খেলা

দিমিত্রিদের প্রতিপক্ষ ওড়িশা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তোনিও লোপেজ হাবাস বনাম সের্গিও লোবেরা। আইএসএল সেমি-ফাইনালে হেভিওয়েট দুই স্প্যানিশ কোচের ডুয়েল। শুক্রবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল ওড়িশা এফসি। এই ম্যাচের দিকে সাগ্রহে তাকিয়ে ছিলেন সবুজ-মেরুন সমর্থকেরা। ওড়িশা জিততেই ভুবনেশ্বরের টিকিটের চাহিদা আকাশছোঁয়া।  আগামী ২৩ এপ্রিল প্রথম পর্বের সেমি-ফাইনাল। 
শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছ কেরল। অনেকেই ভেবেছিলেন, রয় কৃষ্ণারা স্রেফ উড়িয়ে দেবেন দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলকে। অথচ সবাইকে চমকে দিয়ে দুরন্ত লড়াই উপহার দিল কেরল ব্লাস্টার্স। প্রথমার্ধে ওড়িশার হয়ে মোর্তাদা ফল গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ভুকোমানোভিচের দল। আইম্যানের শট পোস্টে প্রতিহত হয়। ম্যাচের ৬৭ মিনিটে দুরন্ত শটে কেরলকে এগিয়ে দেন কারনিচ (১-০)। এই পর্বে প্রবল চাপে পড়ে লোবেরা ব্রিগেড। মরিয়া হয়ে ডিয়েগো মরিসিওকে নামিয়ে শেষ চাল দেন লোবেরা। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের অন্তর্ভুক্তিতে ঝাঁঝ বাড়ায় মহানদীর পারের ফ্র্যাঞ্চাইজি। রয় কৃষ্ণার শট গোললাইন থেকে ফেরান কেরল ডিফেন্ডার। তবে শেষরক্ষা হয়নি। ৮৭ মিনিটে সেই রয়ের মাইনাস থেকেই দলকে সমতায় ফেরান মরিসিও (১-১)। এই গোলই টনিকের কাজ করে। অতিরিক্ত সময়ে ওড়িশার জয় নিশ্চিত করেন ভানলালরুয়াফেলা। এক্ষেত্রেও অ্যাসিস্ট সেই রয় কৃষ্ণার। মোহন বাগানের প্রাক্তনী বুঝিয়ে দিলেন শেষ চারের আগে তৈরি তিনি। 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা