পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
ডিজাইনার র্যাপার
এক্সক্লুসিভ পোশাকের নেশা যাঁদের তাঁদের জন্য ডিজাইনার ইরানি মিত্র তৈরি করেছেন ‘কাটপিস র্যাপার’। নানান টেক্সচারের কটসউল ও উলেন ফ্যাব্রিক কেটে জুড়ে মিক্স অ্যান্ড ম্যাচের কনসেপ্টে রেডি হয়েছে র্যাপারটি। নেক লাইন জুড়ে থাকছে এমব্রয়ডারি বর্ডার। শুধু এক রঙের উলেন ফ্যাব্রিক কেটে জুড়েও এই ডিজাইনার র্যাপার তৈরি হচ্ছে। ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে যেমন মানায়, তেমনই শাড়ির সঙ্গেও।
ট্র্যাডিশনাল কাশ্মীরি শাল
ওয়ার্ডরোবে কয়েকটা কাশ্মীরি শাল না থাকলে যেন মন ভরে না। কাশ্মীরের নিজস্ব ঘরানায় হ্যান্ড এমব্রয়ডারি করা কালো শালটি দেখলেই হাত বাড়াতে ইচ্ছে করবে। চওড়া পাড় আঁচল ও জমিতে ফুল বুটি। এটি জম্মু-কাশ্মীর সরকার অনুমোদিত শোরুম ‘পোশিস’ থেকে নেওয়া। এখানে পিওর পশমিনা, সেমি-পশমিনা, র্যাফেল ও উলেন
শাল ও স্টোল পাবেন কাশ্মীরি কারুকাজ করা।
হ্যান্ডলুম স্টোল
হালকা শীতে উলেন কিছু গায়ে জড়াতে ভালো লাগে না। সুতির হালকা অথচ একটু অফ বিট স্টোল হলে বেশ হয়। থৈবী বুটিকের ডিজাইনার মৌমিতা দাস বাংলার তাঁতশিল্পীদের দিয়ে তৈরি করিয়েছেন ঢাকাই কাজ করা হ্যান্ডলুম স্টোল। রঙের শেডও বেশ অন্যরকম।