Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

শালবনীতে নাবালিকাকে ধর্ষণ করে
খুন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড 

বিএনএ, মেদিনীপুর: শালবনীর ঢেঙ্গাশোল গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের দায়ে দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল মেদিনীপুর আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত যুবক ওই নাবালিকারই জেঠতুতো দাদা। তার ঘর থেকেই বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। সাজাপ্রাপ্তের নাম বাপ্পাদিত্য মাহাত।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শালবনী থানার পুলিস তদন্তে নামে। ঘটনার পাঁচদিনের মাথায় মেদিনীপুর রেল স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে চার্জশিট জমা দেওয়া হয়। এই ঘটনায় ১৩জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর চার্জগঠন হয়। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। মামলাটি মেদিনীপুরে পকসো আদালতে চলছিল। এরপর শুক্রবার সাজা ঘোষণা করে আদালত। রায় শুনে কিশোরীর বাবা প্রদীপ মাহাত বলেন, ও তো আমাদের আত্মীয়ই হতো। ওই টুকু মেয়ের উপর এত বড় অন্যায় কী করে ও করেছিল, সেটা এখনও আমরা ভাবতে পারি না। যাবজ্জীবন সাজা হয়েছে দোষীর। তবে ফাঁসি হলে আমরা আরও খুশি হতাম।
২০১৫ সালের ১৮ মার্চ শালবনীর ঢেঙ্গাশোল গ্রামে এক কিশোরীর বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ায়। মৃতার বয়স তখন ছিল ১৪ বছর। সে শালবনী নিচু মঞ্জুরি গালর্স হাইস্কুলে পড়াশুনা করত। ওই দিন বিকেল থেকেই সে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন খোঁজাখোঁজি শুরু করেন। রাত পর্যন্ত বাপ্পাদিত্য বাকিদের সঙ্গেই খোঁজাখুঁজিতে ব্যস্ত থাকার ভান করে। ওই নাবালিকার বাড়ির একেবারে পাশেই তার বাড়ি।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা বাপ্পাদিত্যকে বলে, ঘর খুলে একবার দেখতে যদি কোনওভাবে তার ঘরে ঢুকে থাকে। এতে কিছুটা সুর চড়েছিল বাপ্পাদিত্যর। তাতে পাড়া প্রতিবেশীর সন্দেহ হয়। কিন্তু, সকলের অনুরোধে ঘর খুলতে একপ্রকার বাধ্য হয় সে। এরপর মৃতের মা সুভদ্রা মাহাত নিজেই সারা ঘর খুঁজে দেখেন। একটি বস্তায় হাত দিতেই তিনি বুঝতে পারেন, তাতে অস্বাভাবিক কিছু রয়েছে। সবকিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় বাপ্পাদিত্য। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, খুনের আগে ধর্ষণও করা হয় ওই নাবালিকাকে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিস।
ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬ (২, আই), ২০১, ৩৪১ ও পসকো অ্যাক্টের ৬ ধারায় মামলা রুজু হয়। সরকারপক্ষের আইনজীবী শীর্ষেন্দু মাইতি বলেন, নাবালিকাকে ধর্ষণের মামলায় ওই আত্মীয়ের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়। আদালত তাকে বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত করে। এরপর এদিন আদালত তার আজীবন সশ্রম কারাদণ্ড, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। পসকো আদালতের সরকারি আইনজীবী গৌতম মল্লিক বলেন, ঘটনাটি সত্যিই বেদনার। সরকারপক্ষের তরফে কড়াভাবে এই মামলায় লড়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ওই দুই পরিবারের সম্পর্ক একেবারেই স্বাভাবিক ছিল। বাপ্পাদিত্য বিবাহিত। তার একটি ছেলেও রয়েছে। প্রতিবেশী বিশ্বনাথ মুর্মু, ছত্রধর মাহাত বলেন, আজও আমরা ভাবতে পারি না, আমাদের গ্রামে এরকম একটি ঘটনা ঘটেছিল। 
পরিবারের সঙ্গে দেখা করলেন শাসক দলের নেতারা
৩৬ ঘণ্টা পরেও খোঁজ নেই বরাবাজারের
অপহৃত তৃণমূল কর্মীর, উৎকণ্ঠায় পরিবার 

সংবাদদাতা, পুরুলিয়া: অপহরণের দু’দিন পরেও বরাবাজারের অপহৃত তৃণমূল কর্মীর কোনও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় রয়েছে তাঁর পরিবার। শুক্রবার অপহৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান বান্দোয়ানের বিধায়ক সহ বরাবাজার ব্লকের তৃণমূল নেতারা। অপহৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে নেতারা কথা বললেও পরিবারের উৎকণ্ঠা দূর হয়নি। ঘটনার প্রতিবাদে এবং অপহৃত তৃণমূল কর্মীকে উদ্ধারের দাবিতে আজ, শনিবার বরাবাজারের টকরিয়া এলাকায় সভা করবে তৃণমূল। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।  বিশদ

খুন হওয়া যুবকের ময়নাতদন্ত হল, এখনও থমথমে ময়না 

বিএনএ, তমলুক: শুক্রবার বিকেলে তমলুক জেলা হাসপাতালে ময়নায় খুন হওয়া যুবকের ময়নাতদন্ত হল। এদিন ময়নাতদন্তের সময় মৃত যুবক সোমনাথ বেরার পরিবারের সদস্য ও আত্মীয়দের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বও উপস্থিত ছিল। এদিনও পরিবারের সদস্যরা এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। নতুন করে কোনও ক্ষোভ বিক্ষোভ না হলেও ময়নার পরিস্থিতি এখনও থমথমে।  বিশদ

চাকরি দেওয়ার নামে প্রতারণা, কৃষ্ণনগরে অভিযুক্তকে
গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দিলেন প্রতারিতরা 

বিএনএ, কৃষ্ণনগর: চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার পর পুলিসের হাতে তুলে দিলেন বেকার যুবক-যুবতীরা। শুক্রবার সকালে কৃষ্ণনগর শহরের সুভাষনগরে ওই প্রতারককে পাকড়াও করেন তাঁরা।   বিশদ

পশ্চিম বর্ধমানের স্কুলগুলিতে মুখ্যমন্ত্রীর পাঠানো
নতুন বছরের শুভেচ্ছা বার্তা পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা 

বিএনএ, আসানসোল: এই প্রথম রাজ্যে কোনও মুখ্যমন্ত্রী সরাসরি স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের চিঠি লিখে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠালেন। শুক্রবার বিভিন্ন পশ্চিম বর্ধমানের বিভিন্ন স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা হাতে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত পড়ুয়ারা।   বিশদ

মঙ্গলকোটে বালিপাচার রুখতে অভিযানে যাওয়া রেভিনিউ
অফিসারকে আটকে রেখে নিগ্রহ, খুনের হুমকি 

সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটে বালিপাচার রুখতে অভিযানে গিয়ে বালি মাফিয়াদের হাতে নিগ্রহের শিকার হলেন পালিগ্রাম পঞ্চায়েতের রেভিনিউ অফিসার। তাঁকে তাড়া করে একটি ঘরের মধ্যে আটকে রেখে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এমনকী, তাঁকে খুনেরও হুমকি দেওয়া হয়।  বিশদ

শ্রমিকদের পাশে রয়েছে সরকার, বহরমপুরে বললেন মন্ত্রী 

সংবাদদাতা, বহরমপুর: গোটা রাজ্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় ১ কোটি ৩লক্ষ উপভোক্তা রয়েছেন। ইতিমধ্যে উপভোক্তাদের হাতে ১৩০০কোটি টাকার অনুদান তুলে দেওয়া হয়েছে। মুর্শিদাবদ জেলায় দেওয়া হয়েছে ১৫কোটি টাকার অনুদান।  বিশদ

মানিকপাড়া রেঞ্জের ৩টি গ্রামে দলমার হাতির
তাণ্ডব, ভাঙল ৬টি বাড়ি, প্রচুর ফসল নষ্ট 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: বৃহস্পতিবার মানিকপাড়া রেঞ্জের চুবকা গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামে রাতভর ব্যাপক তাণ্ডব চালাল দলমার হাতির পাল। এই পঞ্চায়েতের আমদই গ্রামে ছ’টি মাটির বাড়ি ভেঙেছে দলটি। এছাড়াও রাঙড়াকোলা, ভিড়িংপুর গ্রামে চাষজমির ব্যাপক ক্ষতি করেছে।  বিশদ

ধর্ষণে অন্তঃসত্ত্বা খানাকুলের মানসিক ভারসাম্যহীন মহিলা, গ্রেপ্তার ৭ 

বিএনএ, আরামবাগ: খানাকুলের এক মহিলাকে প্রায় একবছর ধরে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধর্ষণের জেরে খানাকুলের হরিশচকের বাসিন্দা বছর সাঁইত্রিশের আংশিক মানসিক ভারসাম্যহীন ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।   বিশদ

বেআইনি বালি বন্ধে এবার ঘাটে সিসি
ক্যামেরার নজরদারি, চালু হচ্ছে অ্যাপও 

বিএনএ, মেদিনীপুর: বেআইনিভাবে বালি তোলা বন্ধ করে রাজস্ব আরও বাড়াতে আরও তৎপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এব্যাপারে উদ্যোগী হয়েছে প্রশাসন।  বিশদ

ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে পাশেই সরকারি মডেল স্কুল
রাজগ্রামের গার্লস স্কুলে একটি ক্লাসে পাঁচশো ছাত্রী! 

সংবাদদাতা, রামপুরহাট: অস্বাভাবিক ছাত্রীর চাপে নাভিশ্বাস উঠেছে রাজগ্রাম এসআরআর গার্লস স্কুলের। একটি ক্লাসে পাঁচশোর বেশি ছাত্রী নিয়ে যখন নাজেহাল কর্তৃপক্ষ, তখন পাশেই আম্ভুয়ায় সরকারি মডেল স্কুল ছাত্রছাত্রীর অভাবে খাঁ খাঁ করছে। তারপরেও বিভিন্ন জুনিয়র হাইস্কুল থেকে গার্লস স্কুলেই ভর্তি হতে আসছে। কিন্তু নবম শ্রেণীতে আর কাউকেই ভর্তি নিতে নারাজ গার্লস স্কুল কর্তৃপক্ষ।   বিশদ

রামপুরহাট হাসপাতালে মুর্শিদাবাদের অগ্নিদগ্ধ বধূর মৃত্যু, গ্রেপ্তার ১ 

সংবাদদাতা, রামপুরহাট: মুর্শিদাবাদের সূতি থানার নয়াগ্রামের এক অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃতার নাম রসিদা বিবি(৩৩)। গত ৩০ডিসেম্বর তিনি বাড়িতে অগ্নিদগ্ধ হন।   বিশদ

অবশেষে নবদ্বীপ- কৃষ্ণনগর রাজ্য সড়ক সংস্কারের আশ্বাস দিল প্রশাসন 

সংবাদদাতা, নবদ্বীপ: অবশেষে নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়ক সংস্কারের আশ্বাস দিল প্রশাসন। বুধবার রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পূর্ত সচিব অর্ণব রায় জানান, নবদ্বীপ ধাম রেলগেট থেকে কৃষ্ণনগর পর্যন্ত ১৪ কিলোমিটার রাজ্য সড়ক সংস্কারের পাশাপাশি চওড়া করা হবে। তবে কবে কাজ শুরু হবে, তা স্পষ্ট করেননি তিনি। যদিও প্রশাসনিক শীর্ষকর্তার এই আশ্বাসে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।   বিশদ

বিষ্ণুপুরে বেসরকারি লজে বিদ্যুৎ চুরি, মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা 

সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার বিষ্ণুপুর শহরে একটি বেসরকারি লজ মালিকের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের করেছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফৌজদারি মামলার পাশাপাশি বিদ্যুৎ চুরির জন্য লজ মালিকের বিরুদ্ধে ১৫লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।   বিশদ

৮ বছর পর স্থায়ী শিক্ষিকার যোগদানে খুশির আমেজ বৈতলের স্কুলে 

সংবাদদাতা, বিষ্ণুপুর: দীর্ঘ ৮ বছর পর স্থায়ী পদে শিক্ষিকা পেয়ে বৈতল গার্লস হাইস্কুলে কার্যত উৎসবের আমেজ। ২০১১ সালে চালু হওয়া ওই হাইস্কুলে এতদিন কোনও স্থায়ী শিক্ষক ছিল না। অতিথি শিক্ষক দিয়ে স্কুল চলেছে।  বিশদ

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন অযোগ্য ‘গ্রেপ্তারি পরোয়ানা’ জারি হয়েছিল আগে। হুগলির পুরশুড়ায় এক বেআইনি অর্থলগ্নি সংস্থার সেই কর্তা শেখ সারাফাত আলিকে অবশেষে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশালের সেবির বিশেষ আদালতে তোলা হয়। ...

 ইসলামাবাদ, ১১ জানুয়ারি (পিটিআই): প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সহ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর একাধিক নেতার বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বহাল রাখল পাক সরকার। ...

বিএনএ, চুঁচুড়া: বামেদের ডাকা ধর্মঘটের দিন কলেজে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় দলীয় কর্মীকে মারধরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি ঘেরাও করল তৃণমূল। ...

 সিডনি, ১১ জানুয়ারি: এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মুকুট সদ্য তাঁর মাথায় উঠেছে। তবু অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামার আগে মন ভালো নেই বিরাট কোহলির। চোখে মুখে ধরা পড়েছে বিষণ্ণতার ছাপ। খানিক অপ্রস্তুতও বটে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় যুব দিবস
১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম
১৯৩৪: মাস্টারদা সূর্য সেনের ফাঁসি
১৯৫০: কলকাতায় চালু হল চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬০ টাকা ৭১.২৯ টাকা
পাউন্ড ৮৮.২২ টাকা ৯১.৪৩ টাকা
ইউরো ৭৯.৬৯ টাকা ৮২.৭০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৬৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৯৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৪৫৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

আজ স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব দিবস
২৭ পৌষ ১৪২৫, ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ষষ্ঠী ৩৯/১৫ রাত্রি ১০/৫। নক্ষত্র- পূর্বভাদ্রপদ ৫/৫০ দিবা ৮/৪৩, সূ উ ৬/২২/৫৮, অ ৫/৬/৩০, অমৃতযোগ দিবা ঘ ৭/৬ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ৯/৫৭ মধ্যে পুনঃ ১২/৬ গতে ২/৫৮ মধ্যে পুনঃ ৩/৪০ গতে অস্তাবধি। রাত্রি ১/৪ গতে ২/৫০। বারবেলা ঘ ৭/৪৩ মধ্যে পুনঃ ১/৪ গতে ২/২৪ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি, কালরাত্রি ঘ ৬/৪৫ মধ্যে পুনঃ ৪/৪৩ গতে উদয়াবধি।
আজ স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব দিবস
২৭ পৌষ ১৪২৫, ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ষষ্ঠী রাত্রি ৫/৫১/২৯। উত্তরভাদ্রপদনক্ষত্র অহোরাত্র। সূ উ ৬/২৪/১, অ ৫/৪/৪২, অমৃতযোগ দিবা ঘ ৭/৬/৪৪ মধ্যে ও ঘ ৭/৪৯/২৮ থেকে ঘ ৯/৫৭/৩৮ মধ্যে ও ১২/৫/৪৮ থেকে ২/৫৬/৪২ মধ্যে ও ৩/৩৯/২৫ থেকে ৫/৪/৫২ মধ্যে এবং রাত্রি ১/৪/২২ থেকে ঘ ২/৫০/৫৫ মধ্যে। বারবেলা ১/৪/৩৩ থেকে ২/২৪/৩৯ মধ্যে, কালবেলা ৭/৪৪/৭ মধ্যে ও ঘ ৩/৪৪/৪৫ থেকে ৫/৪/৫২ মধ্যে, কালরাত্রি ৬/৪৪/৪৬ মধ্যে ও ঘ ৪/৪৪/১৬ থেকে ৬/২৪/১০ মধ্যে।
 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। বৃষ: দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় যুব দিবস১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম১৯৩৪: 'মাস্টারদা' সূর্য সেনের ফাঁসি১৯৫০: ...বিশদ

07:03:20 PM

ভর সন্ধ্যায় শ্যুটআউট পার্কসার্কাসে
ভর সন্ধ্যায় পার্কসার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় গুলি করে খুন করা ...বিশদ

09:59:38 PM

কলকাতায় চিতা বাঘের চামড়া সহ ধৃত ২

শনিবার বিকালে উত্তর কলকাতার একটি বাড়ি থেকে চিতা বাঘের চামড়া ...বিশদ

06:20:00 PM

আইলিগ: নেরোকাকে ১-০ গোলে হারাল মোহন বাগান 

04:09:04 PM

পথ দুর্ঘটনায় জখম উঃদিনাজপুরের জেলাশাসক
পথ দুর্ঘটনায় জখম হলেন উঃদিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তবে ...বিশদ

04:05:22 PM