কলকাতা

একমাস ধরে মছলন্দপুর স্টেশনের একমাত্র ফুট ওভারব্রিজ বন্ধ, দুর্ভোগ নিত্যযাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিয়ালদহ-বনগাঁ শাখার মছলন্দপুর স্টেশনে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে রেলওয়ে ফুট ওভারব্রিজ। স্টেশনের একমাত্র ফুটব্রিজ বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে প্ল্যাটফর্ম বদল করতে হচ্ছে যাত্রীদের। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দিনের পর দিন এই পরিস্থিতিতে সার্বিক যাত্রীসুরক্ষা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। 
শিয়ালদহ-বনগাঁ শাখার অন্যতম ব্যস্ত স্টেশন মছলন্দপুর। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত করেন এই স্টেশন থেকে। গাইঘাটা, মছলন্দপুরের ফুল ব্যবসায়ীরা এই স্টেশনেই ফুল নিয়ে ওঠেন কলকাতা যাওয়ার জন্য। স্টেশনের একমাত্র ফুট ওভারব্রিজটি খারাপ হয়ে থাকায় চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় তাঁদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক খারাপ হয়ে পড়ে থাকার পর কয়েকদিন আগে এটির সংস্কার শুরু হয়েছিল। কিন্তু অজানা কারণে সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে। ওভারব্রিজে ওঠার মুখেই টিন দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে রেলের তরফে। মছলন্দপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে টিকিট কাউন্টার। আপ ট্রেন ধরার জন্য ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে আসতে ফুট ওভারব্রিজ ব্যবহার করতেন যাত্রীরা। সেই সঙ্গে  ২ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে হাজার হাজার মানুষকে টিকিট কাটতে ১ নম্বর প্ল্যাটফর্মে আসতে হয়। ডাউন ট্রেন ধরতেও ফুট ওভারব্রিজই ভরসা। সবক্ষেত্রেই এখন রেললাইন টপকে ঝুঁকির যাত্রায় বাধ্য হচ্ছেন যাত্রীরা। কেউ কেউ প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে লাইনের উপর নেমে দৌড়চ্ছেন। রেললাইনের উপর দিয়ে যাঁরা যাতায়াতে অপারগ, তাঁদের একমাত্র ভরসা ৩৫ নম্বর লেভেল ক্রসিং। 
নিত্যযাত্রী শিল্পা পাল বলেন, ‘আমাকে প্রতিদিন কলকাতায় যেতে হয়। ওভারব্রিজ বন্ধ থাকায় প্রচুর সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে তো হাবড়ায় রেল দুর্ঘটনা হল। মছলন্দপুরের যা অবস্থা, তাতে কর্তৃপক্ষ অবিলম্বে নজর না দিলে এখানেও যে কোনও বিপত্তি ঘটতে পারে।’ ক্ষোভ উগরে দিলেন ফুল ব্যবসায়ী সুমিত দে। তিনি বলেন, ‘কবে ফুট ওভারব্রিজ সারাই হবে, জানি না। এক মাসের বেশি সময় যাত্রীরা ওভারব্রিজ ব্যবহার করতে পারছেন না।’ 
তাঁর অভিযোগ, ‘রেলের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি। আমি ফুল নিয়ে যায়। তাহলে আমাদের কী অবস্থা হয়, ভাবুন।’ এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘ওভারব্রিজের কাজ দ্রুত শেষ করা হবে।’  নিজস্ব চিত্র
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা