খেলা

তুরস্ককে হারিয়ে সেমি-ফাইনালে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস- ২     :         তুরস্ক- ১

বার্লিন: আশা জাগিয়েও অঘটন ঘটাতে পারল না তুরস্ক। শনিবার ইউরোর চতুর্থ কোয়ার্টার-ফাইনালের প্রথমার্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। ম্যাচে ডাচদের হয়ে জাল কাঁপান স্টেফান ডে ভির্জ। অপর গোলটি মার্ট মুল্ডারের আত্মঘাতী। তুরস্কের একমাত্র গোলটি সামেত আকাইদিনের।
চলতি ইউরোতে তথাকথিত বড় দলগুলিকে বারবার টেক্কা দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার কাছে হেরে প্রথম ধাক্কাটা খেয়েছিল নেদারল্যান্ডস। শনিবার শেষ আটের লড়াইয়ে তুরস্কের বিরুদ্ধেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হল ডিপে-গাকপোদের। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভিনসেঞ্জো মন্টেলা-ব্রিগেড। ফলস্বরূপ, ৩৫ মিনিটে লিড নেয় তুরস্ক। ডানদিক থেকে আর্দা গুলেরের ঠিকানা লেখা সেন্টার হেডে জাল কাঁপান সামেত আকাইদিন (১-০)।
প্রথমার্ধে পিছিয়ে থেকে মাঠ ছাড়লেও, বিরতির পরই গা ছাড়া দেয় নেদারল্যান্ডস। তবে কোনও আক্রমণই সেভাবে দানা বাঁধছিল না। অবশেষে ৭০ মিনিটে ডিপের ঠিকানা লেখা ক্রস থেকে হেডে দলকে সমতায় ফেরান স্টেফান ডে ভির্জ (১-১)। এরপর ৭৬ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুল থেকে ম্যাচে লিড নেয় নেদারল্যান্ডস। ডানদিক থেকে ডামফ্রিসের বাড়ানো পাসে গাকপোর শট নেওয়ার আগে তুরস্ক ডিফেন্ডার মুল্ডারের পায়ে লেগে বল গোললাইন অতিক্রমণ করে (২-১)। ম্যাচে পিছিয়ে পড়ে চাপ বাড়ায় তুরস্ক। ৮৫ মিনিটে গোলমুখি শট ব্লক করেন ভার্জিল ফন ডিক। সংযোজিত সময়ে দুরন্ত সেভে দলের নিশ্চিত পতন আটকান ডাচ গোলরক্ষক ভার্বরুগেন।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা