দক্ষিণবঙ্গ

বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যার ছেলে সহ ধৃত ২

সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার বেতাইয়ে চুরির জিনিসপত্র বিক্রি করতে গিয়ে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যার ছেলে সহ দুই যুবক গ্রেপ্তার হল। ধৃত দুই যুবকের নাম মৃন্ময় মজুমদার ও দেবজিৎ মৃধা। শুক্রবার তাদের দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের শনিবার তেহট্ট আদালতে তোলা হলে বিচারক চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
স্থানীয় ও পুলিস সুত্রে জানা গিয়েছে, বেতাই বাজারে দেবাশিস পাণ্ডের  মোটর বাইকের গ্যারেজে কাজ করত ধৃত দুজন। পরে তারা কাজ ছেড়ে অন্য দোকানে কাজে লাগে। গত ১৫আগস্ট বেতাই এলাকায় নৈশ ফুটবল প্রতিযোগিতা হয়। সেই ফুটবল খেলা দেখতে ভিড় জমান এলাকার বহু বাসিন্দা। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে রাতেরবেলা ওই গ্যারেজে  চুরি হয়। ওই মোটর গ্যারেজের মালিক থানায় চুরির অভিযোগ দায়ের করেন। দেবাশিসবাবুর সন্দেহ হয়, ওই দুজন তাঁর গ্যারেজে চুরি করেছে। এরইমধ্যে ধৃত দু’জন জিনিসপত্র বিক্রি করার জন্য অন্য একটি গ্যারেজে যায়। তা জানতে পেরে দেবাশিসবাবু সহ বেশ কয়েকজন ওই জায়গায় পৌঁছন। এসব জিনিস তারা কোথায় পেয়েছে জানতে চান। প্রথমে স্বীকার না করলেও দু’জনকে আলাদা করে চাপ দিতেই আসল সত্যি বেরিয়ে আসে। ওই গ্যারেজ থেকে তারা চুরি করেছে বলে স্বীকার করে। এরপর থানায় খবর দিলে পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। পরে পুলিস জানতে পারে ধৃত মৃন্ময় তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির বিজেপির এক সদস্যার ছেলে। যদিও ওই সদস্যা এব্যাপারে কোনওকিছু বলতে চাননি। পুলিস জানিয়েছে, ধৃতদের চারদিন পুলিসি হেফজত হয়েছে। তাদের জেরা করে এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করা হবে। অন্য কোনও চুরির সঙ্গে এরা জড়িত কি না তাও দেখা হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা