খেলা

কোম্যানের চালেই বাজিমাত ডাচদের

সঞ্জয় সরকার: কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে উঠে গোটা বিশ্বকাপে চমকে দিয়েছিল মরক্কো। হাকিমি-জিয়েচরা বশ মানিয়েছিলেন স্পেন, বেলজিয়াম, পর্তুগালের মতো দলকে। চলতি ইউরো কাপে সেই পথের পথিক হতে চেয়েছিল তুরস্ক। একের পর এক দুরন্ত পারফরম্যান্সে শেষ আটের টিকিট নিশ্চিত করেছিল তারা। পাশাপাশি দীর্ঘ ১৬ বছর পর ইউরোর সেমি-ফাইনালে খেলার স্বপ্ন জাগিয়েছিল ভিনসেঞ্জো মন্টেলা-ব্রিগেড। শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরুটাও দারুণ করেন হাকান সুকুরের উত্তরসূরিরা। ৩৫ মিনিটে সামেত আকাইদিনের গোলে লিড নেয় তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধে ছ’মিনিটের কমলা ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের রোমাঞ্চকর গল্প লিখল ডাচ-ব্রিগেড। তুরস্ককে ২-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস। ৭০ মিনিটে ডিপের ঠিকানা লেখা ক্রস থেকে হেডে দলকে সমতায় ফেরান স্টেফান ডে ভির্জ। এরপর ৭৬ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের আত্মঘাতী গোলে নিশ্চিত হয় ২০০৪ সালের পর ফের তাদের ইউরোর শেষ চারে ওঠা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই নেদারল্যান্ডসকে খুবই ম্যাড়মেড়ে লেগেছে। দলে একাধিক প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও গোল করার লোকের অভাবে ভুগতে হয় রোনাল্ড কোম্যান ব্রিগেডকে। গাকপোদের খেলাতে ছিল না টোটাল ফুটবলের কোনও ছাপ। অস্ট্রিয়ার বিরুদ্ধে হারের পর তো ছেলেদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ডাচ কোচ। নক-আউটে অবশ্য রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন সমালোচনায় বিদ্ধ ডিপে-গাকপোরা। তবে তুরস্কের বিরুদ্ধে শুরুতে ফের ছন্নছাড়া দেখায় তাঁদের। অবশ্য বিরতির পর গা ঝাড়া দেয় ডাচ-ব্রিগেড। এর জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য কোচ কোম্যানের। খেলোয়াড় হিসেবে ইউরো জয়ী এই ডাকাবুকো ফুটবলার জানেন, ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অব ডিফেন্স’। সেই মতো বের্গউইনের পরিবর্তে ওয়েগহর্স্টকে নামিয়ে আক্রমণে চাপ বাড়ান তিনি। আর তাতেই ফল মেলে হাতেনাতে।
শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ কিছু জায়গায় মেরামত করতে হবে কোম্যানকে। বিশেষত মিস পাসের সংখ্যা কমানোর পাশাপাশি প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে অনেক বেশি মুন্সিয়ানা দেখাতে হবে মেম্ফিস ডিপে, কডি গাকপোদের।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা