Bartaman Patrika
গল্পের পাতা
 

ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

শুধুমাত্র ওয়ারেন হেস্টিংস নন, এই হেস্টিংস হাউসের আনাচে-কানাচে নিত্য রাতে অজস্র অশরীরীর কাণ্ডকারখানায় বহুবার বহু সাহসী মানুষ শিউরে উঠেছেন। আসলে এই বাড়িটির গায়ে ‘অভিশপ্ত’ তকমাটি অতি সযত্নে লাগিয়েছিলেন স্বয়ং বাংলার প্রথম বড়লাট বাহাদুর ওয়ারেন হেস্টিংস। এই বাড়িতেই হেস্টিংসের পরবর্তী প্রজন্মের তিন সদস্য অপঘাতে মারা গিয়েছিলেন। আর এর জন্য এখনও দায়ী করা হয় লাটবাহাদুর ওয়ারেন হেস্টিংসকেই।
সেই কাহিনীর সূত্রপাত হয়েছিল হেস্টিংসের বেলভেডিয়ারের বাড়িতে। অন্যান্য নানাবিধ সমস্যার পাশাপাশি সুন্দরী নারীর প্রতিও হেস্টিংসের দুর্বলতা ছিল অপরিসীম। নারী-প্রীতি তাঁকে বহুবার বহু সমস্যায় ফেলেছে। মেরি গ্র্যান্ডের পাশাপাশি তিনি আর এক নীলনয়না সুন্দরী ব্যারন ইমহফের স্ত্রী মেরিয়ান ইমহফের প্রেমেও প্রবল ভাবে পাগল হয়ে উঠেছিলেন।
পরস্ত্রী ইমহফকে কাছে পাওয়ার জন্য তিনি ব্যারনকে বাধ্য করেছিলেন সস্ত্রীক বেলভেডিয়ারে বাড়িতে বসবাস করতে। ব্যারন খুব ভালোভাবেই জানতেন তাঁর স্ত্রীর প্রতি হেস্টিংসের দুর্বলতার কথা, কিন্তু তিনি বড়লাটের আদেশ কোনওভাবেই অমান্য করার সাহস দেখাতে পারেননি।
এই বাড়িতে আসার কয়েকমাস পরেই হেস্টিংস ব্যারনকে কোম্পানির কাজে মাদ্রাজে পাঠিয়ে দেন। আবার কেউ কেউ বলেন স্বয়ং ব্যারন মনের দুঃখে স্ত্রী মেরিয়ানকে ছেড়ে দূরে কোথাও চলে গিয়েছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন, বউ হারালে আবার বউ পাওয়া যাবে, কিন্তু বড়লাটের কোপে প্রাণটা গেলে স্থায়ী ঠিকানা হবে গ্রেভইয়ার্ডে।
ব্যারন কোথায় গিয়েছিলেন তা সঠিক ভাবে জানা না গেলেও মেরিয়ানকে নিজের মতো করে পেতে হেস্টিংসের সামনে এরপর আর কোনও বাধা রইল না। ব্যারন উধাও হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই গভীর রাতে বেলভেডিয়ার দোতলার ঘরটি হেস্টিংস ও মেরিয়ানের কলহাস্যে মুখরিত হয়ে উঠত।
সাতটা বছর মেরিয়ান ইমহফ এই বাড়িতেই বসবাস করেছিলেন। সন ১৭৭৭। হেস্টিংস তাঁর নতুন ঘরনি মেরিয়ান ইমহফকে নিয়ে উঠে এলেন হেস্টিংস হাউসে। বড়লাট মনের মতো করে তাঁর এই প্রাসাদটিকে সাজিয়েছিলেন। আরণ্যক পরিবেশে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটির সৌন্দর্যের কথা তখন মানুষের মুখে মুখে ফিরত। ওয়ারেন হেস্টিংসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ও শ্যালক মিঃ ম্যাক্রাবি তাঁর এক বন্ধুকে একটি চিঠিতে লিখেছিলেন—‘জ্যোৎস্নাভরা চাঁদনি রাতে সাদা ধবধবে এই বাড়িটির আশ্চর্য ঔজ্জ্বল্য রীতিমত চোখ ধাঁধিয়ে দেয়।’
১৭৭৭ থেকে ১৭৮৪— হেস্টিংস হাউসে মোট সাত বছর সস্ত্রীক বড়লাট বসবাস করেছিলেন। ১৭৮৪ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে মিসেস হেস্টিংস দেশে ফিরে যান এবং পরের বছর দেশে ফেরেন ওয়ারেন হেস্টিংস। আর তার কয়েক বছর পর থেকেই শুরু হল যত কিছু সমস্যা। হেস্টিংস হাউস হয়ে উঠল জমজমাট ভূতের আড্ডাখানা। কিন্তু কেন? তার পিছনে রয়েছে একটা করুণ ইতিহাস, এক অতৃপ্ত আত্মার প্রতিশোধ নেওয়ার কাহিনী।
হেস্টিংস দেশে ফিরে যাওয়ার আগে তাঁর এই বিশাল সম্পত্তি অর্থাৎ হেস্টিংস হাউস দান করেন তাঁর স্ত্রী মেরিয়ান ইমহফের প্রথম পক্ষের পুত্র (ব্যারন ইমহফের ঔরসজাত) জুলিয়াস ইমহফকে।
হেস্টিংস স্বদেশে ফিরে যাওয়ার তিনবছর বাদে ১৭৮৮ সালে জুলিয়াস রাইটারের চাকরি নিয়ে ভারতে আসেন। ১৭৮২ সালে তিনি রাইটার থেকে মুর্শিদাবাদের কালেক্টর হন। পরবর্তীকালে জুলিয়াস ইমহফ প্রোমোশন পেয়ে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হিসাবেও কাজ করেছিলেন।
জুলিয়াস তাঁর স্ত্রী ও তিন সন্তান উইলিয়ম, চার্লস এবং জনকে নিয়ে হেস্টিংস হাউসেই বসবাস করতেন। এই বাড়িতেই তাঁর তিন পুত্র অপঘাতে মারা যায়।
বড় ছেলে উইলিয়মের বয়স তখন দশ বছর। চমৎকার মায়াবী এক আলোমাখা বিকেলে সে হেস্টিংস হাউসের কম্পাউন্ডে খেলছিল। হঠাৎই শুরু হল প্রবল ঝড়। ধুলোয় ঢেকে গেল চর্তুদিক। সেইসময় উইলিয়ম দেখতে পেল দীর্ঘদেহী এক মানুষকে। সেই ছায়া মূর্তির তীব্র ঘৃণাভরা চাউনিতে শিউরে উঠেছিল দশ বছরের উইলিয়াম। প্রবল ভয় পেয়ে সে ছুটতে শুরু করে। কোনওক্রমে ঘরে ঢুকে সে লুটিয়ে পড়েছিল মাটিতে।
সেদিন রাতেই উইলিয়াম প্রবল জ্বরে আক্রান্ত হল। এরপর সে বেঁচেছিল মাত্র তিনদিন। এই মৃত্যুর কিছুদিন বাদেই ওই কম্পাউন্ডে উইলিয়মের পরের ভাই চার্লসকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন এক মহিলা। তিনি ছিলেন চার্লসের আয়া। চার্লসও আর ঘরে ফিরতে পারেনি। হেস্টিংস হাউসের পাতকুয়োতে কোনওভাবে পড়ে গিয়ে সেদিন তার মৃত্যু হয়। আয়া সঙ্গে থাকা সত্ত্বেও কীভাবে চার্লস কুয়োতে পড়েছিল সে রহস্যের উন্মোচন আজও হয়নি।
জুলিয়াসের ছোটপুত্র জন অবশ্য কিছুদিন পৃথিবীতে থাকার সুযোগ পেয়েছিলেন। বেশ বড় হওয়ার পর কোনও গুপ্ত আততায়ীর হাতে তাঁর প্রাণ যায়।
তিন পুত্রকে অকালে হারিয়ে খুবই ভেঙে পড়েছিলেন জুলিয়াস। তিনি তাঁর সৎ পিতা ওয়ারেন হেস্টিংসকে পরবর্তীকালে একটি করুণ চিঠি লিখেছিলেন—‘In the grounds between Hasting’s House and the Judge’s court my three children William, Charles and John lie buried...’
উইলিয়ম যে দীর্ঘদেহী ছায়ামূর্তিকে দেখে ভয় পেয়ে প্রবল জ্বরে আক্রান্ত হয়েছিল তাঁর পরিচয় পরবর্তীকালে কিছুটা হলেও আমরা জানতে পেরেছি। হেস্টিংসের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও সেই ছায়ামূর্তিকে গভীর রাতে জাজেস কোর্টের প্রাচীরের কাছে যাঁরা ঘোরাফেরা করতে দেখেছেন, তাঁরা বলতেন, তিনি আর অন্য কেউ নন, মেরিয়ান ইমহফের প্রথম পক্ষের স্বামী ব্যারন ইমহফ। অনেকেই মনে করতেন মেরিয়ানকে কাছে পাবার জন্য অতি সুকৌশলে ব্যারনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলেন হেস্টিংস। তাই পরপার থেকে হেস্টিংস ও মেরিয়ানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অশরীরী ব্যারন মাঝে মাঝেই ছুটে আসতেন হেস্টিংস হাউসে।
এখন এই হেস্টিংস হাউসেই গড়ে উঠেছে টিচার্স ট্রেনিং কলেজ। যখন এখানে হস্টেল ছিল, তখন সেখানকার আবাসিকরাও মাঝেমাঝেই নিশি রাতে ঘোড়ার খুরের খট, খট শব্দ শুনতে পেতেন। শুধু তাই নয় মাঝরাতে ওই বাড়ির হলঘরে দীর্ঘদেহী এক ছায়ামূর্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকেই।
পুরনো কলকাতার ইতিহাস ও সরকারি নথিপত্রে এই হেস্টিংস হাউসের কুখ্যাতির কথা লিপিবদ্ধ আছে। সেখানে বলা হয়েছে ‘ For calcutta tradition connects the ‘House’ with a famous ghost.’
(চলবে)
17th  March, 2019
ভাসানের পরে
মৃত্তিকা মাইতি

অশ্রু বসে আছে দুর্গা ঠাকুরের পায়ের কাছে। ফুল-মালাগুলো গুছিয়ে কাঁড়ি করা। পুজো শেষ। আজ ভাসান। একটু পরেই বরণ শুরু হবে। পাড়ার বউরা বরণডালা হাতে অপেক্ষা করছে রুম্পাদের উঠোনে। এটা তাদেরই বাড়ির পুজো। রুম্পার মা আর কাকির বরণ সারা হলে তবেই বাকিরা করতে পারবে।
বিশদ

14th  April, 2019
পুণ্য ভূমির পুণ্য ধূলোয়
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

এবারে যাওয়া যাক মাতা বৈষ্ণোদেবীর দরবারে। ইনি হলেন হিমালয়ের প্রসিদ্ধ নয় দেবীর অন্যতমা। হাওড়া শিয়ালদহ বা কলকাতা স্টেশন থেকে জম্মু যাওয়ার ট্রেনের অভাব নেই। জম্মু তাওয়াই এক্সপ্রেস বা হিমগিরি এক্সপ্রেস অনেকেরই খুব পছন্দের ট্রেন। বিশদ

14th  April, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

 মহাত্মা শিশিরকুমার ঘোষ। ১৮৪০ সালে যশোর জেলার মাগুরা (অমৃতবাজার) গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতা কলুটোলা ব্রাঞ্চ স্কুল (বর্তমান হেয়ার স্কুল) থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিছুকাল প্রেসিডেন্সি কলেজেও পড়াশুনা করেন। এরপর তিনি আবার ফিরে যান নিজের গ্রাম পুলুয়ামাগুরায়।
বিশদ

14th  April, 2019
বীরবল
তপন বন্দ্যোপাধ্যায়

 বাদশাহের মর্জিতেই তাকে নামানো হয়েছে লড়াইতে, কিন্তু তাকে কিছুতেই বাগ মানাতে পারছে না তার পিলবান। কিছুক্ষণের মধ্যেই সে প্রতিদ্বন্দ্বী হাতিকে ছেড়ে তাড়া করল এক জওয়ান লেড়কা দর্শককে, সেই লেড়কা দ্রুত পালিয়ে ঢুকে গেল আম-আদমির ভিড়ের মধ্যে। হাতিটা তখন দূর থেকে দেখছে বীরবরের লাল বেনিয়ান পরা চেহারাটা।
বিশদ

07th  April, 2019
বন্ধুত্ব
তপনকুমার দাস

—গীতা তো আমার চেয়েও তোমার বেশি বন্ধু। স্কুটারের পিছনে বসিয়ে ব্যাঙ্কে নিয়ে যাও—
—গীতা বলেছে বুঝি? গোপন কথাটি গোপন না থাকায় ফুঁসে উঠেছিল দীনবন্ধু— স্ট্যান্ডে একটাও রিকশ ছিল না। নিজেই যেচে এসে দু’কাঁধ ধরে পিছনে ঝুলে পড়ল।  বিশদ

07th  April, 2019
মিষ্টান্ন বিভ্রাট
সাবিনা ইয়াসমিন রিঙ্কু

 একদিন কী মনে হল—লিপিকা রান্নাঘরে জমে থাকা রসগোল্লাগুলো একটা সাদা পলিথিনে ভরে বাজারের দিকে রওনা দিল। ভাবল রাস্তায় কোনও ভিখিরির দেখা পেলে মিষ্টিকটা দিয়ে দেবে।
বিশদ

31st  March, 2019
পুণ্য ভূমির
পুণ্য ধুলোয়
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

হরিদ্বার হল গঙ্গাদ্বার। সপ্তৈতা মোক্ষদায়িকার এক। এর প্রাচীন নাম মায়াপুর। একান্ন মহাপীঠের (মতান্তরে বাহান্ন) অন্তর্গত এক পীঠ। দক্ষরাজার যজ্ঞস্থল ব্রহ্মকুণ্ডে সতীর জঠর পড়েছিল। ভৈরব এখানে চক্রপাণি। তবে হরিদ্বারের মূল আকর্ষণই হল শিবালিক পর্বতমালার কোল ঘেঁষে দুরন্ত গতিতে বয়ে চলা গঙ্গার প্রবাহ। এর একদিকে মনসা অপরদিকে চণ্ডী পাহাড়। আর সন্ধ্যায় ব্রহ্মকুণ্ডের গঙ্গারতি তো সর্বজন চিত্তজয়ী।
বিশদ

31st  March, 2019
ছায়া আছে
কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

মিস লি বলতে শুরু করলেন। ওয়াকারের আশ্রয়ে আসার পর প্রথম তিন মাস আমার খুব সুখেই কেটেছিল। এরপরই শুরু হল অত্যাচার। প্রতিরাতেই ওয়াকার আমাকে বাধ্য করতেন তাঁর শয্যাসঙ্গিনী হতে। ফলস্বরূপ একদিন আমার শরীরে মাতৃত্বের চিহ্ন ফুটে উঠল। একটা সময় পাড়াপ্রতিবেশীদের নজরে এল ব্যাপারটা।   বিশদ

31st  March, 2019
পুণ্য ভূমির পুণ্য ধূলোয়
শক্তিপীঠ শাকম্ভরী

কুরুক্ষেত্র থেকে এবার রওনা দেওয়া যাক হরিদ্বারের পথে। এ পথে দু’তিন ঘণ্টা অন্তর বাস মেলে কুরুক্ষেত্র থেকে। তবে শাকম্ভরী দেবীতীর্থ দর্শন করতে গেলে সাহারানপুরেই নেমে পড়া ভালো।
বিশদ

24th  March, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

 মহিলা বললেন আমার নাম মিস লি।নামটা শুনে চমকে উঠলেন জেমস‌ গ্রাহাম। তিনি বললেন, মিস লি, আপনি তো আজ থেকে মাস ছয়েক আগে আমাদের বন্ধু মার্ক সার্পের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। মার্ক কেমন আছে। আপনারা কী আবার ফিরে এসেছেন।
বিশদ

24th  March, 2019
বীরবল
তপনকুমার দাস

 দাসোয়ান খুদকুশি করেছেন শুনে ‌কেল্লার বাইরে বিশাল জমায়েত। মাসুদ খাঁ বলল, হুজুর, দাওনা হয়ে গিয়েছিল তসবিরওয়ালা। দাওনা, মানে পাগল! দাসোয়ানের কথা কিছু কানে এসেছিল বীরবরের। হারেমের এক বিবির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠার খবর কানে গিয়েছিল বাদশাহেরও।
বিশদ

17th  March, 2019
বন্ধুত্ব
তপনকুমার দাস

দীনবন্ধুর যে ক’জন বন্ধু ছিল, তাদের সবাই প্রায় হারিয়ে গেছে। কলেজবেলার পর চাকরিবেলার শুরুতেই হারানোর পালা শুরু হতে হতে সংসারবেলায় পৌঁছে একেবারে ফেড আউট হয়ে গেছিল যাবতীয় বন্ধুত্ব। একে অপরকে ভুলে যেতে যেতে একসময় গল্পের উঠোনে গিয়ে দাঁড়িয়েছিল সব বন্ধুত্ব।
বিশদ

17th  March, 2019
রাতের প্যাসেঞ্জার
সৌমিত্র চৌধুরী

 মাসের এক তারিখেই বিএস মানে ‘ভট্টাচার্জি-সমাদ্দার কনসালটেন্সি’ নগদে মাইনে দিয়ে দেয়। কোম্পানির সমাদ্দারবাবু একটু রাগী মার্কা, তবে তপনবাবু অতি অমায়িক সজ্জন মানুষ। খেতে খাওয়াতে ভালোবাসেন। নিজের বাড়িতে অনুষ্ঠান হলে নিমন্ত্রণ করেন আমাকে। আজ ওঁর বাড়িতে ছোট একটা অনুষ্ঠান। আমেরিকা থেকে দু’সপ্তাহের ছুটিতে ছেলে এসেছে বাড়িতে। আমিও সস্ত্রীক নিমন্ত্রিত।
বিশদ

10th  March, 2019
পুণ্য ভূমির পুণ্য ধুলোয়
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

‘আমি বৃন্দাবনে বনে বনে ধেনু চরাবো’— সেই কৃষ্ণ বৃন্দাবনে এখন বন নেই। যা আছে তা কংক্রিটের বন। তবুও শ্রীরাধাগোবিন্দের সেই লীলাভূমি ধর্মপ্রাণ নরনারীর কাছে আজও অতি প্রিয় স্থান।
বিশদ

10th  March, 2019
একনজরে
 সুখেন্দু পাল  লাউদোহা, বিএনএ: দেশে প্রকৃত আচ্ছে দিন আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লাউদোহার জামগড়া গ্রামে জনসভা করেন। এদিন থেকেই অরূপবাবু পশ্চিম বর্ধমানে ...

 নয়াদিল্লি, ১৮ এপ্রিল: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পান্ডিয়া ব্রাদার্সের ঝোড়ো ব্যাটিংয়ের উপর ভর করে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৬৮ রান তোলে। পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া ২৬ বলে তোলেন ৫৪ রান। হার্দিক ১৫ বলে দু’টি বাউন্ডারি ও তিনটি ওভার ...

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (পিটিআই): অগুস্তা-ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিচেলের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। পরিবারের সঙ্গে ইস্টার উৎসব উদযাপন করতে সাতদিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন মিচেল।   ...

  সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার নির্বিঘ্নে ই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল মেখলিগঞ্জ মহকুমায়। কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার দু’টি ব্লক মেখলিগঞ্জ ও হলদিবাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পড়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯০- মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু,
১৯৭১- স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, গঠিত হল অস্থায়ী মুজিবনগর সরকার,
১৯৭২- শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জন্ম,
১৯৭৫- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের মৃত্যু,
১৯৮৩- এস এল ভি-৩ রকেটের সাহায্যে ভারত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্রহ ‘রোহিনী’ আর এস ডি-২ 

17th  April, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯২.৩৪ টাকা
ইউরো ৭৭.০৭ টাকা ৮০.০২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৩৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৩২ অপঃ ৪/৪২। চিত্রা ৩৫/৩০ রাত্রি ৭/৩০। সূ উ ৫/১৭/৩৬, অ ৫/৫৪/২৪, অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৩ গতে অস্তাবধি, বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে, কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
প্রাচীন পঞ্জিকা: ৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৪৩/৪৯ অপঃ ৪/৪৭/৪৩। চিত্রানক্ষত্র রাত্রি ৩৬/২৭/৩৮ রাত্রি ৭/৫৩/১৪, সূ উ ৫/১৮/১১, অ ৫/৫৫/৩১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৪০ গতে ১০/১৬ মধ্যে ও ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে ও ৪/১৮ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩০ গতে ৮/৫৮ মধ্যে ও ২/৫৩ গতে ৩/৩৭ মধ্যে, বারবেলা ৮/২৭/৩১ গতে ১০/২/১১ মধ্যে, কালবেলা ১০/২/১১ গতে ১১/৩৬/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৪৬/১১ গতে ১০/১১/৩১ মধ্যে। 
১৩ শাবান 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: প্রেমে সফলতা প্রাপ্তি। মিথুন: শ্বশুরবাড়ির সূত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু১৯৫৫: শিকারি ও লেখক জিম ...বিশদ

07:03:20 PM

কেকেআরকে ২১৪ রানের টার্গেট দিল বেঙ্গালুরু  

09:44:38 PM

আইপিএল: বেঙ্গালুরু ১২২/২(১৫ ওভার) 

09:14:28 PM

আইপিএল: বেঙ্গালুরু ৭০/২(১০ ওভার) 

08:53:00 PM

টসে জিতে ফিল্ডিং নিল কেকেআর

07:35:32 PM