কলকাতা

স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যাদবপুর বিদ্যাপীঠের দ্বাদশের ছাত্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গার ঘাটে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি। বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র। তার নাম সুরজ বর্মন। টালিগঞ্জের রিজেন্ট পার্কের বাসিন্দা সে। শনিবার স্কুলের পর এক বন্ধুর সঙ্গে উত্তর কলকাতার চাঁপাতলা ঘাটে গিয়েছিল ১৭ বছরের কিশোর। কিছুক্ষণ আড্ডা মারার পর তারা গঙ্গায় নামে। কিন্তু ঘাটে পা পিছলে পড়ে যায় সুরজ। সঙ্গে সঙ্গে তলিয়ে যায় কিশোর। শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালিয়েও তার সন্ধান পায়নি পুলিস। রবিবারও তার হদিশ মেলেনি। খোঁজ জারি রেখেছেন তদন্তকারীরা। 
যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্র সুরজ। দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে সে। আগামী বছরে উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা তার। শনিবারও স্কুলে গিয়েছিল। স্কুল ছুটি হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। স্কুলেরই আরেক ছাত্রের সঙ্গে মেট্রো ধরে উত্তর কলকাতায় যায় সুরজ। একসঙ্গে চাঁপাতলা ঘাটে কিছুক্ষণ আড্ডা দেয় দু’জন। এরপরেই গঙ্গায় নামতে যায় তারা। রতন দাস নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শনিবার বিকেল সোয়া চারটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময়ে জোয়ার চলছিল। ঘাট পিছল ছিল। তাতে পা হড়কে পড়ে যায় সুরজ। তাকে বাঁচানোর চেষ্টা করেছিল বন্ধু। কিন্তু, দু’জনের কেউই সাঁতার জানত না। আর্তনাদ করতে থাকে সুরজ। জোরে জোরে হাত-পা ছুড়তে থাকায় দ্রুত জলে তলিয়ে যায়। সেই দৃশ্য দেখতে পেয়ে ঝাঁপিয়ে জলে নামেন স্থানীয় কয়েকজন যুবক। কিন্তু, অনেক খুঁজেও পাওয়া যায়নি সুরজকে। স্থানীয়রাই উত্তর বন্দর থানায় দ্রুত খবর পাঠান। ঘটনাস্থলে যায় পুলিস। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বিভাগকেও। শনিবার বিকেলেই চাঁপাতলা ঘাট চত্বরে নামনো হয় ডুবুরি। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। পুলিস তলিয়ে যাওয়া ছাত্রের পরিবারের সদস্যদের খবর দেয়। রবিবার ঘটনাস্থলে আসেন সুরজের মামা রামপ্রসাদ মণ্ডল। তিনি বলেন, বোনপোকে খুঁজে পাওয়া যায়নি। পুলিস চেষ্টা করছে। শোকস্তব্ধ গোটা পরিবার। পুলিস জানিয়েছে, দেহ খুঁজে না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা