দক্ষিণবঙ্গ

প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ জেলা সভাপতিকে বাদ রেখেই কাঁথিতে ছাত্র সংগঠনের সভা

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মন্ত্রীর পদ খোয়া যেতেই অখিল গিরি ঘনিষ্ঠদের গুরুত্ব কমছে পূর্ব মেদিনীপুরে। শনিবার কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত আটটি কলেজের ছাত্র ইউনিট নিয়ে প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি মিটিং সারল তৃণমূল ছাত্র পরিষদ। দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ওই প্রস্তুতি সভায় আটটি কলেজ থেকে টিএমসিপি সংগঠনের ছাত্র ইউনিট হাজির হয়। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা এবং এইচডিএর চেয়ারপার্সন তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর সহ নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু, সভায় ডাক পাননি টিএমসিপি সংগঠনের জেলা সভাপতি শতদল বেরা। অখিল গিরি শিবিরের ওই ছাত্রনেতা গত এক বছরের বেশি সময় নিষ্ক্রিয় বলে অভিযোগ। তাঁকে বাদ রেখেই ২৮আগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জেলাস্তরের প্রস্তুতি সারল শাসকদলের ছাত্র সংগঠন।
শনিবার দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ওই সভায় প্রায় এক হাজার ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন। এমনকী, রামনগর কলেজ থেকে ছাত্রদের একাংশ এসেছিল। এছাড়াও কাঁথি পিকে কলেজ, খেজুরি কলেজ, মুগবেড়িয়া কলেজ, এগরা কলেজ, দেশপ্রাণ কলেজে এবং কাঁথি আইটিআই ও পলিটেকনিক থেকে ছাত্রছাত্রীরা এদিনের সভায় উপস্থিত হন। আগামী ২৮আগস্ট কলকাতায় টিএমসিপি সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মেগা সমাবেশ আছে। সেই সমাবেশ সফল করার লক্ষ্যে সব জায়গায় প্রস্তুতি মিটিং সারছে টিএমসিপি। শনিবার কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত সব কলেজের শাসকদলের ছাত্র ইউনিটকে নিয়ে প্রস্তুতি মিটিং ছিল। অথচ সেই সভায় আমন্ত্রণই পেলেন না সংগঠনের জেলা সভাপতি শতদল বেরা।
কাঁথি সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস দলের মতো ছাত্র সংগঠনও আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে। প্রাক্তন মন্ত্রী অখিল গিরি ঘনিষ্ঠ ছাত্র নেতারা একদিকে, আরেকদিকে আছেন সভাধিপতি ঘনিষ্ঠ দলের ছাত্র শাখা। শনিবার দেশপ্রাণ কলেজে গোটা জেলার সব কলেজের ছাত্র ইউনিট নিয়ে প্রস্তুতি সভা ছিল। এদিনই খেজুরি কলেজ ও মুগবেড়িয়া গঙ্গাধর কলেজে সংগঠনের জেলা সভাপতি শতদল বেরার উদ্যোগে প্রস্তুতি সভা ছিল। সেই সভায় ছাত্র সংগঠনের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদার ছিলেন। 
অখিলবাবুর মন্ত্রীপদ চলে যাওয়ার পর তাঁর শিবির ক্রমশ দুর্বল হচ্ছে। রামনগরেও অখিল গিরি বিরোধী শিবির অনেকটাই অক্সিজেন পেয়েছে। কাঁথি সাংগঠনিক জেলায় যুব এবং ছাত্র শাখার সভাপতি পদ অখিল গিরির ঘনিষ্ঠদের হাতে রয়েছে। ছাত্র সংগঠনে জেলা সভাপতি পদে রদবদল আসন্ন। কাঁথি সাংগঠনিক জেলায় কোন শিবির থেকে ছাত্র নেতা জেলা সভাপতি হন এখন তানিয়ে টানাপোড়েন অব্যাহত।
টিএমসিপি জেলা সভাপতি বলেন, দেশপ্রাণ কলেজে কর্মসূচি সম্পর্কে আমার জানা নেই। ছাত্র সংগঠনের রাজ্যস্তরের দুই নেতানেত্রীর উপস্থিতিতে শনিবার খেজুরি ও মুগবেড়িয়া কলেজ ২৮আগস্ট উপলক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। রবিবার বাজকুল কলেজে হবে।
কাঁথি-৩ ব্লক ছাত্র পরিষদ সভাপতি নিতাই বারিক বলেন, গত এক বছর ধরে শতদল বেরা সংগঠনে নিষ্ক্রিয়। তিনি কোনও কর্মসূচি নেননি। বরং সংগঠনে বিভাজন ঘটিয়েছেন। অধিকাংশ কলেজ ইউনিট তাঁর বিপক্ষে চলে গিয়েছে। তাই তাঁকে বাদ রেখেই আমরা কর্মসূচি গ্রহণ করেছি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা