চারুপমা

• মডেল: ধ্রুবজ্যোতি সরকার, বিনতা চক্রবর্তী • মেকআপ: বিউটি সাহা, আশিষ মণ্ডল 
• ছবি: সুহাশিষ • পোশাক: রাহুল সর্দার • আয়োজক: পিয়ালী সেন (বং কানেকশন স্টুডিও)
• মডেল: আদিত্য চৌধুরী • মেকআপ: অনীতা সাধুখাঁ • পোশাক: শ্রীগোপাল পাঞ্জাবি মহল, 
• যোগাযোগ: ৯৮৩৬৫৯২৫৪৯ • ছবি: প্রদীপ পাত্র • গ্রাফিক্স: সোমনাথ পাল

চোখ বাঁচিয়ে মেকআপ
 

চোখের মেকআপের আগে সতর্কতা কেমন হবে? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।

কেউ অভ্যস্ত হাতে প্রতিদিন মেকআপ করেন। নিজে সাজেন, সাজানও। কারও বা হাত অনভ্যস্ত। আপনি যে দলেরই হোন না কেন, মেকআপের সময় সাবধানী হতে হবে চোখ নিয়ে। অত্যন্ত স্পর্শকাতর চোখে মেকআপ চলে গেলে অথবা চোখে আঘাত পেলে হিতে বিপরীত হতে পারে। রূপ বিশেষজ্ঞ সোনালি বসু জানালেন, কয়েকটি নির্দিষ্ট বিষয় মনে রাখলেই চোখ বাঁচিয়ে মেকআপ করা সম্ভব। যাঁরা লেন্স ব্যবহার করেন, মেকআপের আগেই লেন্স পরে নেওয়া তাঁদের কর্তব্য। মেকআপের আগে বা পরে চোখ লাল, জল পড়া, জ্বালাভাব হলে চিকিৎসকের পরামর্শ নিন।
১) কোনও প্রোডাক্টে অ্যালার্জি রয়েছে কি না, তা আগে থেকে জেনে নেওয়া ভালো। অ্যালার্জিপ্রবণ ত্বকের ক্ষেত্রে চোখেও অ্যালার্জি হতে পারে। সেসব এড়িয়ে চলার জন্য হাইপোঅ্যালার্জেনিক প্রোডাক্ট ব্যবহার করুন। ডার্মাটোলজি দ্বারা পরীক্ষাপ্রাপ্ত প্রোডাক্ট চোখে ব্যবহার করুন।
২) আইলাইনার, কাজল, আইশ্যাডো, মাসকারা কারও সঙ্গে শেয়ার করবেন না। কারওরটা ব্যবহারও করবেন না। সংক্রমণ ছড়াতে পারে।
৩) চোখের মেকআপ তুলে ঘুমাতে যান। চোখের ক্ষেত্রে অ্যালকোহল মুক্ত রিমুভার ব্যবহার করুন।
৪) চোখের অভ্যন্তরের বিভিন্ন গ্ল্যান্ড চোখ আর্দ্র রাখতে সাহায্য করে। মেকআপ যেন কোনওভাবে চোখের ভিতরে ঢুকে সেই গ্ল্যান্ডের ক্ষতি না করে, সেদিকে খেয়াল রাখুন।
৫) মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চোখের কোনও মেকআপের প্রোডাক্ট ব্যবহার করবেন না। এতে চোখে চিরতরে সমস্যা তৈরি হতে পারে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা