খেলা

আজ ডার্বি, নৈহাটি যাচ্ছে ইস্ট বেঙ্গল, না খেলার সিদ্ধান্তে অনড় মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-মেলের পাল্টা মেল। অনুরোধের বদলে  অনুরোধ। ঘরোয়া লিগের বড় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার লিগের মহারণ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের কিক অফ হওয়ার কথা দুপুর ২টো। কিন্তু পরিস্থিতি যা তাতে ইস্ট বেঙ্গলের ওয়াকওভার পাওয়া প্রায় নিশ্চিত। ইতিমধ্যেই লিগের শিরোপা জিতেছে মহমেডান স্পোর্টিং। সেক্ষেত্রে রানার্স হয়ে অভিযান শেষ করবে লাল-হলুদ ব্রিগেড।
গত কয়েকদিন ধরেই ডার্বি নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। নির্দিষ্ট সময়ে ম্যাচ করতে বদ্ধপরিকর আইএফএ। অন্যদিকে ম্যাচ পিছনোর দাবিতে অনড় মোহন বাগান। মেল যুদ্ধ জারি রইল বুধবারও। এদিন সকালে ফের ই-মেল করে নিজেদের বক্তব্য জানায় শতাব্দীপ্রাচীন ক্লাব। ম্যাচ পিছনোর অনুরোধ ছাড়াও যুবভারতীতে ডার্বি আয়োজনের দাবি জানায় তারা। একইসঙ্গে ইস্ট বেঙ্গল, মোহন বাগান ও আইএফএর ত্রিপাক্ষিক বৈঠকেরও প্রস্তাবও দেওয়া হয়। আগামী ২ ডিসেম্বর আইএসএলে ফেরান্দো ব্রিগেডের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। সুমিত রাঠি, সুহেল ভাট সহ একাধিক ফুটবলার রয়েছেন সিনিয়র স্কোয়াডে। পূর্ণশক্তির দল ছাড়া মর্যাদার যুদ্ধে নামতে নারাজ সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। অন্যদিকে লিগ শেষ করতে নাজেহাল বঙ্গ ফুটবল সংস্থা। তার উপর বিরক্ত সম্প্রচারকারী সংস্থা। দ্রুত ফায়সালা করার জন্য চাপ বাড়ান তারাও। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘সব প্রস্তুতি সারা। এই সময়ে ম্যাচ আরও পিছিয়ে দেওয়া অসম্ভব।’ ইস্ট বেঙ্গল অবশ্য পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কোনও ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই স্টেডিয়ামে উপস্থিত থাকবে দল। মহীতোষ, আদিত্য, জেসিনরা মাঠে নামবেন। এদিন পুরো দমেই ডার্বির প্রস্তুতি সারল বিনো জর্জের দল। মোহন বাগান অবশ্য ম্যাচের দিন সকালেও অনুশীলন রেখেছে। 
এদিকে, ডার্বির জন্য তৈরি প্রশাসনও। প্রায় ৪৫০ জন পুলিসকর্মীকে মাঠের ডিউটি দেওয়া হয়েছে। সূত্রের খবর রেফারি, সহকারী রেফারিদের নিয়ে হাজির থাকবেন ম্যাচ কমিশনার। তাঁর রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত। সাত বছর আগেও কল্যানীতে ঘরোয়া লিগের ম্যাচে দল নামায়নি মোহন বাগান। সেই স্মৃতিই উঁকি দিচ্ছে ময়দানে। 
 নৈহাটিতে ম্যাচ শুরু 
শুরু দুপুর ২টোয়।
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা