কলকাতা

রথে রশির টানেই থিমের উদ্বোধন শহরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর-শহরতলিতে সাড়ম্বরে পালিত জগন্নাথদেবের রথযাত্রা। আর এদিনই পড়ে গেল দুর্গাপুজোর ঢাকে কাঠি। রবিবার প্রথা মেনে শহরের বহু জায়গায় দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। অনেকগুলো পুজো কমিটি এবারের পুজোয় তাদের থিমভাবনাও প্রকাশ করেছে। সবমিলিয়ে রবিবার ছুটির দিন রথযাত্রা উপলক্ষ্যে শহর ছিল জমজমাট। বহু মানুষ রথের রশি টানলেন। মেলায় ঘুরলেন। জিলিপি-পাঁপড় ভাজার গন্ধে মম করল গোটা কলকাতা।
শ্রীভূমিতে এদিন ছিল দুর্গাপুজোর খুঁটিপুজো। পুজোর থিমও জানিয়েছে তারা। রাজ্যের মন্ত্রী সুজিত বসু এ পুজোর মূল উদ্যোক্তা। তিনি বলেন, এবছর পুজোর থিম তিরুমালা পর্বতের তিরুপতি মন্দির। দক্ষিণ ভারতীয় ঘরানায় দুর্গাকে গয়না পরানো হবে। এছাড়া এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম চেতলা অগ্রণীতে খুঁটিপুজোর পর এ বছরের দুর্গাপুজোর থিম উন্মোচন করেন। এবার চেতলা অগ্রণী পরিবেশ দূষণ, দূষণের কবল থেকে গঙ্গা তথা নদী বাঁচানোর বিষয়কে বেছে নিয়েছে। এছাড়া কলকাতার বিভিন্ন নামী পুজো কমিটি খুঁটিপুজো করেছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও সাংসদরা। 
কলকাতা পুরসভার ক্যানাল ইস্ট রোডের জগন্নাথ মন্দিরে এদিন রথযাত্রা পালন হয়। সেখানে পুরীর ভোগের স্বাদ পান ভক্তরা। পুরী থেকে পান্ডারা এসে ভাণ্ডারা করে ভোগ বিতরণ করেন। এদিন খুঁটিপুজোর আয়োজন করেছিল উল্টোডাঙা সংগ্রামী। তারা শিশুদের রথ প্রতিযোগিতারও আয়োজন করেছিল। এছাড়া রথযাত্রা উপলক্ষ্যে সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুর বায়না দেয় কুমোরটুলিতে। এছাড়া খুঁটিপুজো করে ৪১পল্লি ক্লাবও। যাদবপুর, বারুইপুর, সোনারপুরের বিভিন্ন ক্লাবের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এর পাশাপাশি হাওড়ার শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব কমিটি খুঁটিপুজো করে। এবার ১০০ বছরে পা দিল তাদের পুজো। জগৎবল্লভপুর কালীতলা বাজার এলাকার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবেও খুঁটি পুজো হয়।
এদিকে শাসনে রথযাত্রা উপলক্ষে সম্প্রীতির ছবি দেখা গিয়েছে। জাতপাতের ঊর্ধ্বে উঠে রথের রশিতে টান মারেন হিন্দু-মুসলমান নাগরিকরা। শাসনের সর্দারহাটির মাঠে বসেছিল মেলা। বারাসতের নবপল্লি শিব মন্দির সংলগ্ন কালী মন্দিরের সামনে থেকে রথযাত্রার আয়োজন হয়েছিল। অশোকনগরের ভারতী ক্লাবের ৭১তম বর্ষের দুর্গাপুজোর খুঁটিপুজোয় মহিলা থিম শিল্পী ঝুনু দেবনাথ এদিনই শুরু করেন প্যান্ডেল তৈরির কাজ। এবার তাদের থিম ব্যাঙ্ককের বৌদ্ধ মন্দির। দক্ষিণ ২৪ পরগনায় সোনারপুর থেকে সাগর, সর্বত্রই রথের রশিতে টান দিয়েছে মানুষ। বারুইপুর প্রগতি সঙ্ঘের পুজো এবার ৩২ বছরে পা দিয়েছে। তারা খুঁটিপুজোর আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বারুইপুর ভাই ভাই সঙ্ঘের পুজোর এবার ৫৫তম বর্ষ। এদিন খুঁটি পুজো করেছে তারা। এবার তাদের পুজোর থিম, উৎসরণ। চম্পাহাটি বান্ধব সমিতির পুজোর এবার ৭৬তম বর্ষ। তাদের এবারের থিম পুতুলের দেশ। কল্যাণীর এ-নাইন স্কোয়ার পার্ক খুঁটিপুজো করেছে। তাদের পুজোর থিম, দিল্লির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা