খেলা

টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রোহিতকেই নেতৃত্বে চান সৌরভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওডিআই বিশ্বকাপ শেষ হতে না হতেই বাজছে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের দামামা। জুনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও আমেরিকায় বসছে আসর। আর সেখানে ভারতীয় দলের নেতৃত্বে রোহিত শর্মাকেই দেখতে চাইছেন সৌরভ গাঙ্গুলি। 
দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেটে অবশ্য খেলবেন না হিটম্যান। তাঁর পাশাপাশি ম্যান্ডেলার দেশে একদিন ও টি-২০ সিরিজে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। সৌরভ অবশ্য মনে করেন, এই দুই সিনিয়রেরই বিশ্রাম প্রাপ্য। শুক্রবার এক অনুষ্ঠানে প্রাক্তন অধিনায়ক বলেন, ‘ছুটি কাটিয়ে ফিরে রোহিত সব ফরম্যাটে খেলা শুরু করার পর ওরই অধিনায়ক থাকা উচিত। বিশ্বকাপে দুরন্ত নেতৃত্ব দিয়েছে ও। দলও ভালো খেলেছে। রোহিত ও বিরাট, দু’জনেই ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।’
২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তারপর থেকে অবশ্য বিরাট বা রোহিতকে এই ফরম্যাটে নীল জার্সিতে খেলতে দেখা যায়নি। এই দু’জনকে নিয়ে ভাবনার গতিপথ বোর্ডও পরিষ্কার করে জানায়নি। তবে সেই সময় থেকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই কুড়ি ওভারের ফরম্যাটে নেমেছে ভারত। চোটের জন্য অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে সূর্যকুমার যাদব নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সফরেও তিনিই অধিনায়ক। তবে শেষ পর্যন্ত ওই দায়িত্বে রোহিতই পছন্দ সৌরভের, ‘ও হল লিডার। আমি ওকেই টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক দেখতে চাইছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত ও বিরাট প্রত্যাবর্তন করছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে। সৌরভের মতে, ‘ওরা বিশ্রাম নিয়ে ঠিকই করেছে। এখন সবসময় খেলা হচ্ছে। আমি তো ভাবতেই পারি না যে, বিশ্বকাপ ফাইনালের তিনদিনের মধ্যে টি-২০ সিরিজে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে ওরা তরতাজা হয়ে ফিরবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচটা টেস্ট রয়েছে। তারপরই আইপিএল। তা শেষ হতে না হতেই টি-২০ বিশ্বকাপ।’
জাতীয় দলের প্রধান কোচের পদে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়ায় খুশি সৌরভ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি দায়িত্বে থাকাকালীন রাজি করিয়েছিলাম ওকে। এবার বিশ্বকাপ না জিতলেও দ্রাবিড়ের ছাত্ররাই ছিল সেরা দল। মাস কয়েক পরে টি-২০ বিশ্বকাপে ওর কোচিংয়ে জয়ী হোক ভারত, এটাই চাইছি।’
টেস্ট দলের দরজা চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের জন্য বন্ধ হয়ে গেল বলে নিশ্চিত সৌরভ। তাঁর কথায়, ‘ভারতে অজস্র প্রতিভা। নতুনদের তাই সুযোগ দিতেই হতো। চিরদিন তো আর খেলে যাওয়া যায় না।’
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা