পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
যোগায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করায় বেলুড়ের রামকৃষ্ণ শিক্ষণ মন্দির। যে সব প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে, তাঁরা ১ বছর মেয়াদের এই কোর্সটির জন্য আবেদন করতে পারবেন। সাধারণত ক্লাস হয় সপ্তাহে চারদিন— মঙ্গল ও শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা, শনিবার দুপুর আড়াইটে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা আর রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হয় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। যে কোনও শাখায় স্নাতক হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যয়িত নকল। প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকলও।
আবেদনের বয়ান ডাউনলোড করা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.rkmsm.org থেকে। নির্দিষ্ট বয়ানেই আবেদন করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নির্দিষ্ট ফি নগদে জমা দিতে হয়। তবে কোর্স ফি আলাদা। সেটা পরেও জমা করা যায়। প্রার্থীর এক কপি পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। সঙ্গে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথির স্বপ্রত্যয়িত নকল।
প্রতিষ্ঠানের ঠিকানা: রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির, পোঃ বেলুড় মঠ, জেলা হাওড়া, পশ্চিমবঙ্গ, পিন: ৭১১২০২। বিশদ জানতে দেখতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে ০৩৩-২৪৬৪-৬০৮১/ ২৪৬৪-১৬৩৫/২৪৬৪-৯২৮১ নম্বরে।