খেলা

প্রতিপক্ষ পানামা, বিশ্বসেরাদের দেখতে টিকিটের হাহাকার
গোলের সেঞ্চুরির সামনে মেসি

বুয়েনস আইরেস: কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামছে আর্জেন্তিনা। ভারতীয় সময় শুক্রবার ভোরে লায়োনেল মেসিদের প্রতিপক্ষ পানামা। এই ম্যাচ ঘিরে আর্জেন্তাইনদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্টালে খেলতে নামবে স্কালোনি-ব্রিগেড। জানা গিয়েছে, টিকিটের জন্য প্রায় ১৫ লক্ষ মানুষ আবেদন করেছেন। 
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্তিনা। এবার পানামার বিরুদ্ধে আরও এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে লিও মেসি। দেশের জার্সিতে ইতিমধ্যেই ৯৮টি লক্ষ্যভেদ রয়েছে তাঁর ঝুলিতে। তাই পানামার বিরুদ্ধে গোলের সেঞ্চুরি পূর্ণ করার হাতছানি আর্জেন্তাইন মহাতারকা সামনে। উল্লেখ্য, কাতার বিশ্বকাপের আগেই দেশের জার্সিতে অবসরের জল্পনা উস্কে দিয়েছিলেন লিও মেসি। তবে খেতাব জয়ের পর অবশ্য আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। কোচ স্কালোনিও মেসিকে সামনে রেখেই ২০২৪ কোপা আমেরিকার প্রস্তুতি সারতে চান। পানামা ম্যাচের আগে তিনি জানান, ‘লিও এখনও ভালো অবস্থায় রয়েছে। আমি চাই, ও দেশের হয়ে খেলা চালিয়ে যাক। তবে গোটা বিষয়টাই ওর উপর নির্ভর করছে।’ মেসির মতোই কাতার বিশ্বকাপের পরই অবসরের কথা ঘোষণা করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে তিনিও আপাতত খেলা চালিয়ে যাবেন। পানামার বিরুদ্ধে পূর্ণশক্তির দলই মাঠে নামাতে চলেছেন কোচ লায়োনেল স্কালোনি। ম্যাচের শুরুতে বিশ্বজয়ীদের বরণ করে নেবে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
এদিকে, আগামী মরশুমে মেসির বার্সেলোনার ফেরার সম্ভবনা ক্রমশ বাড়ছে। একেই টানা দু’বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ পিএসজি। এমনকী, ঘরোয়া লিগেও চলতি মরশুমে বেশ কিছু পয়েন্ট নষ্ট করেছে প্যারিসের ক্লাবটি। যার ফলে সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে আর্জেন্তাইন মহাতারকাকে। সব মিলিয়ে ফরাসি রাজধানীতে বেশ অসন্তুষ্ট তিনি। তবে পিএসজি তাঁকে ধরে রাখতে মরিয়া। অন্যদিকে, ঘরের ছেলেকে ফেরাতে চান বার্সা সভাপতি হুয়ান লাপোর্তে।  
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা