চারুপমা

• মডেল: ধ্রুবজ্যোতি সরকার, বিনতা চক্রবর্তী • মেকআপ: বিউটি সাহা, আশিষ মণ্ডল 
• ছবি: সুহাশিষ • পোশাক: রাহুল সর্দার • আয়োজক: পিয়ালী সেন (বং কানেকশন স্টুডিও)
• মডেল: আদিত্য চৌধুরী • মেকআপ: অনীতা সাধুখাঁ • পোশাক: শ্রীগোপাল পাঞ্জাবি মহল, 
• যোগাযোগ: ৯৮৩৬৫৯২৫৪৯ • ছবি: প্রদীপ পাত্র • গ্রাফিক্স: সোমনাথ পাল

পছন্দের বেনারসি

বাঙালি বিয়ের সাজে লাল রং যেন চোখের আরাম। ওই দিনে টুকটুকে লাল বেনারসি ছাড়া চলে না। সেলিব্রিটিদের কেমন পছন্দ? জেনে নিলেন অন্বেষা দত্ত।

বেনারসি শাড়ি নিয়ে বরাবরই বাঙালি কন্যেদের মনে একটা অন্যরকম আবেগ, আলাদা ভালোলাগা মিশে থাকে। এ ব্যাপারে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে অভিনেত্রী গার্গী রায়চৌধুরী বললেন, ‘শাড়ি ব্যাপারটাই আমার ভীষণ ভালো লাগে। আর বেনারসি তো সত্যিই মনে ধরার মতো শাড়ি। তাঁতের ক্ষেত্রে যেমন আবেগ, বেনারসি ঘিরেও আলাদা একটা অনুভূতি থাকে। একজন মেয়ে তা সে যতই আধুনিকমনস্কা হোক না কেন, বিয়ের দিনে টুকটুকে লাল বেনারসি ছাড়া অন্য শাড়ি পরার কথা ভাবতেই পারে না। আমি প্রথাগতভাবে বিয়ে করিনি বলে হয়তো পরিনি। কিন্তু দেখেছি যারা তথাকথিত ‘বিদ্রোহী’ তারাও বিয়ের দিনে এই সাবেকি সাজটিই পছন্দ করে। এটাই সেই আবেগ। আরও একটা কারণ আছে। আমাদের মা-ঠাকুরমাদের সময় বেনারসি যেমন ভারী হতো, এখন আর তেমনটা হয় না। তসর, সফট সিল্ক সব কিছুর ওপরেই বেনারসি হচ্ছে। হালকা হলে সে শাড়ি পরা খুবই নির্ঝঞ্ঝাট ব্যাপার। নতুন প্রজন্মের বেনারসি ভালো লাগার ক্ষেত্রে এটা খুব কার্যকর হয়েছে। আমি নিজে খুবই শাড়িমনস্কা। তা থেকে আমার ধারণা, যে শাড়ির ফল-টা ভালো হয় অর্থাৎ কুঁচি যেভাবে আসছে, পাড় যেভাবে ছ‌঩ড়িয়ে পড়ছে সেটা যদি দেখতে ভালো লাগে, নারীকে সেটাই সম্পূর্ণ করে তোলে। অর্থাৎ শাড়িতেও যেন একটা নারীত্বের পেলবতা লেগে থাকে। বেনারসি সেই পথে হাঁটার পরে জনপ্রিয়তা আরও বা‌ড়ল।’ এই সময়ে বেনারসির অন্য রূপও চোখে পড়েছে অভিনেত্রীর। তাঁর কথায়, ‘সম্প্রতি আমার এক বান্ধবীর কন্যাকে দেখলাম, বান্ধবীর পুরনো বেনারসি ঠিক করিয়ে সেটা কাফতান বানিয়ে পরেছে। কী যে সুন্দর দেখতে লাগছে কী বলব!’ নিজের বেনারসি সংগ্রহ নিয়েও বেশ উৎসাহী শোনাল গার্গীর গলা, ‘কিছুদিন আগে একটি বাঙালি অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক করেছিলাম বেনারসি পরব। সফট সিল্কের ওপরে হলুদ বেনারসিটা (ছবিতে দেখা যাচ্ছে) অসাধারণ। গোল্ডেন ইয়েলোর ওপরে জড়ির কাজ। বেনারসির তুলনা তাই বেনারসি নিজেই। আমার কালেকশনে ছ-সাতটা বেনারসি আছে। সব ক’টিই খুব প্রিয়। সিঁদুরে লাল, হলুদ, সাদার মধ্যে লাল পাড়, বেনারস থেকে বসিয়ে কাজ করানো একটা শাড়ি আছে যার কোরা জমি এবং তার মধ্যে ট্র্যাডিশনাল কালচে লাল দিয়ে কাজ করা, পেঁয়াজরঙা এবং স্টিল গ্রে শাড়িতে লাল পাড়। এমন নানা কম্বিনেশনে। সবগুলোই হালকা।’ বেনারসে বেনারসির সম্ভার কি বেশি আকর্ষণীয়? গার্গীর মতে, ‘কেউ যদি খুব ট্র্যাডিশনাল নকশা চান এবং এক্সক্লুসিভ কিছু চান, তাহলে দেখতে পারেন বেনারস থেকে। শহরে এখন অনেক ভালো বিপণি, ভালো বুটিক। কিছুটা আলাদা চাইলে বেনারসে দেখতেই পারেন ।’ 
কয়েক বছর আগে বিয়ে হয়েছে অভিনেত্রী বাসবদত্তা চট্টপোধ্যায়ের। মা হয়েছেন। তিনি কতটা বেনারসি-প্রিয়? তাঁর কথায়, ‘বেনারসি যে ভীষণ পছন্দ করি এমন নয়। কিনিও না। আমার নিজের বিয়ের আগে মায়ের বিয়ে আর বউভাতের বেনারসি দেখেই এই শাড়ির সঙ্গে পরিচয়। আগে বিভিন্ন অনুষ্ঠানে মায়ের বেনারসিই পরতাম। খুব ভারী যেমন জারদৌসি কাজ করা বেনারসি ভালো লাগে না। বেশি টাকা দিয়ে কিনলাম। আর কোথাও পরার জায়গা পেলাম না। কোনও মানে হয় না। তাই আমি নিজের বিয়েতেও ভারী বা খুব দামি বেনারসি কিনিনি। আর বিয়ে মানেই লাল বেনারসি, এই ভাবনাটাও ছিল না আমার। কারণ একটা বয়স পর্যন্ত হয়তো পরতে পারব, তারপর? তাই আমার মনে হয় এমনভাবে এসব শাড়ি কেনা উচিত যাতে সেটা পরেও ব্যবহার করা যায়। কারও মনে হতেই পারে, বিয়ে তো একবারই করব। তাই লাল বেনারসিই চাই। আমার সেটা চাওয়া ছিল না। নিজের বিয়েতে ম্যাজেন্টা রঙের হালকা তসর বেনারসি কিনেছিলাম। কালো বেনারসিতে সিলভার কাজ বা সাদা গোল্ডেন কোরিয়াল বেনারসি পেলে পরি ঠিকই। তবে আলাদা করে বেনারসি কিনতে পছন্দ করি না।’ অতীতের বেনারসি টানে? ‘আগেকার বেনারসির জড়ি খুব ভালো হতো শুনেছি। তাতে সোনা বা রুপো থাকত। আমার ঠাকুরমারও একটা এরকম কালো বেনারসি ছিল। তাতে রুপোলি জড়ি। অনেকটা ফেঁসে গিয়েও ভারি সুন্দর দেখতে ছিল। তার সঙ্গে ম্যাচিং একটা স্টোলও ছিল। পাড় দেওয়া, ভেতরে কাজ করা। বেনারসিটা বাঁচাতে না পারলেও মনে হয়েছিল স্টোল থেকে পাড়টা নিয়ে রিসাইক্লিং করে পরাই যায়। কালো সিল্কের থানে পরে সেটা বসিয়েছিলাম দর্জিকে দিয়ে। সেই শাড়ি এখনও ব্যবহার করি। ঠাকুরমার ওই স্মৃতিটা সযত্নে লালন করি।’ বেনারসির স্বর্গরাজ্য বেনারস থেকে কিনলে কি পছন্দ হবে এই শাড়ি? ‘সুযোগ হয়নি এখনও। শুনেছি ওখানে খুব সস্তা এবং সুন্দর কাজের নানারকম বেনারসি পাওয়া যায়। হয়তো কখনও গেলে ভীষণ সস্তায় দারুণ কোনও কাজের বেনারসি পেয়ে গেলাম, তখন কিন্তু কেনার লোভ সামলাতে পারব না!’
গ্রাফিক্স: সোমনাথ পাল
 
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা