খেলা

ছন্দ ধরে রাখাই লক্ষ্য ম্যান সিটি, রিয়ালের

কোপেনহেগেন: গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচে জয়। প্রিমিয়ার লিগেও দল দারুণ ছন্দে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের আগে যা স্বস্তিতে রাখছে ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলাকে। তবে অতীতে পচা শামুকে পা কাটার একাধিক নিদর্শন রয়েছে সিটিজেনদের। তাই মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে কোপেনহেগেনের বিরুদ্ধে সতর্কতার সঙ্গে শেষ আটের দিকে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য ম্যান সিটির।
চোট সারিয়ে দলে ফিরে গত ম্যাচে স্কোরশিটে নাম তোলেন আর্লিং হালান্ড। এভার্টনের বিরুদ্ধে জোড়া গোলে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন নরওয়ের এই স্ট্রাইকার। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগেও তাঁকে সামনে রেখেই দল সাজাবেন কোচ গুয়ার্দিওলা। পাশাপাশি হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে চেনা মেজাজে ধরা দিচ্ছেন কেভিন ডি ব্রুইন। বেলজিয়ান তারকাকে নিয়ে অবশ্য কোনওরকম তাড়াহুড়ো করতে নারাজ কোচ পেপ। তাঁর কথায়, ‘চ্যাম্পিয়ন্স লিগে কোনও ম্যাচই সহজ নয়। কোপেনহেগেন ঘরের মাঠে মরিয়া চেষ্টা চালাবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। অ্যাওয়ে ম্যাচে জিতে মাঠ ছাড়াই লক্ষ্য।’
মঙ্গলবার অপর একটি ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের সব থেকে সফল দল তারা। এবারও গ্রুপ পর্বে অলউইন রেকর্ড ধরে রেখেছে। নক-আউট পর্বেও সেই ছন্দ বজায় রাখতে চান কোচ কার্লো আনসেলোত্তি। মঙ্গলবার লিপজিগের বিরুদ্ধে অবশ্য জুডে বেলিংহ্যামকে ছাড়াই দল সাজাতে হবে অভিজ্ঞ এই কোচকে। লা লিগায় জিরোনার বিরুদ্ধে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ফলে কিছুদিন বিশ্রামে থাকতে হবে এই ইংলিশ ফুটবলারটিকে। তবে গোলের জন্য বাকিদের উপর আস্থা রাখছেন রিয়াল কোচ। আনসেলোত্তি বলেন, ‘জুডে দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর না থাকাটা অবশ্যই বড় ধাক্কা। তবে আমাদের একাধিক বিকল্প রয়েছে। ভিনিসিয়াস, রডরিগোরা নিয়মিত গোল করছে। তাই চিন্তার কোনও কারণ নেই।’
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে 
কোপেনহেগেন : ম্যান সিটি  লিপজিগ : রিয়াল মাদ্রিদ
(ম্যাচ শুরু রাত ১-৩০ মিনিটে। সরাসরি সোনি স্পোর্টস চ্যানেলে)
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা