খেলা

ইপিএলে জয়ে ফিরল ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটির। তবে শেষ দুই ম্যাচে আর্সেনাল ও নিউকাসল ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করে চাপে পড়ে তারা। সেই ব্যর্থতা ভুলে শনিবার প্রিমিয়ার লিগে জয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। ঘরের মাঠ, এতিহাদ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফুলহ্যামকে ৩-২ ব্যবধানে বশ মানিয়েছে ম্যান সিটি। জয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ মাতেও কোভাসিচের। অপর গোলদাতা জেরেমি ডকু। ফুলহ্যামের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন আন্দ্রেয়াস পেরেইরা ও রডরিগো মুনিজ। এই জয়ের পর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ-ব্রিগেড। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ম্যান সিটির থেকে এক পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে লিভারপুল। এদিন অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্নে স্লট-ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি ডিয়েগো জোতার। লিগ টেবিলে তৃতীয় স্থানে আর্সেনাল (৭ ম্যাচে ১৭ পয়েন্ট)। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সাউদাম্পটনকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। গানারদের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন কাই হাভার্টজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও বুকায়ো সাকা। সাউদাম্পটনের হয়ে লক্ষ্যভেদ ক্যামেরন আর্চারের।
ইপিএলে দুই ম্যাচ ড্র করলেও চ্যাম্পিয়ন্স লিগে স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় ম্যান সিটি। তবে এদিন ঘরোয়া লিগে তাদের ভালোই বেগ দিল ফুলহ্যাম। সিটিজেনদের ডেরায় ২৬ মিনিটেই লিড নেয় অ্যাওয়ে দল। তবে ৩২ মিনিটে কোভাসিচের গোলে সমতায় ফেরে ম্যান সিটি। এরপর ৪৭ মিনিটে এই ক্রোট মিডিওই গত চারবারের চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। আর ৮২ মিনিটে ম্যান সিটির জয় কার্যত নিশ্চিত করে ফেলেন ডকু। এরপর ৮৮ মিনিটে ব্যবধান কমিয়ে ভয় ধরালেও সমতায় ফিরতে পারেনি ফুলহ্যাম।
ম্যাঞ্চেস্টার সিটি-৩            :               ফুলহ্যাম-২ 
আর্সেনাল-৩                    :          সাউদাম্পটন-১
ক্রিস্টাল প্যালেস-০           :            লিভারপুল-১
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা