খেলা

রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চান তিতে
সোমনাথ বসু, দোহা

প্রথম ম্যাচে রিচার্লিসনের জোড়া গোল। তারপর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কাসেমিরোর আউটস্টেপে লক্ষ্যভেদ ব্রাজিলকে নক-আউটে পৌঁছে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মন ভালো নেই সাম্বা অনুরাগীদের। রিও ডি জেনেইরো, স্যান্টোস, ব্রাসিলিয়া থেকে ফোন এলেই ফুটবলসম্রাট পেলের খোঁজ নিচ্ছেন তাঁরা। এদিনই নাজমায় এক ব্রাজিল সমর্থকের সঙ্গে আলাপ হল। একসঙ্গে দু’জনেই মধ্যাহ্নভোজ সারলাম। তখনই পেলের প্রসঙ্গ উঠলে তাঁর মন্তব্য, ‘কিছুক্ষণ আগেই স্ত্রীর সঙ্গে কথা বলে জানলাম, উনি এখন কিছুটা ভালো আছেন। তবে আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। আশা করি, নেইমাররা কাপ জিতলে পেলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।’
অনুরাগীদের মতো একই অবস্থা ব্রাজিল কোচ তিতে এবং ফুটবলারদের। পেলের শারীরিক অবস্থা সম্পর্কে তাঁরাও ওয়াকিবহাল। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে নেইমারদের হেডস্যার বললেন, ‘পেলে অসুস্থ। হাসপাতালে ভর্তি। স্বাভাবিকভাবেই প্রত্যেকে উদ্বেগে রয়েছি। ফুটবলসম্রাটের দ্রুত আরোগ্য কামনা করছে প্রত্যেকেই। পাশাপাশি চলছে ক্যামেরুনের বিরুদ্ধে প্রস্তুতিও। বহু মানুষের গর্ব, ভালোবাসার দল ব্রাজিল। আমরা সেই দেশের প্রতিনিধি। তাই মাঠে সেরাটা উজাড় করে দিতে তৈরি সবাই। চোট সমস্যা অবশ্যই চিন্তার। তবে এই সুযোগ কাজে লাগাতে হবে বাকিদের। নেইমার, ডানিলো ক্রমশ সুস্থ হয়ে উঠছে। সুইমিং পুলে বেশ কয়েক ঘণ্টা সময় কাটিয়েছে ওরা। তবে শেষ ম্যাচে ওদের খেলিয়ে ঝুঁকি নিতে চাই না। ফুটবলারদের ভবিষ্যৎ উজ্জ্বলতম হোক, এটাই যে কোনও কোচ চেয়ে থাকেন। আমিও ব্যতিক্রমী নই।’
প্রতিপক্ষ ক্যামেরুন সম্পর্কে প্রশ্ন করা হলে তিতের উত্তর, ‘সার্বিয়ার বিরুদ্ধে ওদের ম্যাচ দেখেছি। দু’বার পিছিয়ে পড়েও ক্যামেরুন যেভাবে সমতা ফিরিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া, বিশ্বের সেরা দলের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স মেলে ধরতে চায় প্রতিপক্ষ। তাই ওদের হাল্কাভাবে দেখলে ভুল হবে।’
মুখে তিতে যাই বলুন না কেন, শুক্রবার লুসেইলে আয়োজিত ম্যাচে তিনি প্রথম একাদশের খোলনলচে বদলে ফেলবেন। গত ম্যাচ থেকে বড়জোর এক কিংবা দু’জন স্টার্টিং লাইন-আপে থাকতে পারেন। নক-আউট নিশ্চিত হয়ে যাওয়ায় এই পরীক্ষা-নিরীক্ষা যথেষ্ট সঙ্গত।  
ক্যামেরুন প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের কাছে হার মেনেছে। দ্বিতীয় ম্যাচে অবশ্য সুইৎজারল্যান্ডকে রুখে দিয়েছেন চুপো-মোতিং, আবুবকররা। কোচ রিগোবার্ট সং জানিয়েছেন, ‘ব্রাজিল সম্পর্কে বলার জন্য নতুন কোনও শব্দ আমার অভিধানে নেই। ছেলেরা তৈরি। আগে কী হয়েছে তা ভেবে লাভ নেই।’
20Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা