কলকাতা

শিক্ষকের মারে গড়িয়ায় হাত ভাঙল তৃতীয় শ্রেণির ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃতীয় শ্রেণির ছাত্রকে শাসন করতে গিয়ে বেদম প্রহার করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গড়িয়া বরদাপ্রসাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, শিক্ষকের মারে ডান হাতে চিড় ধরেছে ওই পড়ুয়ার। তাতে প্লাস্টার করা হয়েছে। ঘটনার জেরে রাহুল হালদার নামে ওই শিক্ষকের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছে ছাত্রের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
রূপম চৌধুরী নামে ওই ছাত্র বলে, আমি চতুর্থ শ্রেণির এক দাদার সঙ্গে খেলছিলাম। তখন কয়েকজন এসে আমায় মারছিল। স্যার সবাইকে মারতে শুরু করে। আমাকেও মারে। বাড়ি ফিরে আমার ডান হাতে খুব ব্যথা করছিল। মাকে সবটা জানাই। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। ওখানেই ডাক্তাররা আমার হাত পরীক্ষা করে বলেন, তাতে চিড় ধরেছে। এরপরই হাতে প্লাস্টার করে দিয়েছে। এই ঘটনা নিয়ে ফুঁসছেন রূপমের বাবা মা। তাঁরা বলেন, ওই স্যার আগেও ছেলেকে মেরেছে। কখনও মাথায়, কখনও পায়ে। কিন্তু তখন আমরা কিছু বলিনি। এবারে মেরে হাতটাই ভেঙে দিয়েছে। ওই শিক্ষকের শাস্তি দাবি করেছে আক্রান্ত ছাত্রের পরিবার। বৃহস্পতিবার স্কুলে এসেছিলেন তাঁরা। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জলি হালদার রায় জানান, মঙ্গলবার টিফিনের সময় বেশ কিছু বাচ্চা বেঞ্চের উপর দিয়ে লাফালাফি করছিল। স্যার তাদের শাসন করেছেন। রূপম সেদিন পুরো ক্লাস করে বাড়ি ফিরেছে। আমরা বুধবার জানতে পারি যে ওর হাতে চোট লেগেছে। ওই পরিবারের সঙ্গে শিক্ষকের কথা বলিয়ে বিষয়টি যাতে মেটানো যায়, তা নিয়ে আলোচনা চলছে। স্থানীয় কাউন্সিলারের উপস্থিতিতে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে,  যেহেতু থানায় অভিযোগ দায়ের হয়েছে, তাই পুলিস স্কুলে এসে ঘটনার তদন্ত করে গিয়েছে। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
7th     July,   2024
দিন পঞ্জিকা