস্থিতিতে একক নৈপুণ্যে ম্যাচের রং বদলে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকারা। কিন্তু ডোরিভালের দলে তেমন ফুটবলার কোথায়? নেইমারও তো চোট সমস্যায় গত এক বছর মাঠের বাইরে। তাই এই ফল মোটেই অপ্রত্যাশিত নয়। জোগো বোনিতোর দেশে আরও কত লজ্জার মুহূর্ত অপেক্ষা করে রয়েছে কে জানে! 
এদিন ২৪ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু তা হেলায় হারান এনড্রিক। তার দশ মিনিট পর প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রাফিনহা। কিন্তু ওয়ান ইজ টু ওয়ান সিচুয়েশনে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ বার্সেলোনার উইঙ্গার। এই পর্বে উরুগুয়ের নুনেজও ওপেন হেডার মিস করেন। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্রনাট্য বদলায়নি। প্রতিপক্ষের ফিজিক্যাল ফুটবলে নাজেহাল দেখাচ্ছিল সেলেকাওদের। ৭৪ মিনিটে রডরিগোকে কড়া ফাউল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের ডিফেন্ডার নান্দেজ। দশ জনের বিরুদ্ধে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ এনড্রিক-রাফিনহারা। এমন দুর্দশা চলতে থাকলে শুধু কোপায় ভরাডুবি নয়, আগামী বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশাও বিশ বাঁও জলে যেতে পারে ব্রাজিলের।
 
উরুগুয়ে-০          :          ব্রাজিল-০
(টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে
 জয়ী উরুগুয়ে)

 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা