Bartaman Patrika
আমরা মেয়েরা
 

দত্তক সন্তানের ক্ষেত্রে
ছেলের চেয়ে মেয়েরই বেশি কদর? 

অনেকে নাকি কালো মেয়ে দত্তক নেওয়ার ইচ্ছাও পোষণ করেন। তাহলে কি বদলে যাচ্ছে সমাজ? পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তাধারায়? এই প্রশ্নের উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী।

মেয়েরা শিক্ষিত। মেয়েরা স্বনির্ভর। তবু আজও সমাজে কন্যাসন্তান বড় বালাই। তাই তো আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এখনও কন্যাভ্রুণ হত্যা করা হয় অবাধে। এই বিষয়ে সম্প্রতি একটি সমীক্ষা করেছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। তাতে ভারতের তিনশোর বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রশ্ন করা হয়, একমাত্র সন্তানের ক্ষেত্রে পুত্র না কন্যা, কে বেশি কাম্য? প্রশ্নের উত্তরে ৯২% ছাত্র এবং ৬৬% ছাত্রীর ভোট পড়েছে পুত্রের পক্ষে। এই যখন সামাজিক চিত্র, তখনও দত্তক নেওয়ার ক্ষেত্রে কন্যার দিকেই পাল্লা ভারী! ভারতের বিভিন্ন দত্তক সংস্থার সঙ্গে কথা বলে জানলাম দত্তক নেওয়ার সময় একটি ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে পুত্র বা কন্যার চাহিদা জানানো যায়। সেখানে দেখা যাচ্ছে, কন্যাসন্তান দত্তকের প্রতি নিঃসন্তান দম্পতির আগ্রহ ক্রমবর্ধমান।

আধুনিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির বদল
এই বিষয়ে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি বা ‘সিএআরএ’-র সিইও দীপক কুমারকে প্রশ্ন করলে তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘কন্যাসন্তানের পক্ষে অক্লান্ত ক্যাম্পেনের ফলেই নিঃসন্তান বাবা-মা পুত্রের তুলনায় কন্যাসন্তানই বেশি দত্তক নিতে চাইছেন।’ কিন্তু সামাজিক চিত্র তো সে কথা বলে না। তাহলে কি কন্যাসন্তান বেশি মাত্রায় দত্তকের জন্য দেওয়া হয় বলেই এক্ষেত্রে তাদের চাহিদা বেশি? প্রশ্নটিকে উড়িয়ে দিলেন দীপক কুমার। বললেন, বাবা-মায়ের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনই তাঁদের পুত্রের তুলনায় কন্যার প্রতি বেশি আগ্রহী করে তুলেছে। তিনি আরও বলেন, এই চিত্রটি সঠিকভাবে তুলে ধরতে পারলে তা নারীর অগ্রগতির পথপ্রদর্শক
হতে পারে।

কন্যা বড় বালাই
এই বিষয়ে দিল্লির বেসরকারি দত্তক সংস্থা ‘মাতৃছায়া’-র কর্ণধার গীতা চৌহান জানালেন, ২০১৪ সাল থেকে কন্যাসন্তান দত্তক নেওয়ার হার বাড়তে শুরু করে। আগেকার চিত্র অনুযায়ী, দত্তক বিষয়ে নিঃসন্তান দম্পতিদের একটা মানসিক বাধা কাজ করত। তখন দত্তক দেওয়া-নেওয়ার কাজটি মোটামুটি পরিবারের মধ্যেই সারা হত। কিন্তু কাগজে-কলমে, সইসাবুদ করে অনাথ শিশু দত্তক নেওয়ার মাত্রা গত পঁচিশ বছরে প্রচণ্ড বেড়ে গিয়েছে। এবং এই বৃদ্ধিতে পুত্রের তুলনায় কন্যা ক্রমশ বেশি মূল্যবান হয়ে উঠেছে। গীতার মতে, বাবা-মায়ের একাধিক কন্যা থাকলে তাঁরা একটিকে নির্দ্বিধায় দত্তকের জন্য দিয়ে দেন। কিন্তু পুত্রের ক্ষেত্রে এমনটা কখনওই ঘটে না। ফলে পুত্রসন্তান তখনই দত্তকের জন্য দেওয়া হয়, যখন সে প্রকৃতই অনাথ। তাই আজও দত্তকের দপ্তরে পুত্রের চেয়ে কন্যাই বেশি আসে। গীতা জানালেন, এর জন্য আমাদের সমাজই দায়ী। এখনও বহু পরিবারে একাধিক কন্যার জননী অত্যাচারিত হন। আজও মেয়েদের বিয়ের সময় পণের প্রশ্ন ওঠে। এবং এখনও কালো মেয়ের বাবা-মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ফলে সমাজে মেয়েদের যখন এমন অবস্থা, তখন একাধিক কন্যাসন্তান দায় তো বটেই।

কী বলছে পরিসংখ্যান?
এবার বরং একটু দেখি কন্যাসন্তান দত্তকের ক্ষেত্রে পরিসংখ্যান কী বলছে? সিএআরএ-র রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ সালে তাদের সংস্থায় ৪১৭০ জন বাচ্চা দত্তকের জন্য আসে। তার মধ্যে ২৫৪৭ জন কন্যা এবং ১৬২৩ জন পুত্র। এর আগে, ২০১৬-১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী ৪১৩০ জন শিশু দত্তকের জন্য এই সংস্থায় জমা পড়ে। তাদের মধ্যে ২৪৬৬ জন কন্যা এবং ১৬৬৪ জন পুত্র। অতএব এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, বেশি সংখ্যক কন্যাসন্তানই দত্তকের জন্য আসে। অথচ কন্যাভ্রুণ হত্যার কারণে প্রতি বছর দেশে যত কন্যাসন্তান জন্মায়, পুত্র জন্মায় তার চেয়ে বেশি। তবু দত্তকের জন্য দেওয়ার সময় কন্যাই বেশি মাত্রায় পাওয়া যায়! এই পরিসংখ্যান যাচাই করার পর বলতেই হয় যে, হঠাৎ মানুষের চিন্তাধারায় তেমন বদল ঘটেনি। ঘটলে এখনও এত বেশি কন্যা দত্তকের জন্য বিভিন্ন সংস্থার হাতে তুলে দেওয়া হত কি?

কন্যাসন্তানের ভালোর জন্য
দত্তক বিষয়ে কলকাতার চিত্রটা তুলে ধরলেন ‘মিশনারিজ অব চ্যারিটি’-র মুখপাত্র সুনীতা কুমার। তিনি জানালেন, বেশ কিছুদিন তাঁদের হোম থেকে দত্তক দেওয়ার কাজ বন্ধ ছিল। আদালতের রায় অনুযায়ী একক জননী ও ডিভোর্সি মা-বাবাও বাচ্চা দত্তক নিতে পারেন। কিন্তু তাঁরা এই রায়ের সঙ্গে সহমত ছিলেন না বলেই দত্তক দেওয়া বন্ধ রেখেছিলেন। তবে সিএআরএ-র আধিকর্তার সঙ্গে বিস্তারিত আলোচনার পর তাঁরা আবার দত্তকের কাজ শুরু করেছেন। দত্তকের ক্ষেত্রে কন্যা বনাম পুত্র, কোন দিকে পাল্লা ভারী? এমন প্রশ্ন করলে সুনীতা বলেন, সেইরকম পরিসংখ্যান তাঁদের কাছে এই মুহূর্তে নেই। তবে কন্যা মানুষ করতে সাহস লাগে। বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় মেয়েদের। সেই প্রতিবন্ধকতা এড়িয়ে দৃঢ়চেতা, সাবলীল কন্যা মানুষ করা সহজ নয়। ফলে বাবা-মা যদি কন্যা দত্তক নিতে চান, তাহলে সেই চিত্রকে মেয়েদের পক্ষে ইতিবাচক হিসেবেই ধরা উচিত। সাধারণভাবে অবহেলিত কন্যা কোথাও যদি আদৃত হয় ক্ষতি কী?

কী বলছেন নিঃসন্তান দম্পতিরা?
বেঙ্গালুরু নিবাসী সুন্দরম দম্পতির মতে, সন্তানের কোনও লিঙ্গ হয় না। বাবা-মায়ের কাছে পুত্র বা কন্যা সমান আদরের। তাই দত্তক নেওয়ার সময় ‘কন্যা না পুত্র?’, ওই কলামটা ফাঁকাই রেখেছিলেন তাঁরা। তাঁদের কথায়, ‘আমাদের নিজের সন্তান হলে তার ভ্রুণ নির্ণয় করার সুযোগ পেতাম কি? তাহলে দত্তক নেওয়ার সময়ই বা পক্ষপাত করব কেন?’ বরোদা নিবাসী বর্ণমালা ডেভিড ও অজয় লাখেরার কিন্তু স্বপ্নই ছিল কন্যা। বর্ণমালা জানালেন, একজন অনাথ শিশুকে মানুষ করার মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। তাই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, ‘আমার মনে হয় আমাদের সমাজে মেয়েরা আজও অবহেলিত। পরিবার থেকে সমাজ সর্বত্রই পুরুষ বেশি মূল্যবান। তাই আমি দত্তক নেওয়ার ক্ষেত্রে কন্যাই নিতে চেয়েছিলাম। সেই মতো সিএআরএ-র সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করার সময় দেখলাম কন্যাসন্তান দত্তকের জন্য ওয়েটিং লিস্ট পুত্রের চেয়ে বড়!’

সামাজিক বদল ও আধুনিক চিন্তা
‘নিঃসন্তান হলেই যে তাঁরা সন্তান দত্তক নিতে চাইবেন এমন কোনও কথা নেই। সেই সব দম্পতিই সন্তান দত্তক নেন, যাঁদের মধ্যে বাচ্চা মানুষ করার প্রবল ইচ্ছা থাকে। সেক্ষেত্রে আমাদের সামাজিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে দেখুন, কন্যাসন্তান মানুষ করার মধ্যে চ্যালেঞ্জ বেশি। আর সেই চ্যালেঞ্জটা নিঃসন্তান দম্পতি নিতে চান বলেই তাঁরা পুত্র অপেক্ষা কন্যাসন্তান দত্তক নিতে পছন্দ করেন।’ এমনই মতামত মনোবিদ রীমা মুখোপাধ্যায়ের। তিনি আরও বলেছেন, দত্তকের ক্ষেত্রে কন্যার কদরের পিছনে সামাজিক বদল ও বাবা-মায়ের আধুনিক চিন্তার একটা ছাপও স্পষ্ট। একটা সময় ছিল যখন মেয়েদের ‘পরের ঘরের ধন’ হিসেবে মানুষ করা হতো। তখন পিতার সম্পত্তি বা নাম কোনওটাতেই মেয়েদের অধিকার থাকত না। সেই সময় অনেকেই অনায়াসে কন্যাসন্তান দত্তক নিতেন এই ভেবে যে, বিয়ে দিয়ে তাকে পরের ঘরে পাঠিয়ে দেবেন অতএব সে মেয়ে হলেই বা ক্ষতি কী? কিন্তু এখন আর সেই মনোভাব খাটে না। সমাজ বদলেছে। পিতৃপরিচয়ের ওপর মেয়েদের অধিকার জন্মেছে। পুত্র এবং কন্যা উভয়ই বাবার সম্পত্তির সমান ভাগিদার। সেক্ষেত্রেও যখন দত্তকের জন্য কন্যার কদর করা হচ্ছে, তখন সেটাকে বাবা-মায়ের আধুনিক চিন্তাধারা বলতে হবে বইকি। কন্যাকে সঠিক লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারলে বাবা-মায়ের বুড়ো বয়সের লাঠি হিসেবে সে কাজ করবে, এমন মনোভাব অনেক দম্প঩তিই পোষণ করছেন। ফলে অবাধে চলছে কন্যাসন্তান দত্তক নেওয়া।

শেষ কথা
নিজের সন্তানের ক্ষেত্রে বাবা-মায়ের মনে পুত্রসন্তানের আকাঙ্ক্ষা হয়তো এখনও বেশি। তবু দত্তকের ক্ষেত্রে যে চিত্রটা পরিবর্তিত হচ্ছে তা অবশ্যই সামাজিক দিক দিয়ে ইতিবাচক। সিএআরএ-র বক্তব্য, এখন অনেক দম্পতি কালো মেয়েও দত্তক নিতে চান। অনলাইন ফর্ম থেকেই এমন চাহিদা উঠে এসেছে। এ বিষয়ে হায়দরাবাদের এক একক জননী বলেন, নিজের সন্তান হলে তাকে নিজের চাহিদা মতো গড়ে নিতে তিনি পারতেন না। কিন্তু বাছবিচারের সুযোগ যখন পাওয়াই গিয়েছে তখন মনের মতো সন্তান নিতে বাধা কোথায়? সমাজ একটু দেখুক, কালো মেয়ের কদর করতেও এ যুগের মায়েরা দ্বিধাবোধ করেন না।  
25th  July, 2020
বৃদ্ধের প্রতি কিশোরীর মানবিকতা 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জর্জটাউনে একটি ছোট্ট মুদি-দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে যান প্রবীণ বাসিন্দা লেন ম্যাককিল। করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার কারণে বাড়ি থেকে খুব বেশি েবর হতে পারছিলেন না লেন। রোজগারের পথও বন্ধ। 
বিশদ

01st  August, 2020
এই প্রথম মহাকাশে লোক
পাঠানোর নেতৃত্বে নারী 

এই প্রথম মাির্কন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মনুষ্যবাহী মহাকাশযান (হিউম্যান স্পেসফ্লাইট) পরিচালনার নেতৃত্ব দেবেন এক নারী। নাসার হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশনস মিশনের (এইচইও) প্রধান হিসেবে ক্যাথি লুয়েডার্সকে নিয়োগ করায় এক ইতিহাস তৈরি হয়েছে। 
বিশদ

01st  August, 2020
অমলাশঙ্কর ও তাঁর বাহাদুর নাতনি 

চলে গেলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। পৌত্রী শ্রীনন্দাশঙ্করের স্মৃতিচারণায় উঠে এলেন এক অন্য অমলা। সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী। 
বিশদ

01st  August, 2020
পূরাণে ইতিহাসে রাখিবন্ধন 

চৈতন্যময় নন্দ: শ্রাবণী পূর্ণিমায় রাধাগোবিন্দের ঝুলনযাত্রার সঙ্গেই এসে পড়ে আর একটি উৎসব, রাখিবন্ধন। রাখিবন্ধন শুধুই ব্রত-অনুষ্ঠান নয়, এটা ভাই-বোনের নাড়ির সম্বন্ধের প্রকাশ। ভাই ও বোনের মধ্যে চিরন্তন ভালোবাসা স্নেহের সম্পর্কই স্বাভাবিক। 
বিশদ

01st  August, 2020
পথেই মুক্তির খোঁজ 

দুই ছেলেকে নিয়ে সংসার মানসী মৃধার। স্বামী মারা গিয়েছেন। অন্যদিকে শ্বশুর-শাশুড়ি, দুই মেয়ে আর স্বামীকে নিয়ে থাকেন মিতু দে। ওঁদের জীবনটা হঠাৎ আরও কঠিন করে দিয়েছে লকডাউন। আনলক পর্বে আবার স্টিয়ারিং হাতে রাস্তায় ওঁরা। দু’জনেই ক্যাবচালিকা। কেমন করে কাটছে দিন, শুনলেন অন্বেষা দত্ত। 
বিশদ

25th  July, 2020
বৃদ্ধ মা-বাবার সেবা বেশি করেন মেয়েরাই 

যাঁরা বিশ্বাস করেন, শুধু পুত্রই আপনার বৃদ্ধ বয়সের ভরসা হয়ে উঠবেন, তাঁদের বলি, এই ধারণাটি ভুল প্রমাণিত করেছে ‘আমেরিকান সোশিওলোজিক্যাল অ্যাসোসিয়েশন’। মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অবসর গবেষণা বিভাগের মাধ্যমে ২৬ হাজার পঞ্চাশোর্ধ্ব মানুষের ওপর গবেষণা চালায় এই সংস্থা।  বিশদ

25th  July, 2020
করোনা ভাইরাস ও জুন আলমেডা  

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ববাসীর ত্রস্ত। গত বছর ডিসেম্বর চীনের উহান শহরে মানুষের শরীরে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়। তবে তার বহু আগে, ১৯৬৪ সালে, একজন মহিলা গবেষক এই ভাইরাসটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেছিলেন। কোভিড-১৯ সেই করোনা ভাইরাসেরই একটি প্রজাতি।   বিশদ

25th  July, 2020
স্টান্ট ওম্যান: পর্দার আড়ালে মেয়েদের ভেলকি 

সিনেমায় স্টান্টের কথা শুনলেই বিভিন্ন নায়কের স্ক্রিন জুড়ে লম্ফঝম্প ভেসে ওঠে চোখের সামনে। আর সেই সঙ্গে মনে উঁকি দিয়ে যায় কিছু স্টান্ট ম্যানের নাম। কিন্তু নায়িকাদের দৌড়-ঝাঁপ? সে কথা কেউ ভাবেন না। তাই স্টান্ট ওম্যানরাও আড়ালেই থেকে যান। এমনই কয়েকজন দুঃসাহসী মহিলার কথা শোনালেন সুমিত তালুকদার। পর্দার আড়ালে থেকেও যাঁরা স্মরণীয় হয়ে রয়েছেন। 
বিশদ

18th  July, 2020
আত্মবিশ্বাসই আমার চরিত্রের বিশেষত্ব: শ্রুতি দাস 

গ্রামের মেয়ে নয়নের সঙ্গে বিয়ে হয় দীপ্তর। নয়ন নাকি ভূত ও ভবিষ্যৎ দেখতে পায়! তাই দীপ্তকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্যই তার রক্ষাকবচ হিসাবে নিয়ে আসা হয় নয়নকে। ক্রমশ নয়নের প্রতি ভালোবাসা জেগে ওঠে দীপ্তর। এবং শেষ পর্যন্ত শত্রুদের হাত থেকে দীপ্তকে রক্ষা করে ত্রিনয়নী রূপী নয়ন। শুধু তাই নয়, নিজের অলৌকিক ক্ষমতা কাজে লাগিয়ে পুলিশকেও সাহায্য করতে এগিয়ে আসে সে। এই নিয়েই এগিয়ে চলেছে জি বাংলার মেগা ধারাবাহিক ত্রিনয়নী। আজ আমরা নয়ন তথা শ্রুতি দাসের মুখোমুখি। ................ 
বিশদ

18th  July, 2020
প্রথম নারী হিসেবে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদে 

ক্যাথরিন ডি সুলিভান একজন দুঃসাহসী নারী। মহাকাশে কিংবা মহাসাগরে যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি প্রস্তুত। বয়স ৬৮ হলেও, তার মনোবল ও ইচ্ছেশক্তি এখনও প্রবল। তাই তো মহাকাশের পর এবার সমুদ্রেও নতুন রেকর্ড গড়তে পেরেছেন। 
বিশদ

18th  July, 2020
বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানী 

নিম গাছের ছালের নির্যাসের মধ্যেই কি রয়েছে করোনা ভাইরাস মোকাবিলা করার উপাদান? ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের এক অধ্যাপিকার গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনা ভাইরাস আটকাতে সক্ষম হয়েছে।  
বিশদ

18th  July, 2020
শুধু লোকাচারে বিয়েকে
বেঁধে ফেললেই বিপদ

একটি বিবাহবিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় লাম্বা ও বিচারপতি সৌমিত্র শইকিয়া রায় দিয়েছেন, হিন্দু এয়োস্ত্রীর শাঁখা-সিঁদুরে ভূষিত না থাকার অর্থ নিজেকে ‘অবিবাহিত’ মনে করা। এই রায় কি আদৌ সমর্থনযোগ্য? বিশ্লেষণ করলেন সমাজতত্ত্ববিদ বুলা ভদ্র। বিশদ

11th  July, 2020
নাম বদলালে কালোর
কদর হবে নাকি ?

এত উন্নতি। তবু আজও নারীর রূপের বিচার হয়, গুণের কদর হয় না। তাই তো কালো মেয়ের বাবা- মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কোনও প্রসাধনী সামগ্রীর নাম পাল্টে গেলে সেই মেয়েদের ভাগ্য বদলাবে কি? প্রশ্ন তুললেন অন্বেষা দত্ত।
বিশদ

11th  July, 2020
এমসিসির প্রথম
মহিলা-প্রেসিডেন্ট 

ঐতিহ্যবাহী মেরিলেবন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম মহিলা-প্রেসিডেন্ট হতে চলেছেন ক্লেয়ার কনর। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ২০২১ সালের ১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে বসতে চলেছেন।
বিশদ

11th  July, 2020
একনজরে
অধিনায়ক হিসেবে দল পরিচালনার ক্ষেত্রে অদ্ভুত এক তত্ত্ব মেনে চলেন রোহিত শর্মা। ‘হিটম্যান’ জানিয়েছেন, নেতৃত্বভার কাঁধে থাকলে ড্রেসিং রুমে নিজেকেই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য বলে ...

তুফানগঞ্জ পুরসভা তহবিলের অভাবে উন্নয়নমূলক কোনও কাজ করতে পারছে না। করোনা পরিস্থিতিতে মার্চ মাসের শেষসপ্তাহে লকডাউন শুরু হতেই এই সমস্যা তৈরি হয়েছে।  ...

 বাড়িতে বসে কাজ করলে আইটি কর্মচারীদের পেট চলবে। কিন্তু, স্টল বন্ধ রাখলে আমরা খাব কী! সল্টলেক সেক্টর ফাইভের এক ফুড স্টলের মালিক অনন্ত জানা আক্ষেপের ...

মাসে ১৫ হাজার টাকা ভাতা। সঙ্গে থাকা-খাওয়া ফ্রি। তবে, এই কাজের যোগ্যতার মাপকাঠি একটু অন্যরকম। শুধুমাত্র করোনা জয়ী হলেই মিলবে সুযোগ। দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ হারানো মানুষের সংখ্যা বিপুল। তাই এমন অফার পেয়ে কাজে যোগ দেওয়ার জন্য লাইন পড়ে যাওয়ার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

হিরোশিমা দিবস
১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫-হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ৯৬.৪৬ টাকা ৯৯.৮৭ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৭০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  August, 2020

দিন পঞ্জিকা

২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া ৪৭/৩৪ রাত্রি ১২/১৫। শতভিষানক্ষত্র ১৫/১১ দিবা ১১/১৮। সূর্যোদয় ৫/১৩/৪৮, সূর্যাস্ত ৬/১১/৬। অমৃতযোগ দিবা ১২/৪৮ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৭ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৯ মধ্যে। বারবেলা ২/৫৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া রাত্রি ১১/২। শতভিষানক্ষত্র দিবা ১১/২১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে ও ১০/২৩ গতে ১২/৫৫ মধ্যে। কালবেলা ২/৫৯ গতে ৬/১৪ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/৬ মধ্যে।
১৫ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: ব্যবসায় উন্নতির যোগ আছে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
হিরোশিমা দিবস১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, ...বিশদ

07:03:20 PM

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৫৪
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৫৪ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:56:34 PM

  সুশান্ত মামলা: ৭ জনের নামে এফআইআর দায়ের করল সিবিআই
সুশান্ত সিং মৃত্যু মামলায় সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৭ জনের ...বিশদ

08:40:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৬৮৪ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬৮৪ জন। ...বিশদ

07:27:06 PM

উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৪,৬৫৮ 
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৬৫৮ জন। মৃত্যু ...বিশদ

07:04:04 PM