পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
এক অভিনব কোর্স নিয়ে এসেছে রূপকলা কেন্দ্র। যা রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ। এখানে সাউন্ড ডিজাইন, ডেভলপমেন্ট কমিউনিকেশন, এডিটিং, ডিরেকশন, মোশন পিকচার ফোটোগ্রাফির উপর কোর্স করানো হয়। এগুলি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স। যার মেয়াদ দু’বছর। পড়ার খরচ মোট ৬২ হাজার টাকা। দিতে হবে ৪টি কিস্তিতে। এছাড়া ডেভলপমেন্ট কমিউনিকেশনের জন্য কশান মানি বাবদ দিতে হবে ২০০০ টাকা এবং অন্যান্য বিষয়গুলির জন্য ৫০০০ টাকা। আসুন জেনে নিই কোন কোর্সে কী কী পড়ানো হবে। সাউন্ড ডিজাইন-এ পড়ানো হবে মিক্সিং, সাউন্ড ডিজাইন এবং রেকর্ডিংয়ের কাজ। ডেভলপমেন্ট কমিউনিকশেনে শেখানো হবে প্রজেক্ট ও ক্যাম্পেন প্ল্যানিং, নেটওয়ার্কিং, রিসার্চ টেকনিক, মাস কমিউনিকেশন এবং মার্কেটিং। ডিরেকশনের কোর্সে শেখানো হবে দৃশ্যায়নের পদ্ধতি, সিনেম্যাটিক টেকনিক এবং স্ক্রিন প্লে রাইটিং। মোশন পিকচারে পড়ানো হবে ক্যামেরা অপারেশন ও অ্যাপারেটাস হ্যান্ডেলিং, লাইটিং, লেন্সের খুঁটিনাটি, অপটিং, স্টিল ও ভিডিও ফোটোগ্রাফি। থিওরির পাশাপাশি হাতেকলমে কাজ শেখানোর জন্য অনেকসময়ই ক্লাসে উপস্থিত থাকবেন দক্ষ পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং এডিটররা। যে কোনও শাখার স্নাতক হলেই এই কোর্সের জন্য আবেদন করা যাবে। তবে ডেভলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে স্নাতকস্তরে মাস কমিউনিকেশন বা সোশ্যাল সায়েন্স বা ইকনমিক্সের মধ্যে যে কোনও একটি বিষয় থাকলে অগ্রাধিকার মিলবে। অন্যদিকে সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ফিজিক্স থাকলে মিলবে অগ্রাধিকার। তবে যাঁরা আবেদন করবেন, তাঁরা সকলেই যে এই কোর্সগুলি করতে পারবেন এমনটা কিন্তু মোটেই নয়। প্রার্থী বাছাইয়ের জন্য নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।
এই কোর্স করে রুপোলি জগতের বিভিন্ন কাজে অগ্রাধিকার পাওয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান, একাধিক সরকারি প্রকল্প, বিভিন্ন সংস্থার রিসার্চ ও অ্যানালিটিকাল বিভাগেও কাজ পেতে পারেন। এছাড়া পাশ করে ফিল্ম ও ডিজিটাল প্রোডাকশন হাউস, ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াতেও মিলবে কাজের সুযোগ। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায়, কীভাবে আবেদন করা যাবে? সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আবেদন করতে হবে নির্দিষ্ট আবেদনপত্রে। বিজ্ঞপ্তি প্রকাশের পর যেটি মিলবে প্রতিষ্ঠানের অফিস থেকেই। ঠিকানা-রূপকলা কেন্দ্র, ব্লক জিএম, সেক্টর ৫, সল্টলেক সিটি, কলকাতা-৭০০০৯১। শনি ও রবিবার বাদে যে কোনও কাজের দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফর্ম দেওয়া হয়। মূল্য মাত্র ৩০০ টাকা। নগদে এই টাকা দিলেই দেওয়া হবে নির্দিষ্ট আবেদনপত্র। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ডাউনলোডের সুবিধা রয়েছে। www.kendroonline.org ওয়েবসাইটে গিয়ে আবেদনের বয়ান ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দিতে হবে ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট। যেটি Roopkala Kendro-র অনুকূলে কলকাতায় প্রদেয় হতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে— ডিমান্ড ড্রাফট (অনলাইনের ক্ষেত্রে), প্রার্থীর দুটি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি (বয়ানের নির্দিষ্ট স্থানে সেঁটে), বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, বিশেষ ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল, প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ স্বরূপ পরিচয়পত্রের স্বপ্রত্যয়িত নকল এবং প্রার্থীর সচিত্র পরিচয়পত্রের স্বপ্রত্যয়িত নকল। পূরণ করা আবেদনপত্রটি পাঠাতে হবে-Director & CEO Roopkala Kendro, Block GM, Sector-V, Saltlake City. Kolkata-700091 এই ঠিকানায়। এছাড়া কোর্স সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে ফোন করতে পারেন (০৩৩) ২৩৫৭-৫৭৪৩ নম্বরে।