চারুপমা

• মডেল: ধ্রুবজ্যোতি সরকার, বিনতা চক্রবর্তী • মেকআপ: বিউটি সাহা, আশিষ মণ্ডল 
• ছবি: সুহাশিষ • পোশাক: রাহুল সর্দার • আয়োজক: পিয়ালী সেন (বং কানেকশন স্টুডিও)
• মডেল: আদিত্য চৌধুরী • মেকআপ: অনীতা সাধুখাঁ • পোশাক: শ্রীগোপাল পাঞ্জাবি মহল, 
• যোগাযোগ: ৯৮৩৬৫৯২৫৪৯ • ছবি: প্রদীপ পাত্র • গ্রাফিক্স: সোমনাথ পাল

দহন দিনের দেখভাল

মরশুম বদলের সঙ্গেই ত্বক ও চুলের যত্নের ধরন বদলান। শেহনাজ হুসেন-এর সঙ্গে কথা বলে লিখলেন কমলিনী চক্রবর্তী।

গ্রীষ্মের শুরুতে ত্বকের কেমন যত্নের প্রয়োজন?
গ্রীষ্ম মানেই রোদের দাপট। তাই ত্বককে সজল রাখুন। দিনে দু’বার ওয়াটার বেসড ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর তা ময়েশ্চারাইজ করুন। বেরতে হলেই মুখে সানস্ক্রিন লাগান। বাইরে থেকে ফিরে মুখ ধোয়ার পর যে কোনও হাইড্রেটিং মিস্ট লাগিয়ে নিতে হবে। গোলাপ জলও ব্যবহার করতে পারেন।

গরমকালে চুল ও স্ক্যাল্পের দেখভালের রুটিনটা কেমন হবে?
গরমে চুলের ডগা ঘেমে যাওয়ার সমস্যা দেখা দেয়। স্ক্যাল্প তৈলাক্ত হলে এই সমস্যা আরও বেশি মাত্রায় ভোগায়। ফলে চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখা জরুরি। যাঁদের খুবই তৈলাক্ত ত্বক (স্ক্যাল্প) তাঁরা রোজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। তারপর তা সম্পূর্ণ শুকিয়ে নেবেন। এছাড়াও স্ক্যাল্পে একটা প্যাকও লাগাতে পারেন সপ্তাহে একবার। ১ চা চামচ মধু, ১ চা চামচ চিনি, ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার, ১ টেবিল চামচ নারকেল তেল আর কয়েক ফোঁটা টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। তারপর তা সম্পূর্ণ স্ক্যাল্পে মেখে নিন। পাঁচ মিনিট ধরে মাসাজ করে এই প্যাক স্ক্যাল্পে লাগাবেন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। গরমকালে চুলে যত বেশি প্রাকৃতিক জিনিস দিয়ে যত্ন নেবেন চুল ততই ভালো থাকবে। 

গরমে প্রচণ্ড ঘাম হলে কী করা উচিত?
এক্ষেত্রে ক্লেনজিং ও স্ক্রাবিং জরুরি। ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বেশি ঘাম হলে রুমালে না মুছে ব্লটিং পেপারে মুখ মুছবেন। চুলের ক্ষেত্রেও এই সময় ব্লো ড্রাই, কার্লিং টং, ফ্ল্যাট আয়রন ইত্যাদি ব্যবহার না করাই ভালো।

শুষ্ক ও তৈলাক্ত ত্বকে গরমকালের আদর্শ স্কিন প্যাক কী?
ত্বক শুষ্ক হলে গ্রীষ্মকালে একটা বিশেষ প্যাক লাগাতে পারেন। ১টা অ্যাভোকাডো কোরানো, ১ টেবিল চামচ টক দই, ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। তারপর তা মুখে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিন। অল্প গরম জলে মুখ ধুয়ে নিন। ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো অ্যাপেল সিডার ভিনিগার ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। দশ মিনিট মুখে লাগিয়ে তারপর মুখ ধুয়ে ফেলুন।
 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা