খেলা

জাদেজা ও অশ্বিনের স্পিনে কুপোকাত বাংলাদেশ, চেন্নাই টেস্টে সহজ জয় ভারতের

চেন্নাই, ২২স সেপ্টেম্বর: ব্যাটে ও বলে দাপট দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেই কারণে চিপকে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে লড়াইয়ে ফেরান অশ্বিন। তাতে সঙ্গ দেন জাদেজাও। তারপরে বল হাতে দুই স্পিনারের ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের ঝোড়ো শতরান। শুভমান গিলের সেঞ্চুরি, ভারতকে চালকের আসনে বসিয়ে দেয়। বাংলাদেশের সামনে ৫১৫ রানের চ্যালেঞ্জ রাখে রোহিত শর্মারা। সেই রান তাড়া করতে নেমেই হিমশিম খেয়ে যায় বাংলাদেশ। অশ্বিন ও জাদেজার স্পিনে আটকে যান সাকিবরা। গতকাল, শনিবার ম্যাচ শেষে সফরকারী দল চার উইকেটে তোলে ১৫৮ রান। বাংলাদেশকে জিততে হলে করতে হত আরও ৩৫৭ রান। কিন্তু চিপকের মাঠে স্পিনের দাপট দেখেই বোঝা যাচ্ছিল এই কাজ করা কর্যত অসম্ভব। আজ, রবিবার সেটাই হল। শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু ড্রিঙ্কস ব্রেকের পরে কার্যত ভারতের কাছে আত্মসমর্পণ করে দিল বাংলাদেশ। অন্তত এমনটাই মনে করছেন অনেকে। এদিন সাকিবের উইকেট দিয়ে শুরুটা করেন অশ্বিন। যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন সাকিব। তারপরেই হু হু করে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। একা হাতে লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক নাজমূল হোসেন শান্তো। ৮২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ১২৭ বলের ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি ছক্কা। জাদেজার বলে ক্যাচ আউট হন শান্তো। অপরদিকে লিটন দাস (১), মেহদি হাসান মিরাজ (৮), তাসকিন আহমেদ (৫), হাসান মাহমুদেরা (৭) পর পর আউট হয়ে যান। ভারতীয় বোলারদের সামনে শান্তো ছাড়া কেউই টিকতেই পারল না ক্রিজে। যার ফলে ভারত চারদিনের মধ্যেই চিপকের মাঠে জয়ের স্বাদ পেয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল।
৬ উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাটে ও বলে প্রথম টেস্টে অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। প্রথম ইনিংসে উইকেট না পেলেও সেঞ্চুরি করে সকলের মন জয় করেছিলেন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে তাঁর স্পিনের জাদুতে কুপোকাত হয়েছে বাংলাদেশ।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা