বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রোহিতদের স্ট্র্যাটেজি নিয়ে ধন্দে অজিরা

লন্ডন: দীর্ঘ প্রায় ১০ বছরের আইসিসি ট্রফির খরা কি ঘুচবে ভারতের? নাকি টেস্টের সেরার মুকুট উঠবে অস্ট্রেলিয়ার মাথায়? উত্তরটা লুকিয়ে সময়ের গর্ভেই। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতের টিম কম্বিনেশন নিয়ে ধন্দে অস্ট্রেলিয়া শিবির। কেন্ট ক্রিকেট গ্রাউন্ডে ট্রেনিংয়ের ফাঁকে এক সাক্ষাত্কারে অজিদের সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেন, ‘সত্যি বলতে, ভারতের টিম কম্বিনেশন কী হবে তা বুঝতে পারছি না। আমার মনে হয়, রবীন্দ্র জাদেজা খেলবে। অর্থাত্, ওরা চার পেসার ও এক স্পিনারে খেলবে। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনকে বসতে হবে। আর চতুর্থ পেসার শার্দূল ঠাকুর।’ তাঁর সংযোজন, ‘অশ্বিন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। অন্য যে কোনও দল ওকে প্রথম একাদশে রাখবে। কিন্তু ব্যাটিং দক্ষতার জন্য জাদেজাকেই খেলাবে ভারত।’  দ্য ওভালের উইকেটে অবশ্য স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই অনেক বিশেষজ্ঞই রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দু’জনকেই খেলানোর পরামর্শ দিয়েছেন।
এদিকে, অস্ট্রেলিয়ার টিমের প্রস্তুতি প্রসঙ্গে ভেত্তোরি বলেন, ‘লড়াইয়ের জন্য ছেলেরা তৈরি। পুরোদমে প্রস্তুতিও চলছে। অনেকেই কাউন্টিতে খেলছিল। তাদের অভিজ্ঞতা কাজে আসবে। পাশাপাশি ক্যামেরন গ্রিনের কথা বলতেই হবে। আইপিএলে ও দুরন্ত ফর্মে ছিল। ফাইনালেও গ্রিন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী।’

3rd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ