Bartaman Patrika
আমরা মেয়েরা
 

নাম বদলালে কালোর
কদর হবে নাকি ?

এত উন্নতি। তবু আজও নারীর রূপের বিচার হয়, গুণের কদর হয় না। তাই তো কালো মেয়ের বাবা- মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কোনও প্রসাধনী সামগ্রীর নাম পাল্টে গেলে সেই মেয়েদের ভাগ্য বদলাবে কি? প্রশ্ন তুললেন অন্বেষা দত্ত।

বিতর্কটা শতাব্দীপ্রাচীন। কিন্তু এখনও একইভাবে প্রাসঙ্গিক। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে উত্তাল আমেরিকাকে দেখে কিছুটা নাড়া পড়েছে এ দেশেও। সম্প্রতি ফর্সা হওয়ার একটি ক্রিম প্রস্তুতকারক সংস্থা তাদের নামে সামান্য বদল এনেছে। অনেকে বলছেন, এই নাম পরিবর্তন দীর্ঘ আন্দোলনের ফসল। কিন্তু নামে কী-ই বা আসে যায়? মনের মধ্যে কালো নিয়ে অবিরত কুণ্ঠার যে বীজ, তা তো আজীবন লালন করেই চলি আমরা। আর তাই তো কালো হওয়ার দাম দিতে হয় এ দেশের অসংখ্য মেয়েকে। কালো মেয়ে মানেই এখনও বিবাহযোগ্যা নয়। অনেক বেশি পণ ও আরও বহু কিছু খয়রাতি দিয়ে বাবা-মা যদি সে মেয়ের কোনওমতে বিয়ের ব্যবস্থাও করেন, রঙের কাঁটাটা তবু থেকেই যায়। হয় সারা জীবন সেই গঞ্জনা মাথায় নিয়ে চলেন মেয়েটি। নয়তো তাঁকে জীবন থেকেই সরে যেতে হয়। কখনও আবার তাঁকে সরানোর দায়িত্বটা সুনিপুণভাবে পালন করেন শ্বশুরবাড়ির লোকজন।
এ দেশে ছেলে কালো হলে অবশ্য ততটা মাথা ঘামায় না কেউ। কোনও মা শিশুকন্যার জন্ম দিলে আজকাল যদিও উদার হয়ে আমরা বলতে শিখেছি, আমাদের কাছে ছেলে-মেয়ে সমান। কিন্তু সে যদি কালো হয়? আমাদের উদারতার কপালে ভাঁজ পড়ে! চক্রবৎ গল্পটা ঘুরতে থাকে এভাবেই।
কালোর কোনও কদর না করাটাই ঘোর বাস্তব আজও। নন্দিতা দাশের মতো অভিনেত্রী ২০০৯ সাল থেকে ডার্ক ইজ বিউটিফুল ক্যাম্পেন চালাচ্ছেন। অতীতেও আরও অনেক আন্দোলন হয়েছে। এত বছর পরে ইতিবাচক পদক্ষেপ বলতে কোনও কোনও সংস্থা ফেয়ারনেস ক্রিম তুলে নিচ্ছে। কেউ নাম বদলে নতুন মোড়কে পুরনো জিনিস দিয়ে বিতর্ক ঢাকতে চাইছে। এ বিষয়ে মনোবিদ এবং নারীর অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে জড়িত রত্নাবলী রায়ের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন, ‘বিষয়টা একেবারেই নিন্দনীয়। ত্বকের রং নিয়ে এই আন্দোলনটা বহু দিনের। নারীবাদী, বিশেষ করে যাঁরা অশ্বেতাঙ্গ (উওম্যান অব কালার) মহিলা, তাঁরা এর প্রতিবাদ জানিয়ে এসেছেন। আজ হঠাৎ করে ফেয়ারনেস ক্রিমের নাম বদল কিন্তু একেবারেই ওপর-ওপর একটা বদল মাত্র। এর মধ্যে তো কোনও গভীরতা নেই। নাম বদল করলেও মনোভঙ্গি বদলায়নি। এই পদক্ষেপটার মধ্যে রাজনীতি থেকে যায়। চাপের মুখে একটা সংস্থা নাম পাল্টেছে তাদের পণ্যের। তা বলে জনমানসে ফর্সা নারীর প্রতি যে কামনা-বাসনা, সেটা তো উধাও হচ্ছে না। এই আকাঙ্ক্ষা তো বহু শতাব্দীর। এটা তো সামাজিক নির্মাণ। তাই এই একটামাত্র পদক্ষেপে সেই মানসিক গঠনের কি পরিবর্তন হবে? ফর্সা যদি বা না-ও
হয়, এখনও কাঙ্ক্ষিত থেকে যাবেন গমের বর্ণের সুন্দরী নারী।’
রত্নাবলীর মতে, এই বিষয়টায় সিনে-তারকাদের বড় ভূমিকা রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রী এক সময় ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেছেন। পরে সেটা নিয়ে আক্ষেপও করেছেন। কিন্তু তাঁদের মতো ব্যক্তিত্ব যখন পণ্যটির প্রচার একবার করে ফেলছেন, তখন সাধারণ মানুষ চটজলদি তাতে প্রভাবিত হবেনই। নন্দিতা দাশের মতো অভিনেত্রী আজও তাঁর অভিনয় নয়, প্রাথমিকভাবে ত্বকের রঙের জন্য আগে পরিচিতি পান।
পাশাপাশি রত্নাবলী মনে করিয়ে দিলেন, ‘ঠাকুরের রূপে কালো দেখতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু জীবনসঙ্গিনীটি কালো হলে তাঁকে অবমাননা করি। এই মানসিকতার সংঘাত চললে আমাদের নাম বদলে সত্যিই কোনও কিছু হবে না। পণ্যের নাম বদল করে এমন একটা শব্দ বেছে নেওয়া হল, যার মধ্যে পুরনো শব্দটারই ছায়া। এটা তো বিপণন কৌশল ছাড়া আর কিছু নয়। রোষের মুখে পড়ে একটা সামান্য শব্দ সরিয়ে সেই গোত্রেরই আর একটি শব্দ দেওয়া হল।’
তাঁর উপলব্ধি, ‘আমি নিজে কালো বলে এটা বুঝতে পারি খুব। আমাকে হয়তো কিছু শুনতে হয়নি। কিন্তু জানি, লোকে কালো হিসেবেই দেখে আমাকে। আমার নিজের সেটা নিয়ে কোনও স্টিগমা নেই, কারণ শিক্ষা-কাজ-অর্থ দিয়ে সেটা পার করেছি। কিন্তু সবার পক্ষে সেটা তো সম্ভব নয়। ত্বকের রং কেন তাঁর পরিচয়ের সূচক হবে, এই প্রশ্নটা তুলতে হবে। এই মানসিক গঠন তৈরির ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।’ কালো শিশুকন্যা জন্মালে যদি পরিবারের মধ্যেই লজ্জা তৈরি হয়, সেটা তো বড় সমস্যা। সেই শিশু বড় হয়ে ওঠার মধ্যেই গোটা পরিবারের কুণ্ঠা মিশে থাকে।
নারী অধিকার রক্ষার আর এক কর্মী দোলন গঙ্গোপাধ্যায়ের গলাতেও এক সুর। তিনি জানিয়েছেন, প্রসাধনী সামগ্রীর মধ্যে ফেয়ারনেস ক্রিমজাতীয় সব পণ্য মেয়েদের সৌন্দর্যের যে ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, নারীর অধিকার রক্ষার আন্দোলন বহুকাল ধরেই তার বিরোধিতা করছে। তাঁর কথায়, ‘আমরা যাঁরা এই আন্দোলনের কর্মী, তাঁরা সবসময়েই বলি, এই সব পণ্য সৌন্দর্যের যে ধারণা তৈরি করে, সেটা বৈষম্যমূলক এবং পিতৃতান্ত্রিক। পুরুষের চোখে একজনকে সুন্দরী হতেই হবে, এটা তৈরি করা ভাবনা।’
আজ একটা সংস্থা তাদের পণ্য থেকে শব্দ বাদ দিয়েছে বলে হইচই হচ্ছে। কিন্তু তার সঙ্গে চামড়ার রঙের রাজনীতির যোগ রয়েছে, বুঝিয়ে দিলেন দোলনও— ‘ফর্সা না হলেই বৈষম্যের শিকার হতে হবে। কালো মেয়ে হলে পণের টাকার পরিমাণ আরও বাড়বে। এই তো আমাদের বাস্তব। তার মধ্যে ওরা নাম থেকে ফর্সা শব্দটা বাদ দিয়েছেন, বেটার লেট দ্যান নেভার। এইটুকু ছাড়া আর কিছু নয়। কিন্তু তারপরেও পণ্যটা রয়েছে। আর যেসব শব্দ সহ রয়েছে, তাতেও সৌন্দর্যের সেই অনুরণন বোঝানোরই চেষ্টা রয়েছে। সেই স্টিরিওটাইপ থেকে সরে যাওয়ার কোনও চেষ্টা করা হয়নি।’
ব‌‌ড় বড় কর্পোরেট সংস্থা কিছুটা হলেও বিষয়টার মধ্যে যে গলদ রয়েছে, সেটা বুঝছে। এটা অন্তত ইতিবাচক, মনে করছেন তিনি। তবু বোঝালেন, ‘বাস্তবে আমাদের সমাজের মানসিকতায় ফর্সা-কালোর ভেদাভেদ থেকেই যাচ্ছে। এখনও বিয়ের জন্য ফর্সা পাত্রীই চাই। ফর্সা বউয়ের বেশি প্রশংসা। কালো মেয়েদের রং পরিষ্কার করার জন্য হাজার উপায় ভাবতে হয়। ফলে বৈষম্য মনের গভীরেই রয়েছে। শুধু নাম পরিবর্তন করে সেক্ষেত্রে কিছু হবে না। আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে। সৌন্দর্যের ধারণা কেন কর্পোরেট হাউস তৈরি করে দেবে, সেই প্রশ্নটা তুলতে হবে। আমরা কেন তার দ্বারা প্রভাবিত হব, সেটাও ভাবতে হবে।’
যদি সত্যি পরিবর্তনের কথা ভাবা হতো, তাহলে চামড়ার স্বাস্থ্য নিয়ে কথা বলা যেতে পারত। চামড়ার রঙের প্রশ্ন কেন আসবে? বলছেন দোলন। ‘উজ্জ্বল বলো বা ফর্সাই বলো, এগুলো তো কোনও পার্থক্য তৈরি করে না। প্রসাধনী ব্যক্তিত্ব বা সুস্থতা নিয়ে কথা বলুক, কিন্তু চামড়ার রঙে বৈষম্য দেখিয়ে সৌন্দর্যের ধারণা গড়ে তোলা উচিত নয়। আসলে সমাজের মানসিকতা বুঝেই ওরা এইভাবে পণ্যগুলোকে সামনে এগিয়ে দেয় আর আমরা সেটা কিনি সেই মানসিকতা বাঁচিয়ে রাখার জন্যই। তাই প্রক্রিয়াটা চক্রাকারে চলে। সেটা থেকেই বেরিয়ে আসতে হবে আমাদের।’
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
11th  July, 2020
বৃদ্ধের প্রতি কিশোরীর মানবিকতা 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জর্জটাউনে একটি ছোট্ট মুদি-দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে যান প্রবীণ বাসিন্দা লেন ম্যাককিল। করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার কারণে বাড়ি থেকে খুব বেশি েবর হতে পারছিলেন না লেন। রোজগারের পথও বন্ধ। 
বিশদ

01st  August, 2020
এই প্রথম মহাকাশে লোক
পাঠানোর নেতৃত্বে নারী 

এই প্রথম মাির্কন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মনুষ্যবাহী মহাকাশযান (হিউম্যান স্পেসফ্লাইট) পরিচালনার নেতৃত্ব দেবেন এক নারী। নাসার হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশনস মিশনের (এইচইও) প্রধান হিসেবে ক্যাথি লুয়েডার্সকে নিয়োগ করায় এক ইতিহাস তৈরি হয়েছে। 
বিশদ

01st  August, 2020
অমলাশঙ্কর ও তাঁর বাহাদুর নাতনি 

চলে গেলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। পৌত্রী শ্রীনন্দাশঙ্করের স্মৃতিচারণায় উঠে এলেন এক অন্য অমলা। সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী। 
বিশদ

01st  August, 2020
পূরাণে ইতিহাসে রাখিবন্ধন 

চৈতন্যময় নন্দ: শ্রাবণী পূর্ণিমায় রাধাগোবিন্দের ঝুলনযাত্রার সঙ্গেই এসে পড়ে আর একটি উৎসব, রাখিবন্ধন। রাখিবন্ধন শুধুই ব্রত-অনুষ্ঠান নয়, এটা ভাই-বোনের নাড়ির সম্বন্ধের প্রকাশ। ভাই ও বোনের মধ্যে চিরন্তন ভালোবাসা স্নেহের সম্পর্কই স্বাভাবিক। 
বিশদ

01st  August, 2020
পথেই মুক্তির খোঁজ 

দুই ছেলেকে নিয়ে সংসার মানসী মৃধার। স্বামী মারা গিয়েছেন। অন্যদিকে শ্বশুর-শাশুড়ি, দুই মেয়ে আর স্বামীকে নিয়ে থাকেন মিতু দে। ওঁদের জীবনটা হঠাৎ আরও কঠিন করে দিয়েছে লকডাউন। আনলক পর্বে আবার স্টিয়ারিং হাতে রাস্তায় ওঁরা। দু’জনেই ক্যাবচালিকা। কেমন করে কাটছে দিন, শুনলেন অন্বেষা দত্ত। 
বিশদ

25th  July, 2020
বৃদ্ধ মা-বাবার সেবা বেশি করেন মেয়েরাই 

যাঁরা বিশ্বাস করেন, শুধু পুত্রই আপনার বৃদ্ধ বয়সের ভরসা হয়ে উঠবেন, তাঁদের বলি, এই ধারণাটি ভুল প্রমাণিত করেছে ‘আমেরিকান সোশিওলোজিক্যাল অ্যাসোসিয়েশন’। মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অবসর গবেষণা বিভাগের মাধ্যমে ২৬ হাজার পঞ্চাশোর্ধ্ব মানুষের ওপর গবেষণা চালায় এই সংস্থা।  বিশদ

25th  July, 2020
করোনা ভাইরাস ও জুন আলমেডা  

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ববাসীর ত্রস্ত। গত বছর ডিসেম্বর চীনের উহান শহরে মানুষের শরীরে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়। তবে তার বহু আগে, ১৯৬৪ সালে, একজন মহিলা গবেষক এই ভাইরাসটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেছিলেন। কোভিড-১৯ সেই করোনা ভাইরাসেরই একটি প্রজাতি।   বিশদ

25th  July, 2020
দত্তক সন্তানের ক্ষেত্রে
ছেলের চেয়ে মেয়েরই বেশি কদর? 

অনেকে নাকি কালো মেয়ে দত্তক নেওয়ার ইচ্ছাও পোষণ করেন। তাহলে কি বদলে যাচ্ছে সমাজ? পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তাধারায়? এই প্রশ্নের উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী।  বিশদ

25th  July, 2020
স্টান্ট ওম্যান: পর্দার আড়ালে মেয়েদের ভেলকি 

সিনেমায় স্টান্টের কথা শুনলেই বিভিন্ন নায়কের স্ক্রিন জুড়ে লম্ফঝম্প ভেসে ওঠে চোখের সামনে। আর সেই সঙ্গে মনে উঁকি দিয়ে যায় কিছু স্টান্ট ম্যানের নাম। কিন্তু নায়িকাদের দৌড়-ঝাঁপ? সে কথা কেউ ভাবেন না। তাই স্টান্ট ওম্যানরাও আড়ালেই থেকে যান। এমনই কয়েকজন দুঃসাহসী মহিলার কথা শোনালেন সুমিত তালুকদার। পর্দার আড়ালে থেকেও যাঁরা স্মরণীয় হয়ে রয়েছেন। 
বিশদ

18th  July, 2020
আত্মবিশ্বাসই আমার চরিত্রের বিশেষত্ব: শ্রুতি দাস 

গ্রামের মেয়ে নয়নের সঙ্গে বিয়ে হয় দীপ্তর। নয়ন নাকি ভূত ও ভবিষ্যৎ দেখতে পায়! তাই দীপ্তকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্যই তার রক্ষাকবচ হিসাবে নিয়ে আসা হয় নয়নকে। ক্রমশ নয়নের প্রতি ভালোবাসা জেগে ওঠে দীপ্তর। এবং শেষ পর্যন্ত শত্রুদের হাত থেকে দীপ্তকে রক্ষা করে ত্রিনয়নী রূপী নয়ন। শুধু তাই নয়, নিজের অলৌকিক ক্ষমতা কাজে লাগিয়ে পুলিশকেও সাহায্য করতে এগিয়ে আসে সে। এই নিয়েই এগিয়ে চলেছে জি বাংলার মেগা ধারাবাহিক ত্রিনয়নী। আজ আমরা নয়ন তথা শ্রুতি দাসের মুখোমুখি। ................ 
বিশদ

18th  July, 2020
প্রথম নারী হিসেবে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদে 

ক্যাথরিন ডি সুলিভান একজন দুঃসাহসী নারী। মহাকাশে কিংবা মহাসাগরে যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি প্রস্তুত। বয়স ৬৮ হলেও, তার মনোবল ও ইচ্ছেশক্তি এখনও প্রবল। তাই তো মহাকাশের পর এবার সমুদ্রেও নতুন রেকর্ড গড়তে পেরেছেন। 
বিশদ

18th  July, 2020
বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানী 

নিম গাছের ছালের নির্যাসের মধ্যেই কি রয়েছে করোনা ভাইরাস মোকাবিলা করার উপাদান? ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের এক অধ্যাপিকার গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনা ভাইরাস আটকাতে সক্ষম হয়েছে।  
বিশদ

18th  July, 2020
শুধু লোকাচারে বিয়েকে
বেঁধে ফেললেই বিপদ

একটি বিবাহবিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় লাম্বা ও বিচারপতি সৌমিত্র শইকিয়া রায় দিয়েছেন, হিন্দু এয়োস্ত্রীর শাঁখা-সিঁদুরে ভূষিত না থাকার অর্থ নিজেকে ‘অবিবাহিত’ মনে করা। এই রায় কি আদৌ সমর্থনযোগ্য? বিশ্লেষণ করলেন সমাজতত্ত্ববিদ বুলা ভদ্র। বিশদ

11th  July, 2020
এমসিসির প্রথম
মহিলা-প্রেসিডেন্ট 

ঐতিহ্যবাহী মেরিলেবন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম মহিলা-প্রেসিডেন্ট হতে চলেছেন ক্লেয়ার কনর। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ২০২১ সালের ১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে বসতে চলেছেন।
বিশদ

11th  July, 2020
একনজরে
ভিসা ও অন্যান্য নথির মেয়াদ ফুরনোয় সৌদি আরবে এখন জেলবন্দি রয়েছেন প্রায় ৪৫০ জন ভারতীয়। তার মধ্যে অনেকেই এই বাংলার আদি বাসিন্দা। ...

অধিনায়ক হিসেবে দল পরিচালনার ক্ষেত্রে অদ্ভুত এক তত্ত্ব মেনে চলেন রোহিত শর্মা। ‘হিটম্যান’ জানিয়েছেন, নেতৃত্বভার কাঁধে থাকলে ড্রেসিং রুমে নিজেকেই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য বলে ...

 বাড়িতে বসে কাজ করলে আইটি কর্মচারীদের পেট চলবে। কিন্তু, স্টল বন্ধ রাখলে আমরা খাব কী! সল্টলেক সেক্টর ফাইভের এক ফুড স্টলের মালিক অনন্ত জানা আক্ষেপের ...

অযোধ্যার রেশ এসে পড়ল রাজারহাটের নারায়ণপুরে। রামপুজোর প্রস্তুতি ঘিরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

হিরোশিমা দিবস
১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫-হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ৯৬.৪৬ টাকা ৯৯.৮৭ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৭০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  August, 2020

দিন পঞ্জিকা

২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া ৪৭/৩৪ রাত্রি ১২/১৫। শতভিষানক্ষত্র ১৫/১১ দিবা ১১/১৮। সূর্যোদয় ৫/১৩/৪৮, সূর্যাস্ত ৬/১১/৬। অমৃতযোগ দিবা ১২/৪৮ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৭ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৯ মধ্যে। বারবেলা ২/৫৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া রাত্রি ১১/২। শতভিষানক্ষত্র দিবা ১১/২১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে ও ১০/২৩ গতে ১২/৫৫ মধ্যে। কালবেলা ২/৫৯ গতে ৬/১৪ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/৬ মধ্যে।
১৫ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: ব্যবসায় উন্নতির যোগ আছে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
হিরোশিমা দিবস১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, ...বিশদ

07:03:20 PM

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৫৪
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৫৪ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:56:34 PM

  সুশান্ত মামলা: ৭ জনের নামে এফআইআর দায়ের করল সিবিআই
সুশান্ত সিং মৃত্যু মামলায় সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৭ জনের ...বিশদ

08:40:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৬৮৪ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬৮৪ জন। ...বিশদ

07:27:06 PM

উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৪,৬৫৮ 
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৬৫৮ জন। মৃত্যু ...বিশদ

07:04:04 PM