পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
সলমন খান
বলিউড সুপারস্টার সলমন খানের পাশাপাশি তাঁর ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড সমান জনপ্রিয়। ‘বিয়িং ইউম্যান’ লেখা রংবেরঙের টি শার্ট তরুণরা বিশেষ পছন্দ করেন। ২০১২ সালে বলিউডের ভাইজান তাঁর নিজস্ব এই ব্র্যান্ডটি ফ্যাশন দুনিয়ায় নিয়ে আসেন। সলমনের মুম্বই ভিত্তিক চ্যারিটেবল ট্র্যাস্ট ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’-এর ছাতার তলায় জন্ম নেয় তাঁর পোশাকের এই ব্র্যান্ডটি। ‘বিয়িং হিউম্যান’ থেকে অর্জিত অর্থ এই বলিউড সুপারস্টার অসহায় এবং দুঃস্থ মানুষদের শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় করেন। তবে এখন মেয়েদের পোশাকও বিক্রি করছে সলমনের ব্র্যান্ড। ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডে এখন পাওয়া যাচ্ছে মাথা থেকে পা পর্যন্ত রকমারি পোশাক এবং অ্যাকসেসরিজ। এমনকি এই ব্র্যান্ডের সাইকেলেও আছে অভিনবত্ব।
হৃতিক রোশন
বলিউডের সবচেয়ে ফিট এবং সুদর্শন তারকাদের মধ্যে অন্যতম হলেন হৃতিক রোশন। হেলদি এবং ফিট থাকা তাঁর জীবনের মন্ত্র। আর তিনি চান সকলে যেন ফিট, হেলদি এবং আনন্দে থাকে। সেই উদ্যোগ থেকে সকলকে অনুপ্রাণিত করতে এই বলিউড সুপারস্টার ২০১৩ সালে নিয়ে আসেন তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘এইচআরএক্স’। এই ব্র্যান্ডে আপনি ঢুঁ মারলে পাবেন হৃতিকের ফিটনেস সফর এবং সুস্থ জীবনযাত্রার নানান কথা। স্পোর্টস এবং ট্রেনিংয়ের নানান সরঞ্জাম, ক্যাজুয়াল পোশাক, জুতো, টুপি, ব্যাগ সহ আরও নানান জিনিস বিক্রি করে ‘এইচআরএক্স’। এদিকে হৃতিকের এই ব্র্যান্ডটি হাত মিলিয়েছে ‘কিওর’-এর সঙ্গে। তাই এখানে পাবেন এক্সক্লুসিভ ফিটনেস কনটেন্ট, এইচআরএক্স ওয়ার্কআউট, এইচআরএক্স অ্যাথলিট মিল প্ল্যান। তাই সুস্থ এবং স্বাভাবিক জীবনের সন্ধান পেতে আপন করতে পারেন ‘এইচআরএক্স’-কে।
অনুষ্কা শর্মা
এই প্রজন্মের তরুণীদের চোখে অন্যতম ফ্যাশন কুইন হলেন অনুষ্কা শর্মা। এই বলিউড নায়িকাও তাঁর নিজস্ব ব্র্যান্ড নিয়ে এসেছেন ফ্যাশনের হাটে। ইতিমধ্যে অনুষ্কার ‘নুশ’ ব্র্যান্ডটি ফ্যাশনপ্রেমীদের কাছে পরিচিত এক নাম। শপার্স স্টপ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি নিয়ে এসেছেন এই পোশাকের ব্র্যান্ডটি। অনুষ্কার এই দোকানে পাওয়া যায় জমকালো সাবেকি পোশাক, জনপ্রিয় পাশ্চাত্য পোশাক, অ্যাক্সেসরিজ এবং জুতো। অন্যান্য তারকাদের ব্র্যান্ডের তুলনায় ‘নুশ’ একটু বেশি দামি। তবে অনুষ্কার পোশাক গুণগত মান এবং স্টাইলের দিক থেকে সকলকে টেক্কা দিতে পারে।
সোনম কাপুর
এই মুহূর্তে বলিউডের সবথেকে জনপ্রিয় ফ্যাশন আইকন হলেন সোনম কাপুর। শুধু সাধারণ মানুষ নন, বি টাউন তারকারাও তাঁর ফ্যাশন ট্রেন্ডের ভক্ত। রেড কার্পেটে সোনমের দুরন্ত ফ্যাশন রীতিমত শাসন করে। বেশি কিছুদিন আগে এই বলিউড সুন্দরী এবং তাঁর বোন রেহা কাপুর নিয়ে এসেছেন তাঁদের নিজস্ব ব্র্যান্ড ‘রেহসন’। দুই বোনের নামের আদ্যক্ষর দিয়ে ব্র্যান্ডটির নামকরণ হয়েছে। শপার্স স্টপ-এর সঙ্গে যৌথভাবে দুই বোন শুরু করেছেন এই ব্র্যান্ডটি। তবে ‘রেহসন’-এর পোশাকের দাম কখনই আকাশ ছোঁয়া নয়। ৪০০ থেকে ৪০০০ হাজার টাকা রেঞ্জের বিভিন্ন সাইজের টপ, টিজ, জ্যাকেট, পালাজো, শাড়ি এবং হ্যান্ডব্যাগ সহ আরও অনেক কিছু পাওয়া যায় ‘রেহসন’-এ।
লারা দত্ত
২০০০ সালের মিস ইউনিভার্স খেতাব বিজেতা যদি কোনও ত্বক পরিচর্যার পণ্য বাজারে নিয়ে আসেন তবে সে পণ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে সাধারণত কোনও প্রশ্ন ওঠে না। ঠিক তাই হয়েছে লারা দত্তের স্কিন কেয়ার প্রোডাক্ট লাইন ‘এরিজ’-এর ক্ষেত্রেও। শুধু লারাই নয়, এর সঙ্গে আবার যুক্ত আছে ত্বক বিশেষজ্ঞ ডাঃ গীতাঞ্জলি শেট্টির নামও। আপাতত ১১টি পণ্য নিয়ে হাজির হয়েছে এই স্কিন কেয়ার প্রোডাক্ট লাইনটি। এর মধ্যে রয়েছে থ্রি ইন ওয়ান স্ক্রাব ক্লিনজার মাস্ক, অ্যাকটিভ ডিফেন্স ডে ক্রিম, রিংকল রিপেয়ার আই ক্রিম ইত্যাদি। পণ্যগুলি অ্যামাজনের মতো অন লাইন বিপণীতে পাওয়া যাচ্ছে। দামও সাধ্যের মধ্যে।