চারুপমা

মেকআপে ভুল আর নয়

কী কী নিয়ম মানলে রূপটান হবে সুন্দর? পরামর্শ দিলেন প্রসাধনশিল্পী অনিরুদ্ধ চাকলাদার। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।

ছোট্ট টিপ, হালকা লিপস্টিকেই এক সময় এক বিখ্যাত শাড়ি সংস্থা নারীর সৌন্দর্যের ধারা তৈরি করতে চেয়েছিল। কিন্তু টিপ ও লিপস্টিকের মধ্যে তা সীমাবদ্ধ রাখা যায়নি। বরং বরাবর নিজের রূপটানকে আধুনিক ও বিশ্বজনীন করতে চেয়েছে নারী। পুরুষও প্রসাধন ব্যবহারে আগ্রহ দেখিয়েছে ক্রমে। তবু মেকআপ করতে বসলে কিছু ভুলচুক অনেক সময় হয়ে যায়। এই প্রসঙ্গে বিশিষ্ট প্রসাধন শিল্পী অনিরুদ্ধ চাকলাদার দিলেন টিপস। কী কী ভুল মোটেই করা যাবে না, জানালেন তাও।  
ব্যক্তিত্ব বজায় রাখুন: নিজের ব্যক্তিত্বকে ছাপিয়ে মেকআপ নয়। সাধারণ থাকতে ভালোবাসেন, এদিকে সাজতে গিয়ে খুব বেশি মেকআপ করে ফেললেন বা পছন্দের সেলিব্রিটির মতো করে সাজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললেন, এমন যেন না হয়। নিজস্বতা বজায়ের দিকে খেয়াল রাখুন।
ফাউন্ডেশনে ভুল নয়: নিজের স্কিন টোন না জেনে মেকআপ করা উচিত নয়। প্রথমেই মনে রাখতে হবে, মেকআপের দ্বারা স্কিন টোন চেঞ্জ করা যায় না। তাই গায়ের রং অনুসারে বাছুন ফাউন্ডেশন। কোন টোনের ফাউন্ডেশন আপনাকে মানাবে, তা জেনে নিন কোনও প্রসাধনশিল্পীর কাছে। 
অনুষ্ঠান বুঝে পোশাক: কোন অনুষ্ঠানের জন্য সাজছেন, সেটি খেয়াল রাখতে হবে। কোনও পার্টি যদি সাবেকি আয়োজনে কারও বাড়িতে হয়, সেখানে যাওয়ার জন্য একরকম মেকআপ হবে। আবার সেই পার্টি কোনও পাবে হলে তার মেকআপ সম্পূর্ণ আলাদা হবে। পুজোর সাজে যেমন এথনিক সাজবেন, অফিস মিটিংয়ে আবার ফর্মালই ভালো।
জানার বাইরে নয়: স্মোকি আই করতে চান, কিন্তু অভ্যেস নেই। করতে গিয়ে হয়তো চোখের পুরো মেকআপ কালো হয়ে গেল। তাই মেকআপ করতে বসে সেটিই করুন, যা আপনি জানেন। অন্য কিছু করতে চাইলে তা ভালো করে শিখে অনুশীলন করে তবেই করুন। 
কিছু মূল নিয়ম
• শুধু ময়শ্চারাইজার ও টিপ ব্যবহার করেও মেকআপ হয়।
• সরু ঠোঁট হলে হালকা লিপস্টিক, ঠোঁট একটু মোটা হলে গাঢ় রং ব্যবহার করুন।
• দিনের বেলা হালকা সাজ, রাতে হবে ভারী মেকআপ।
• লিপ গ্লস দিয়ে আই শ্যাডো, লিপস্টিক টিন্ট করে ব্লাশার— সবই মেকআপে চলে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা