খেলা

না খেলেও সাংবাদিক সম্মেলনে রিস টপলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: না খেলেও একজন ক্রিকেটারকে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন করতে হল! এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল ইডেনের মিডিয়া সেন্টার। নিয়ম অনুযায়ী খেলা শেষ হওয়ার পর দুই দলের দু’জন প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হন। কেকেআর পাঠিয়েছিল হর্ষিত রানাকে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও আরসিবি’র কাউকে আসতে না দেখে জল্পনা শুরু হয়। ব্রডকাস্টিং চ্যানেলের ক্যামেরাম্যানও বেরিয়ে যান। খবর আসে বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসিরা টিম বাসে উঠে হোটেলের পথে রওনা হয়েছেন। কিন্তু প্রেস কনফারেন্স না করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে আরসিবি’কে। সেই বার্তা পেয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। জিম করছিলেন রিস টপলে। তিনি খেলেননি। তাঁকেই জোর করে বসিয়ে দেওয়া হয় মাইকের সামনে। তিনি যে বেশ বিব্রত, তা পরিষ্কার ফুটে উঠল কথাবার্তায়। তাঁকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলির আউট নিয়ে, যা সন্ধ্যা থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ঘটনায় আরসিবি শিবিরই যে দ্বিধাবিভক্ত তা স্পষ্ট টপলের কথায়। তিনি বলেন, ‘এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। আসলে স্লোয়ার ডেলিভারিতে অনেক সময় বল কোথায় স্পট হবে, তা বোঝা যায় না। বিরাটের শরীরের যে পজিশনে বলটা লেগেছে, স্লোয়ার ডেলিভারি হওয়ায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হওয়াই স্বাভাবিক।’ তার আগে আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসি সম্প্রচারকারী চ্যানেলে স্পষ্ট বলেন, ‘বিরাট আর আমি ভেবেছিলাম বলটা কোমরের উপরে ছিল।’ 
হর্ষিতের স্লোয়ার ফুলটস ডেলিভারিতে ফিরতি ক্যাচ দিয়ে আউট হওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি বিরাট। নিয়েছিলেন রিভিউ। ভেবেছিলেন টিভি আম্পায়ার নস্যাৎ করবেন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। কিন্তু বিরাটকে জানিয়ে দেওয়া হয়, তিনি ক্রিজ ছেড়ে এগিয়ে দাঁড়িয়েছিলেন। বলের উচ্চতা তাই মাপা হবে ক্রিজে স্টান্স নেওয়া অবস্থায় কোহলিকে ধরে। তিনি এগিয়ে গিয়ে খেলার সময় ব্যাটে-বলে হওয়ার উচ্চতা এক্ষেত্রে গণ্য হবে না। এটাই নিয়ম। তবে তা মানতে পারেননি ভিকে। আউটের পর আম্পায়ারের দিকে তেড়ে যান তিনি। ড্রেসিংরুমে ফেরার পথে তিনি ব্যাট মাটিতে আছড়ে মারেন। যে কারণে তাঁকে শাস্তির মুখেও পড়তে হতে পারে। মনে করা হচ্ছে, সেই অসন্তোষের জেরেই প্রাথমিকভাবে প্রেস কনফারেন্স বয়কটের কথা ভাবছিল আরসিবি।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা